| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন যাবৎ পুরনো ল্যাপটপ(Acer Aspire E1-510) বিক্রি করে দেবার কথা ভেবেছি। যার ব্যাটারি, টাচপ্যাড ও কি-বোর্ড নষ্ট!
তবে, দোকানে নিয়ে যে বিক্রি করবো সেই সময় বের করতে পারছিলাম না। আজ অন্যসব ব্যস্ততাকে দূরে ঠেলে পুরনো ল্যাপটপ বিক্রির জন্য সময় বের করেছি। ল্যাপটপ নিয়ে শহরের বিভিন্ন দোকানে ঘুরতেছি এবং ক্রেতাদের ( অর্থাৎ দোকানী) সঙ্গে দর কষাকষি করতেছি। আজিজ প্লাজা,(টাঙ্গাইল) এ ৳২৫০০/- থেকে ৳৩০০০/- এর বেশি দাম কেউ বলল না। পরবর্তীতে ল্যাপটপটি নিয়ে আসলাম ক্যাপস্যুল মার্কেট,(আজিজ প্লাজার বিপরীতে) সেখানে ৳৩০০০/ থেকে ৳৪০০০/- দাম হলো। যেখানে সবাই ৳২৫০০/- থেকে ৳৩০০০/- টাকা দাম বলছিল, সেইখানে এম কে ল্যাপটপ গ্যালারি এন্ড সার্ভিসিং সেন্টার[স্থানঃ ক্যাপস্যুল মার্কেট ২য় তলা] ৳৪০০০/- টাকা বলে। অতঃপর আমি আমার পুরনো ল্যাপটপটি এম কে ল্যাপটপ গ্যালারি এন্ড সার্ভিসিং সেন্টার এ বিক্রি করতে চাই। আমি যেহেতু বলেছি ব্যাটারি, টাচপ্যাড ও কি-বোর্ড নষ্ট, সেহেতু ওরা অন্যান্য জিনিশ পরীক্ষার নাম করে ডিসপ্লেতে নখ দিয়ে চাপতে থাকে আর বলতে থাকে যে ডিসপ্লে স্পট আছে (যদিও তখনো সম্পূর্ণ ডিসপ্লে ভাল ছিল) পরে ওরা নানান তাল-বাহানা শুরু করে। এবং একপর্যায়ে বলে দেয় যে ল্যাপটপটি নেবে না। বলে রাখা ভাল, এই সময় ওরা আমার ল্যাপটপ সম্পর্কে ফোনে অন্যদের সাথে নিরবিচ্ছিন্নভাবে কথা বলতেছিল। যাই হোক, আমি ল্যাপটপ নিয়ে পাশের দোকানে গিয়ে ল্যাপটপের পাওয়ার অন করে দেখি ডিসপ্লেতে স্পট! আমি তৎক্ষণাৎ ল্যাপটপ নিয়ে এম কে ল্যাপটপ গ্যালারি এন্ড সার্ভিসিং সেন্টার এ যাই এবং বিষয়টি বলি।
কিছুক্ষণ কথা কাটাকাটির একপর্যায়ে,
- ওদের একজন বলে আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে এবং সেখানো কিন্তু সব রেকর্ড আছে।
- আমি বললাম, বেশ ভাল তবে রেকর্ড সবাইকে দেখান। সবাই দেখুক "কিভাবে আমার ল্যাপটপের ডিসপ্লে নষ্ট করা হয়েছে।"
- পরবর্তীরতে ওরা রেকর্ড দেখাবে না বলে দেয়।
আমি অসহায় বোধ করলাম, ভেতরে ভেতরে রাগ হচ্ছিল কিন্তু রাগের বহিঃপ্রকাশ করতে পারিনি। পরে ভগ্নহৃদয়ে যখন সিঁড়ি বেয়ে নামতে যাবো ঠিক ঐ মুহূর্তে অন্য দোকানী সব ঘটনা শুনে (যিনি আগে ৳৩০০০/- দাম বলেছিল) ৳২৫০০/- দিতে চাইল। আমি অনেকটা নিরুপায় হয়ে ল্যাপটপটি ৳২৫০০/- টাকায় বিক্রি করে দিলাম। ল্যাপটপ কেনার সময় দোকানী আমার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি রেখে দিলেন।
ল্যাপটপ বিক্রির ৳২৫০০/- নিয়ে সি এন জি করে বাড়ী আসার সময় নানান আকাশ-কুসুম চিন্তা করলাম। সেইসাথে ভাবলাম, আমি দোকানদারকে (যে ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করলো) একটি গালিও দিলাম না। এখন যখন লিখতেছি "আমার রাগ অনেক কমে গেছে।" এবং এরমাঝে আমি নিজেই নিজেকে প্রশ্ন করতেছি,"আমি কেমন মানুষ? আমি কি বোকা(আমাদের গ্রাম্যভাষায় বলদ প্রকৃতির) নাকি সহজ-সরল? আমার নিজের মধ্যে বিষয়টি নিয়ে বেশ ঝগড়া করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু অজানা কারণে থেমে গেলাম।"
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৭
রিমন সাঁই বলেছেন: আমি যখন কিনেছিলাম ২০১৪ সালে তখন ৳২০,০০০/- দিয়ে কিনেছিলাম।
২|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
দিন কত কাপ কফি পান করেন?
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
রিমন সাঁই বলেছেন: ঠিক নেই..., সর্বনিম্ন ৩ কাপ (২০০ মিঃলিঃ/কাপ)
৩|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: কম্পিউটার রিপেয়ার দোকানের ৯৫% মানুষই টাউট ।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৫
রিমন সাঁই বলেছেন: আমি শুধু শুনেছি, নিজে এই ঘটনার মধ্য দিয়ে যাবো কখনো মাথায় আসেনি।
৪|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
এখনো ব্যাচেলর'এ, নাকি মাষ্টারস'এ?
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৭
রিমন সাঁই বলেছেন: কেনো বলেন তো?
৫|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি একটি বিখ্যাত সাবজেক্ট পড়ছেন; তাই জানতে চাচ্ছি, আপনি কোন লেভেলে আছেন!
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৬
রিমন সাঁই বলেছেন: শেষ হইয়াও হইলোনা শেষ অবস্থায় আছি। করোনা মহামারি অনেকিছু আটকিয়ে দিয়েছে।
৬|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: আপনি ভালোই মানুষ। যারা আপনাকে এভাবে ঠকিয়েছে, তারা ভালো মানুষ নন।
৭|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৫
কামাল১৮ বলেছেন: আমি একজন ব্যবসায়ী হয়ে বলছি।বাংলাদেশের ৯৯% ব্যবসায়ী টাউট টাইপের।আমার ঔষধের,পাইপ ফিটিংক্স ও মটর্ পার্সের ব্যবসা ছিল।কতো রকমের টাউট যে দেখেছি এই ছোট্ট জীবনে বলে শেষ করতে পারবো না।অবশ্য এই সকল টাউটারীকে তারা গর্বের সাথে প্রচার করে।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৯
রিমন সাঁই বলেছেন: আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৮|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ল্যাপটপের মডেল ঘেটে দেখলাম। ব্যবহৃত এই ল্যাপটপটি এখনো প্রায় ৫০০ ডলারে এ্যামাজনে বিক্রি হচ্ছে, সেদিক থেকে আপনি বোকা। প্রথমত বাংলাদেশের মানুষ কেন ডেস্কটপ বাদ দিয়ে ল্যাপটপ কেনে সেটাই আমার আজও বোধগম্য নয়। খুব সম্ভবত লোক দেখানো বিষয় হয়ে দাড়িয়েছে ব্যাপারটা। বাসায় যদি ডেস্কটপ ইতোমধ্যে থেকে থাকে সে ক্ষেত্রে কিছুটা হয়তো জাস্টিফাই করা যায়। কিন্তু আপনারা, বিশেষ করে ছাত্ররা এমন কোন কাজ করেন না যে কম্পিউটার নিয়ে নিয়ে ঘুরতে হবে। আমি দুঃখিত কিন্তু বাংলাদেশে আমিও ছাত্র ছিলাম এবং ১৯৯৬ সাল থেকে কম্পিউটার ব্যবহার করেছি, কখনো স্কুল-কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ নিয়ে যাওয়ার মতো কারণ দেখিনি।
যাইহোক, আপনার ল্যাপটপটি একটা মনিটরের সাথে কানেক্ট ব্যবহার করতে পারতেন। তাতে ব্যাটারী, টাচ প্যাড এমনকি ডিসপ্লেরও প্রয়োজন হতো না। স্পেসিফিকেশন যা দেখলাম তাতে শুধু মেমরী বাড়িয়ে আরো বহুদিন ব্যবহার করতে পারতেন। আপনার বোকামীর জন্য আমার মোটেও খারাপ লাগছে না কারণ জীবনে এরকম ধাক্কা খাওয়াটা জরুরী। তা না হলে আগামীতে সচেতন হবেন না। একান্ত প্রয়োজন না হলে ল্যাপটপ কেনা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৬
রিমন সাঁই বলেছেন: ২০১৪ সালে যখন এই ল্যাপটপটি ৳২০,০০০/- কেনা হয়েছিল, তখন কম্পিউটার সম্পর্কে আমার নূন্যতম জ্ঞান ছিলনা। আর এই হচ্ছে স্পেসিফিকেশন ;যদিও এখানে র্যাম ২ জিবি ছিল (৪ জিবি নয়)। পরবর্তীতে যখন স্ব-ইচ্ছায় ইন্টারনেট ঘেঁটে কম্পিউটার সম্পর্কে জানলাম, তখন আর কি বলবো/করবো!
আর ডিসপ্লে দিয়ে মনিটর বানানোর ইচ্ছে ছিল; যেখানে ইউনিভার্সাল টিভি সার্কিট ও পাওয়ার এডপ্টার কিনতে হতো। সবমিলিয়ে পরে আর মনিটর বানানোর ইচ্ছে হয়নি।
যাই হোক, আপনার পরামর্শ আমার চমৎকার লেগেছে।
আপনাকে ধন্যবাদ।
৯|
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩
শারমিন নাহার নিপা বলেছেন: ভেরী স্যাড ব্রো। তবে আমার এক ফ্রেন্ড ছিলো, ও একদম নষ্ট ল্যাপটপ পিসি বা অন্যান্য জিনিস খুব কম দামে কিনে ঠিক করে তার চেয়ে বেশি দামে বিক্রি করে দিতো। এখন মেবি ওরা গাড়িও ব্যবসা করে। একবার আমার চোখের সামনে দেখলাম, একটা ক্যামেরা নষ্ট মোবাইল ১৮০০ টাকায় কিনে ক্যামেরা আর ব্যাটারি চেঞ্জ করে একটা প্যাকেট করে ৪২০০ টাকায় বিক্রি করে দিলো। বলল যে ৬ মাসের মধ্যে সমস্যা হলে ফ্রি সার্ভিসিং করে দিবে। হি ইজ এ জেম ম্যান!!
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৮:১৪
রিমন সাঁই বলেছেন: আমার বিক্রিকৃত ল্যাপটপটিও এভাবেই বিক্রি করা হবে। কারণঃ ব্যাটারি, টাচপ্যাড, কি-বোর্ড বদলে ফেললেই সব ঠিকঠাক।
১০|
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা মনে করে কাউকে ঠকাতে পারলেই বুঝি জিতে যাওয়া যায়।
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৮:০৯
রিমন সাঁই বলেছেন: খুব চতুরতার সাথে আমাকে ঠকতে বাধ্য করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি আমি বুঝলাম; কিন্তু আমি তো কোনো সঙ্গবদ্ধ চক্রের সাথে জিতবোনা। নিজের অপারগতা মেনে নিয়ে চলে এলাম।
১১|
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সত লোকদের শতকরা হার কত?
২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১২
রিমন সাঁই বলেছেন: এটা কি নির্ণয় যোগ্য?
১২|
২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগামী জীবনযাত্রা শুভ হউক
২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১২
রিমন সাঁই বলেছেন: আমীন...
১৩|
২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩
রানার ব্লগ বলেছেন: ভাগ্যিস আপনাকে চোর বলে সাব্যস্ত করে নাই। পুরানা জিনিস যারা কেনে এরা খুবই ধুরন্দর হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০
রিমন সাঁই বলেছেন: আমি ইতিপূর্বে বিক্রয়.কম এ বেশকিছু পুরনো জিনিশ বিক্রি করেছি। সেখানে অভিজ্ঞতা ভালই ছিল। সরাসরি এটাই প্রথম কোনো ইলেকট্রনিক্স পণ্য বিক্রি। ভাল হোক কিংবা মন্দ হোক অভিজ্ঞতাটাকে সাদুবাদ জানানো ছাড়া কিছু আর করার নাই।
১৪|
২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:০০
পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটি পড়ে খুব খারাপ লাগছে। চোখের সামনে কেউ এভাবে নিজের জিনিস ক্ষতি করলে রাগ হবারই কথা। কিন্তু ঝগড়া করতে গেলেও মনে শক্তি দরকার।সবার সেটা থাকে না। আপনি একজন সজ্জন ব্যক্তি। নিজের ক্ষতি মানতে কষ্ট হলেও তা প্রকাশ করতে পারেননি। শুভেচ্ছা আপনাকে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৬
রিমন সাঁই বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১৫|
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: প্রথম ১২ টি মন্তব্যের মধ্যে আপনি প্রত্যেকেরটার উত্তর দিলেন, শুধু একজনের মন্তব্যের কোন উত্তর দিলেন না!
কোন বিশেষ কারণ আছে কি?
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫
রিমন সাঁই বলেছেন: মাফ করবেন। এটা অনিচ্ছাকৃত ভুল।
যাজাকআল্লাহু খাইরান....(আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন)
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের নতুন ল্যাপটপের দাম কতো?