নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!

রেনেসা

ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!

রেনেসা › বিস্তারিত পোস্টঃ

সব জায়গাতেই যখন ১৮+ আছে..সংসদ অধিবেশনেও ১৮+ পার্ট যুক্ত করা হোক। ২০০ বেশি দেশ থেকে বাংগালীরা গভীর আগ্রহ নিয়ে অধিবেশণ শুনবে। সুযোগে বিজ্ঞাপন বাবদ আয় হবে কোটি কোটি ডলার। ...

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

সব জায়গাতেই যখন ১৮+ আছে..সংসদ অধিবেশনেও ১৮+ পার্ট যুক্ত করা হোক। ২০০ বেশি দেশ থেকে বাংগালীরা গভীর আগ্রহ নিয়ে অধিবেশণ শুনবে। সুযোগে বিজ্ঞাপন বাবদ আয় হবে কোটি কোটি ডলার।



সংসদ সদস্যরা তাদের বক্তব্যকে কপি রাইটের আওতায় আনবে। যেসব চ্যানেল তাদের এ বক্তব্য প্রচার করবে তাদের কাছ থেকে রয়ালটি ফি আদায় করবে। সাংসদদের আয় হবে।



আমার আমজনতা একটু আমোদিত হবে।



যারা সমালোচনা করবেন তাদের জন্য এ কবিতাটি ...





'ভূমিহীন কৃষকের গান'

হেলাল হাফিজ



"দুই ইঞ্চি জায়গা হবে?

বহুদিন চাষাবাদ করিনা সুখের।



মাত্র ইঞ্চি দুই জমি চাই

এর বেশী কখনো চাবো না,

যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত

তবু ওটুকু পাবো না

এমন কী অপরাধ কখন করেছি!



ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই

ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়,

যাবতীয় সার ও সোহাগ দিয়ে

একনিষ্ঠ পরিচর্যা দিয়ে

যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।"





একজন কবি যদি এ রকম কবিতা লিখতে পারে তবে একজন রাজনীতি বিদদেরও এ স্বাধীনতা থাকা উচিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মামুinসামু বলেছেন: সহমত....
আর বসের কবিতাডা তো অসাধারন

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.