নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দঘোষ

সব দোষ নন্দঘোষ........।

ইভেন

সব দোষ নন্দঘোষ..................

ইভেন › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫

আমাদের বাংলাদেশের সবার কন্ঠস্বরই প্রতিবাধি অপরাধের বিরুদ্ধে কিন্তু সবাই একসাথে কাধে কাধ মিলিয়ে সেই অপরাধের প্রতিবাধ এবং প্রতিরোধ জানানো আর সম্ভব হয় না। প্রতিনিয়ত চোখের সামনে দিয়ে ঘটে যাচ্ছে নানা অপরাধ এবং আড়ালে গিয়ে উচ্চ স্বরে জানাচ্ছি তারই তীব্র প্রতিবাদ কিন্তু সামনে দাড়িয়ে কিছু বলার সাহস আমাদের হয় না। কেউ হতয়বা এগিয়ে যান ঠিকই কিন্তু তার পাশে গিয়ে দাড়ান না।

আমরা কি একবার ভেবে দেখেছি যে আমাদের সমাজে খারাপ লোকের সংখ্যা কত? কি ভাবছেন অনেক বেশী?? না তারা বেশী নয়, খুবই কম। আজ হতয় আমি এদের নষ্টামীর স্বীকার হয়েছি কিন্তু কাল যে আপনিও এদের হাতে পরবেন না এমন নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে?? আমরা ভাবি এসব সরকার এবং পুলিশের দায়িত্ব কিন্তু একবার ভেবে দেখুন সত্যিই তাদের একার পক্ষে এসব দমন করা সম্ভব। আসুন আমরা সবাই সচেতন হই এবং গড়ে তুলি সুন্দর সমাজ, নিরাপদ রাস্তা-ঘাট এবং নিজেকে পরিনত করি এক সভ্য মানুষ হিসেবে।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


সেই ছেলেতো জন্ম নিয়ে ফেলেছে; সেটি আপনি!

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫

ইভেন বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী, এবং দোয়া করি আল্লাহ যেন আপনাকে ও কবুল করেন।

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


"আমরা কি একবার ভেবে দেখেছি যে আমাদের সমাজে খারাপ লোকের সংখ্যা কত? কি ভাবছেন অনেক বেশী?? না তারা বেশী নয়, খুবই কম। "

-ওরা সংক্যায় কম; কিন্তু ওরা প্রশাসন, সরকার ও অর্থনীতি দখল করে ফেলেছে।

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৮

ইভেন বলেছেন: বুঝলাম সব কিছু দখল করে রেখেছে কিন্তু কখনও কি প্রতিবাদ জানিয়েছেন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.