নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপোর্টার নজরুল ইসলাম

সিলেটের একটি প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ে পড়া-লেখার পাশাপাশি একটি সিলেটের লোকাল অনলাইন পোর্টালে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি।

মো. নজরুল ইসলাম

আমার নিজস্ব মতামত ও আমার প্রকাশিত সংবাদগুলো এখানে প্রকাশের জন্য ব্লগটি খুলেছি

মো. নজরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সিলেটে গরুর সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ছাগলও

০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

গরুর সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ছাগলও

মো. নজরুল ইসলাম :: রাত পোহালেই ঈদ। চলছে শেষ মূহুর্তের গরু-ছাগল ক্রয়-বিক্রয়। ক্রেতারা স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে কিনছেন গরু-ছাগল। কেউ সামর্থের জন্য আবার কেউ গরুর পাশাপাশি দিচ্ছেন ছাগলও কোরবানী। সিলেট নগরীর কাজির বাজার হাটে ছাগল উঠেছে বেশি। তাই ছাগল কিনতে মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। একেকটা ছাগলের দাম বিক্রেতারা অনেক বেশি চাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা।

কাজির বাজারে ছাগল কিনতে আসা ফয়েজ আহমদ জানান, একটি ছোট ছাগল বা ছাগলের বাচ্চার দাম চাচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা। মাঝারি সাইজেরগুলো দশ হাজার থেকে বিশ হাজার টাকা আর বড়গুলো পঁচিশ হাজার থেকে পয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে। যা অনেক বেশি বলে মনে হচ্ছে।

জকিগঞ্জ থেকে ছাগল বিক্রি করতে আসা আলাউদ্দিন মিয়া জানান, পাঁচ হাজার টাকা দাম চাইলে ক্রেতারা বলেন দুই হাজার টাকা। তাই আমরা দাম একটু বেশি বলি। তবে দর কষাকষি করে কাঙ্খিত দাম পেলে বিক্রি করে দিচ্ছি।

চাপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে আশিটি খাসি নিয়ে আসা বিক্রেতা আবু সুবহান জানান, চাহিদা অনুযায়ী ক্রেতারা অনেক কম দাম দিতে চায় যা আমাদের কিনা দামের চেয়েও অনেক কম। উন্নত জাতের ছাগল হওয়ায় লালন-পালনে অনেক খরচ করতে হয়েছে। বেশি মুনাফা পাওয়ার আসায় রাজশাহী থেকে সিলেট নিয়ে এসেছি। তাই এসব খাসির দাম বিশ-পঁচিশ থেকে চল্লিশ-পয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি।

ছাগলের হাটের ম্যানেজার সত্যকর জানান, ক্রেতা সমাগম কম হলেও সময় বাড়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাসি বাজারে উঠেছে। এসব ছাগলের মূল্য এক হাজার থেকে শুরু করে বিশ-পচিশ হাজার টাকার মধ্যে রয়েছে।

এদিকে বাজার ঘুরে দেখা যায়, গরুর হাটের ভিতর ও বাইরে অনেক পশু উঠেছে। ক্রেতা সমাগম কম রয়েছে। বিকেল থেকে মানুষের ভিড় বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। গরমে গরু-ছাগলের পাশাপাশি হাপিয়ে উঠছেন ক্রেতারাও। মার্কেটের নিচে হওয়ায় ছাগলের হাটে না কিনলেও দাম-দর করছেন ক্রেতারা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.