নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা শূন্য "0" (জাস্ট এ জিরো - নাথিং এলস) - খুব ভবঘুরে উড়নচণ্ডী একজন মানুষ... উল্লেখ করার মতো ঈর্ষনীয় কোনো যোগ্যতা-ই আমার মাঝে নেই... তবুও আমি স্বপ্ন দেখি -- অনেক কিছু ভেঙে নতুন কিছু গড়া

তৌসিফ এলাহী রিসাদ

তৌসিফ এলাহী রিসাদ › বিস্তারিত পোস্টঃ

নতুন জীবন !!!

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আজকের দিনে কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তা কে এমন একটি সুন্দর পথের সন্ধান দেওয়ার জন্য। আরও কৃ্তজ্ঞতা জানাই সেই সময় থেকে তখন পর্যন্ত আমার অবস্থানের জন্য আমাকে নিঃস্বার্থ ভালবাসা ও যত্ন দিয়ে যারা সাহায্য করেছেন , কারন আমার জীবন যেখান থেকে শুরু , যে পর্যায়ে চলে গিয়েছিল সেখান থেকে আমার একার পক্ষে কখনই উঠে আসা সম্ভব ছিলনা ।



আমি আরও উপলব্ধি করি আজকের দিনে আমি যা পেয়েছি তার যোগ্য আমি নই। কেননা আমার বেচে থাকারই কোন আশা ছিলনা। সেখানে আমি যে আবার সবকিছু ফিরে পেয়েছি এ যেন এক অলৌকিক ঘটনা।আমি বিশ্বাস করি এটা একমাত্র মহান সৃষ্টিকর্তার কাজ।



আজকের দিনে আমি নিজেকে গ্রহন করতে পারি আমার তিক্ত জীবন আমার আসক্তি জীবন এবং আমি আমার অতীত জীবনের জন্য। আজকে আমি আর কাউকে দায়ী করিনা।

আজকের দিনে আমি অনুভব করি যে আমার আসক্তি জীবন আমার সম্পদ।

আর এটি আমাকে মনে করিয়ে দেয় “আমি কথায় ছিলাম আর আবার ও ভুল করলে আমি কোথায় যাব।’’ ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

দেবদাস. বলেছেন: স্বাগতম :)

ভাল লিখেছেন । সাথেই থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

তৌসিফ এলাহী রিসাদ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.