![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতিঝিল শাপলা চত্তর এ জামায়াত কে সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার এবং তারা আজ সফল ভাবে তা পালন করেছে । সেই সমাবেশেই তারা সরকার কে হুমকি দিয়ে বলেছে তাদের কোন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের রায় প্রদান করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে ! আসলে দেশে কি হচ্ছে এইসব ?
১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে সাহায্য করেছিল, তাদের শাস্তি দেওয়ার যখন সময় হল, তখন তারাই আবার জেগে উঠেছে এর বিরুদ্ধে। এবং এদেরকেই আমাদের দেশের কতিপয় কিছু মানুষ সাপোর্ট দিচ্ছে যেন তাদের বিচার না হয়।
আসলেই আজব এক দেশের নাগরিক আমরা। গানের কথায় ''এমন দেশ টি কোথাও খুঁজে পাবে না কো তুমি , সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি ''সত্যি ই এমন দেশ আসলেই মনে হয় কোথাও খুজে পাওয়া যাবে না। এক ই অঙ্গে কত রূপ !
সম্ভবত আগামীকাল যুদ্ধাপরাধের বিচারের একটি রায় হবে । এই জন্য আগামীকাল মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত , অথচ দেশে চলছে এসএসসি পরীক্ষা !! আমরা যতই বড় বড় কথা বলিনা কেন, জামাতের পশুদল এখনো এই দেশে হরতাল ডাকে এবং সেই হরতাল পালিত ও হয় । লজ্জা, লজ্জা, লজ্জা ! এ আমার নিজের লজ্জা !
কাল সকাল-সন্ধ্যা হরতাল । রায় তাদের বিরুদ্ধে গেলে লাগাতার কর্মসূচী এর পর লাগানো হবে গৃহযুদ্ধ ! "---- কতো বড় দুঃসাহস এই জামাত শিবিরের !
আমরা যেহেতু অতি সহজেই তাদের কর্মকাণ্ড গুলিকে মেনে নিচ্ছি সুতরাং ভাবছি একটা চুষনি কিনব এবং চুষতে চুষতে দেখব তাদের কর্মকাণ্ড গুলি।
আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সরকারের উচ্চ পর্যায়ের সবাইকে একটা করে চুষনি উপহার দিতাম এবং বলতাম আপনাদের যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বলার ও কোন ব্যবস্থা গ্রহন করার মত সাহস নেই সুতরাং আপনারা চুষনি চুষেন !
হরতাল দিয়ে কি যুদ্ধাপরাধের বিচারের রায় ঠেকাতে পারবি ?
যাহ পারলে ঠেকা !
আসলে জানি শুধু শুধুই এতগুলো কথা লিখে ফেললাম। কি লাভ হবে তাতে ? আমার মতো অতি সামান্য একজন Towsif Elahi Reshad এর চিৎকার তাদের কানে পৌঁছাবে না ! সমাজের বড় বড় জ্ঞানী গুনী মানুষেরা যখন চুপ করে আছেন তখন আমার মতো বাচ্চা ছেলের হয়তো এত বড় বড় কথা বলাটা ও উচিত হলনা ।
©somewhere in net ltd.