![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষার জন্যে প্রবেশ কর
শামীম উসমান। নারায়ণগঞ্জের এক ত্রাসের নাম। যার সামনে আজ পর্যন্ত কেউ জোর গলায় কথা বলতে পারেনি। সেই শামীম উসমানকেই এএসপি বশির যা করে দেখালেন তাতে পুলিশ বিভাগের প্রতি আবারো আস্থা ফিরে আসছে। তবে এক্টাই প্রত্যাশা, দয়া করে কাল যেন এএসপি বশির মুন্ডুবিহীন লাশটা আমাদের শীতলক্ষ্যায় দেখতে না হয়!! অভাগা জাতি তার লাশ বইতে পারবে না। দয়া করে এএসপি বশির এর নিরাপত্তা নিশ্চিত করা হউক। আর যদি শামীম উসমানের আপা'(!)র সম্মতি থাকে, তাহলে প্লীজ এই ব্যক্তিকে মৃত্যুর সময় একটু কম কস্ট দিয়ে মারবেন। অভাগা জাতি এর থেকে বেশি কিছু আপনার কাছে আশা করবে না।
©somewhere in net ltd.