![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমাতো এমনি হওয়া উচিত যা আপনার ভেতরের মানুষটি নাড়িয়ে দিয়ে নতুন করে ভাবতে শিখাবে।সম্পর্কের জটিল সমীকরণ দেখলে মনে হবে আরে এইতো একটা পরিবার,সমাজের গভীর ছবি আঁকছে।
বিখ্যাত অস্কারজয়ী পরিচালক আসগর ফরহাদির পরিচালনায় আমার প্রিয় তিনটি ইরানী সিনেমার ছোটখাট রিভিউ দিলাম।
"A Separation"
ইরানী মধ্যবিত্ত পরিবারের দুজন স্বামী স্ত্রীর বিচ্ছেদের আবেদন নিয়ে গল্পের শুরু।বিচ্ছেদ জটিলতা আর পরিবার এবং সন্তান নিয়ে দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়নের বাস্তবতা নিয়ে এই ছবি।আর আছে এক বৃদ্ধ বাবার কথা যা আপনাকে ভিতর থেকে ভীষণ ভাবে নাড়িয়ে দিবে আমার চোখ বারবার ঝাপসা হয়ে এসেছিলো।ছবির গল্পকে পরিচালক এত সুন্দর এত রিয়েলিস্টিক ভাবে বলেছেন আপনার মনেই হবে না আপনি মুভি দেখছেন মনে হবে যা ঘটছে সব আপনার সামনে।
অস্কারজয়ী!!
মাষ্টারপিস!!
IMDB:8.4
R.T. : 99%
"The Salesman"
পুরনো ফ্ল্যাট ক্ষতিগ্রস্থ হওয়ায় নতুন ফ্ল্যাটে উঠে এক তরুন দম্পতি।ইমাদ স্কুলে পড়ায় আর রাতে থিয়েটার করে সাথে স্ত্রী রানাও অভিনয় করে। সবকিছুই চলছিলো ঠিকঠাক ঝুঁট ঝামেলাহীন দুজনের সংসার হঠাৎ এক রাতে কে যেন এসে বাথরুমে রানার মাথায় আঘাত করে
পালিয়ে যায়, রেখে যায় রক্তাক্ত পায়ের ছাপ আর একটা পুরনো পিকাপ।হতভম্ব ইমাদ পুলিশ কে জানাতে চাইলে রানা ঝামেলা এড়ানোর জন্য বাঁধা দেয়।শেষমেষ অপরাধীকে নিজেই খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ইমাদ।নিজেই তদন্তের পর যখন অপরাধী সামনে আসে তখন একেবারে থ হয়ে যায় ইমাদ এ কাকে দেখছে।মুভির শেষে আপনার ইমাদের সিদ্ধান্ত সঠিক বলে মনে হবে আবার রানার মত সহানুভূতিও কাজ করবে।
অস্কারজয়ী!!
মাষ্টারপিস!!
IMDB:7.9
R.T. : 96%
"The Past(Le passé)"
আহমদ ইরান থেকে প্যারিসে ফিরে চার বছর অনুপস্থিতির পর আইনমাফিক বিবাহ বিচ্ছেদ করতে আসে।এসেই জানতে পারে তার স্ত্রী মারি সামির নামের এক লোকের সাথে বসবাস করছে যার স্ত্রী কিনা সুইসাইড করতে গিয়ে মৃত্যুশয্যায় আছে। তারা দুজন বিচ্ছেদে অনড় থাকলেও কেউই পুরনো সম্পর্ককে ভুলতে পারে না।মারির টিনএজ মেয়ে চায় না তার মা নতুন কারো সাথে সংসার করুক। এদিকে মারিও তার সিদ্ধান্ত থেকে একচুল নড়বেনা। কাহিনী এভাবেই এগোতে থাকে।একদিন মারির মেয়ে আহমেদকে সামিরের স্ত্রীর সুইসাইডের ব্যাপারে একটা গোপন কথা ফাস করে দেয়।পেঁয়াজের খোসার মত একটার পর একটা জট খুলতে থাকে কাহিনী মোড় নেয় অন্যদিকে।ইরানী পরিচালক একটি অসাধারণ জটিল গল্প বলার জন্য একাধিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে তার আকর্ষণীয় ক্ষমতা প্রদর্শন করেছেন।
মাস্ট ওয়াচ মুভি!!
IMDB:7.8
R.T. : 94%
হ্যাপি ওয়াচিং
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
অবলাল রশ্নি বলেছেন: দ্রুতই দেখে ফেলব। ধন্যবাদ
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: YouTube link দিলে দেখতাম
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২১
অবলাল রশ্নি বলেছেন: A Separatio,The Past ইউটিউব এ সার্চ দিলে পেয়ে যাবেন
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: তিনটিই দেখেছি। চমৎকার মুভি।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:২১
অবলাল রশ্নি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
যূথচ্যুত বলেছেন: ফারহাদি'র আরও দুটো বেশ ভালো কাজ আছে, অ্যাবাউট এলি আর ফায়ারওয়ার্কস ওয়েডনেসডে।