| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে মনে করেন যে রক্ত দিলে রক্ত কমে যাবে বা অসুস্থ হয়ে যাবেন এবং অনেকে এটাও বলে যে নিজের টাকায় খেয়ে রক্ত জমিয়েছি অন্যকে দিব কেন? আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলছি রক্ত দিলে রক্ত কমে না নির্দিষ্ট বয়সের পর আর নির্দিষ্ট সময় পর পর আপনি রক্ত দিলে কখনও অসুস্থ হবেন না বরং আপনার উপকার হবে। এ বিষয়ে প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। দ্বিতীয়তে বলছি যারা মনে করেন যে নিজের টাকায় খেয়ে রক্ত জমিয়েছি আরেকজন কে দিব কেন? আপনার উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যদি কখনও আপনি বা আপনার প্রিয় কোন মানুষের রক্তের প্রয়োজন হয় তখন আপনাকে আরেকজন রক্ত দিতে যাবে কেন সেওতো তার টাকায় খেয়ে রক্ত জমিয়েছে, দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে।
বিডোনেটর.কম হচ্ছে রক্তদান এবং গ্রহনের জন্য একটি উন্মুক্ত মাধ্যম।
©somewhere in net ltd.