| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু অসাধু ব্যক্তি, সংস্থা বা ব্যাংক রক্ত নিয়ে বহুদিন ধরে জালিয়াতি করে আসছে এবং এটার শিকার হচ্ছি আপনি-আমি-আমরা সবাই। তাদের ভেজাল রক্ত গ্রহন করে আর মরণ ফাঁদে পা দিয়ে আমরা আমাদের স্বজনদের হারানোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। সময় এসে গেছে এর প্রতিকার করার সময় এসে গেছে এদেরকে প্রতিহত করার বিডোনেটর.কম এ যোগ দিন যার দরকার যাচাই বাছাই এর মাধ্যমে শুধু তাকেই রক্ত দিন। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। তবেই ভেজাল রক্ত থেকে বাঁচবো আপনি-আমি-আমরা।
বিডোনেটর.কম হচ্ছে রক্তদান এবং গ্রহনের জন্য একটি উন্মুক্ত মাধ্যম।
©somewhere in net ltd.