নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা রহমান ()

রেজা রহমান () › বিস্তারিত পোস্টঃ

তাহের কি খুব ভাল লোক ছিলেন??

২১ শে মে, ২০১৩ রাত ৩:৫৫



রায়ে আদালত তাহেরের মৃত্যুদণ্ড ‘ঠান্ডা মাথার খুন’ বলে চিত্রিত করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। ....এইটার মানে কি? আওয়ামী বামপন্হী আর বামরা আদালতের উপর বন্দুক রেখে জিয়া কে তাহেরের খুনী প্রমান করতে চায়? বোকার স্বর্গে বাস করে তারা !



তাহের কি খুব ভাল লোক ছিলেন??



বংগবন্ধু ভক্ত বীরবিক্রম শাফায়াত জামিল তার ষড়য্ন্ত্রময় নভেম্বর বইতে কি বলেছেন দেখুন..

"আসলে তাহের এবং তৎকালীন জাসদ নেতৃবৃন্দ জিয়াকে সামনে রেখে , জিয়ার মুক্তিযুদ্ধকালীন ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সুচতুরভাবে ক্ষমতা দখলের প্রয়াস নেন ৭ ই নভেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে.......কিন্তু এত কিছুর পরও চেইন অফ কমান্ড এবং সেনাপ্রধান পদের অন্তর্নিহিত শক্তি ও আনুগত্যের কাছে তারা পরাজিত হন....... তাহেরকে এর জন্য চরম মূল্যও দিতে হয়......... "(পাতা ১৪৯)



কি বুঝলেন? তাহের দুধে ধোয়া তুলসীপাতা ছিলেন না।



তাহেরের বিচার প্রক্রিয়া সম্পর্কে ইনু কি বলেন শুনবেন?



"৭৬ সালের জুলাইয়ে সামরিক আদালতে ট্রায়াল শুরু হলে জিয়া একদিন মিলিটারি ফরমেশন কমান্ডারদের বৈঠক ডাকলেন । বৈঠকে মতামত এলো জলিল , রব , ইউসুফ , জিয়াউদ্দিন , ইনু ও তাহের বিপদজনক লোক । এদের ফাঁসিতে ঝুলানো যায়......এক পর্যায়ে সিদ্ধান্ত এলো তাহেরের ফাঁসি , জলিলের যাবজ্জীবন , বাকিদের ১২ বছর করে কারাদণ্ড......."

৭ / ২০১০ এ আমাদের সময়ে পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে ইনু স্বীকার করছেন যে জিয়া একা তাহের এবং তার সহযোগীদের বিচার চূড়ান্ত করেননি।



ব্যারিস্টার মওদুদ আহমেদের মতে এই মিটিং এ মোট ৪৯ জন সেনা অফিসার অংশ গ্রহণ করেন এবং সে সময়কার অ্যাডজুটেন্ট জেনারেল মঈনুল হোসেন বীরবিক্রম জানান তিনিই জিয়াকে ৭/৮ নভেম্বরের খুনোখুনির বিচারের ব্যবস্থা নিতে বলেন।



মুলত সামরিক আদালতের বিচারে নিজেকে দোষী বলে স্বীকার করলে অনুকম্পা বা লঘু শাস্তির একটি সুযোগ থাকে যেটি হালে পিলখানা হত্যাকাণ্ডের অনেক অভিযুক্তও পাচ্ছেন। সে সুযোগ তাহেরের ও ছিলো..........

কিন্তু তাহের সে সুযোগ নেবেনা বলে একরোখা আচরণ করে। বিষয়টি নিশ্চিত করেন স্বয়ং লুৎফা তাহের : দৈনিক ইত্তেফাক / আগস্ট ২৭ , ২০১০



কর্নেল তাহের নভেম্বর ২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটরের বাসা থেকে গ্রেফতার হবার পর তাহেরের ২ ভাই নভেম্বর ২৬ তারিখে ভারতীয় রাষ্ট্রদূত সমর সেনকে অপহরণের চেষ্টা চালায় এবং দুতাবাসের নিরাপত্তা রক্ষিদের গুলিতে ৪ জন মারা যায়। বেলাল আর বাহার সমর সেনকে অপহরণ করতে চাইছিল তাহেরের মুক্তিপন হিসেবে।



বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা ব্ল্যাকমেইল করে নিজেদের নেতা মুক্তির স্বার্থে তাদের মুখে কি 'স্বদেশ দীর্ঘজীবি হোক' স্লোগান মানায়?



কৃতজ্ঞতা স্বীকারঃ দাসত্ব শেকল

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ ভোর ৪:২৮

নানাভাই বলেছেন: আইলো যুগ ডিজিটাল,
কুত্তায় চাটে বাঘের গাল।

ইনু অখন বাঘের মুখোশ লাগাইছে।

এইখানে গুতান

২| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩০

তোমোদাচি বলেছেন: এই টার্মে আওয়ামিলীগ আদালতকে তাদের নিজেদের স্বার্থে যেমন ব্যাবহার করল সেটা নজির বিহীন!

সামনে বি এন পি এটা ফলো করবে নির্দ্বিধায় বলা যায়, মওদুদের কুটবুদ্ধি সাথে যোগ হবে!!

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

রেজা রহমান () বলেছেন: শালার বেটা মওদুদ

৩| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৫

সেফানুয়েল বলেছেন: আপনারা এই তথ্য মতে তাহলে এখন বেগম খালেদা জিয়া কেও ফাঁসি দেওয়া যায়। কারণ তিনি ক্ষমতায় যাবার চেষ্টা করছেন!!!!

রাজনৈতিক দল সমূহ বিভিন্ন কৌশলে ক্ষমতায় যাবার চেষ্টা করবে এই টাই স্বাভাবিক। কর্ণেল তাহের সে সময় সেনা অফিসার ছিলেন না যে তার বিচার সেনা আদালতে হতে হবে। তিনি একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন এবং জনতার অংশ ছিলেন। সে যে কোন অপরাধই করে থাকুক তার বিচার আদালতেই হলেই সেটা মানান সই ছিলো।

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৩৭

রেজা রহমান () বলেছেন: ভাই খালেদারে আপনি ১০০ বার ফাঁসি দেন..এইটা নিয়া ত্যানা পেচাইয়া লাভ নাই এখানে আর তাহের এর ফাঁসি হওয়ার কয়টা কারন জানতে চান আপনি??

৪| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাহ বাহ! জামাতি দাস ছাগল ব্লগে লেখার হেডম পায়না ফেসবুকে লাফায় আইছে আবার তার এজেন্ট!

তাহের কি ছিল সে প্রশ্ন তো দাসত্বর মতো কুত্তার বাচ্চারা করবেই। তাহের কি ছিল তার আগে ওই কুত্তারে স্ট্যাটাস দিয়ে স্বীকার করতে বলেন যে জিয়া একটা খুনি ক্ষমতালোভী ছিল। এই জামাতি জারজটার যুক্তিমতে তো মুজিব একজন বিশাল খারাপ লোক, তাইলে তাকে হত্যা যারা করছে তারাও বিশাল ন্যাতা একেকজন।


খুনি কোনদিন খুন করে বাঁচতে পারে নি। নিজের কাছে অথবা আইনের কাছে, ধরা তাকে পড়তেই হয় একদিন না একদিন। হোক তা মৃত্যুর পরে। খুনী-ক্ষমতালোভী শয়তানদের মুখে থুঃ!

এইগুলো পাবলিকলি আলোচনা করতে অস্বস্তি হতো, জাতীয় নেতা, মুক্তিযোদ্ধা... সেক্টর কমান্ডার...

বঙ্গবীর কাদের সিদ্দিকি আর আমাদের এই ন্যাতাই হতে পারে "বেঈমান", অর্থের ক্রীতদাস ও ক্ষমতালোভী শব্দগুলির মানে উৎকৃষ্টতর উদাহরণ। খুঁজতে এদের "একাত্তর পরবর্তী" জাতীয় বেঈমানিগুলো খতিয়ে দেখলেই হবে।

আজ আমাদের গলা ফাটাতে হচ্ছে, শাহবাগের সৃষ্টি হচ্ছে, এতো মানুষ মরছে... এই ন্যাতার তাতে দায় কতোটুকু সে বিচার এর ভার ইতিহাসই নিজের কাঁধে তুলে নিয়েছে। শুধু জিয়াকে ভালোবাসো বলে তার সব কিছু ভুল একেবারে ক্ষমা করে দিবা হত্যাকেও ভালো কাজ আখ্যা দিবা তাইলে তোমার মুখ আমার জুতা।

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

রেজা রহমান () বলেছেন: এক কলের গান কত বাজাইবা বাপধন...দেশটারে তো খাইয়াই ফেলতাছ, কোন প্রশ্ন থাকলে কর নাইলে সোজা দরজা দিয়া কাইটা পর।

৫| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:৫৯

অেসন বলেছেন: তাহের হয়তবা ভালো লোক ছিল না। কিন্তু খারাপ লোককে হত্যা করা কি জায়েজ ? খারাপ লোক হলেও আপনাদের জন্য ঐতিহাসিক দিন ৭ই নভেম্বর এর সিপাহী বিপ্লবে নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। আপনারা যারা জিয়াউর রহমানের সমর্থক তারা এক্ষেত্রেও আওয়ামী বিচার ব্যবস্থাকে দায়ী করবেন অথচ সত্য ইতিহাস জানা কি দুঃসাধ্য ?

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

রেজা রহমান () বলেছেন: তাহের রে হত্যা করছে কেডা?? রায় যেই বিচারক দিছে হেরে আপনি চিনেন?? নাম শামসু, একটু খোজ খবর লন.. না পারলে ললিপপ চুষেন।

৬| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৩০

হিসলা সিবা বলেছেন: ছাগল কোথাকার

তাহের কি জিনিস ছিল সেইটা বুঝতে তোমার দুইবার পয়দা
হওয়া লাগবো

শালা ছাগু

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩

রেজা রহমান () বলেছেন: আমার মন কইতাছে একটাবার তরে আমি পামু.. পাইলেই বুঝাইয়া দিমু আমি কি জিনিস

৭| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৮

কাজের কথা বলেছেন: মন্তব্য করার রুচি হারিয়ে ফেলেছি ।

২১ শে মে, ২০১৩ সকাল ১০:০২

রেজা রহমান () বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

ইকবাল পারভেজ বলেছেন: গোপাল গন্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি দালাল বিচারপতি শামসুদ্দিন কি মুক্তিযোদ্বা সিরাজ শিকদার হত্যাকারীকে নিয়ে কিছু বলবে না, তাহের যে সেই রাতে ডজন ডজন আর্মি অফিসার খুন করছে সেইটা নিয়াও কিছু বলবে না, সেই রাতে তাহের ৬ জন নারী ডাক্তার হত্যা করেছিল, দালাল বিচারপতি সেইটা নিয়াও কিছু বলবে না

আওয়ামী বেজন্মা গুলা ব্লগে লাফাবে, উত্তর দিবে না, দিবে না...।

২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৩

রেজা রহমান () বলেছেন: প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কইরা দাবি জানান

৯| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

শুটকাভাই বলেছেন: আহম্মক কোথাকার?? তাহের কখনও ক্ষমতা চায়নি। মুক্তিযুদ্ধে এক পা হারানো কৃতিসন্তান চেয়েছিলো শ্রেনীবৈষম্যের বেড়াজাল থেকে সেনাবাহিনীকে মুক্ত করতে, আর সেটা যদি হতো, তবে বিডিআর বিদ্রোহের মত ঘটনা ঘটতো না।

২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৫

রেজা রহমান () বলেছেন: তাহেরের লগে কেমনে যোগাযোগ করলেন ভাই?!?

১০| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

শুটকাভাই বলেছেন: খুনি কোনদিন খুন করে বাঁচতে পারে নি। তাইতো তাকেও (জিয়া) করুন মৃত্যুকে বরন করতে হয়েছে।

২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৮

রেজা রহমান () বলেছেন: আপনে মারছেন?

১১| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

একাকী বাংলাদেশি বলেছেন: আজকে যেই সর মেয় গুলো আদালত আদালত করে খুব লাফাইতেছে তাদের

অবগতির জন্য যাইতেছে যে, এই আদালত কারে যেন রং হেডেড কইছিলো।

আবার কারা জানি নিজেরা সরকারে থাকা অবস্থাতেই আদালতের বিরুদ্ধে লাঠি

মিছিল করছিলো।

২২ শে মে, ২০১৩ রাত ৩:৫০

রেজা রহমান () বলেছেন: আপনি এখনও বইসা আছেন? লাঠি লইয়া আগান, আমি আইতাছি পিছে পিছে।

১২| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:০০

অেসন বলেছেন: বিচারপতি কে ছিলেন তা না দেখে রায়ের ভূল খুঁজেন। কে তাহেরকে হত্যা করেছে তা আপনার থেকে জানতে পারলে ভালো হতো। @ইকবাল, বিচার হয়েছে তাহের হত্যার, সিরাজ সিকদার বা ৬ জন নারী ডাক্তার হত্যার বিচার হয় নাই। ক্ষমতায় থাকাকালে ঐসব হত্যার বিচার করেন নাই কেন ?

২২ শে মে, ২০১৩ রাত ৩:৫২

রেজা রহমান () বলেছেন: উপরে কমেন্ট চেকান, কার যেন তাহেরের লগে কন্টাক্ট হইছে, জাইনা লন।

১৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

এস আর সজল বলেছেন: আপনার কাছে ছোট্ট দুইটা প্রশ্ন, "কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছিল কোন মামলায়? " আর "ফাঁসির রায় দিয়েছিলেন যে বিচারক, তাঁর নাম ও পরিচয় কি?" ধন্যবাদ

২২ শে মে, ২০১৩ রাত ৩:৪১

রেজা রহমান () বলেছেন: রাষ্ট্রদ্রোহ / এটিএম আফজাল

বিঃদ্রঃ ত্যানা পেচাইয়া লাভ নাই

১৪| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫০

পাস্ট পারফেক্ট বলেছেন: আবার সেই সাসুদ্দিন কেই জাতীর এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসতে হইলো। আসলে উনি না থাকলে আমরা হয়তো এতদিনে বঙ্গপসাগরে ভেসে ডুবে হারিয়ে যেতাম। বঙ্গবন্ধুর পর এই সামসুদ্দিন আমাদের ত্রাণকর্তা। যাই হোক উনার লন্ডন প্যারিস জেনেভায় নতুন নতুন বাড়ি উঠুক এইটাই কামনা বাসনা প্রার্থনা।

২২ শে মে, ২০১৩ রাত ৩:৫৩

রেজা রহমান () বলেছেন: সশশশশ!! আস্তে...

১৫| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৮

ইসপাত কঠিন বলেছেন: শুটকাভাই বলেছেন: আহম্মক কোথাকার?? তাহের কখনও ক্ষমতা চায়নি। মুক্তিযুদ্ধে এক পা হারানো কৃতিসন্তান চেয়েছিলো শ্রেনীবৈষম্যের বেড়াজাল থেকে সেনাবাহিনীকে মুক্ত করতে, আর সেটা যদি হতো, তবে বিডিআর বিদ্রোহের মত ঘটনা ঘটতো না

জনাব, Military is military. It's not a political organization. সমাজতান্ত্রিক রাশিয়া বা চীনেও এমন সিস্টেম নাই যে সিস্টেম উনি দাবী করেছিলান।

তবে নিঃসন্দেহে কর্ণেল তাহের দেশপ্রেমিক ছিলেন। তাঁকে মৃত্যুদন্ড দেওয়া ঠিক ছিলো কি না অথবা ঠিক থাকলেও পদ্ধতি ঠিক ছিলো কি না সে ব্যাপারে আমার মতামত ভিন্ন যা প্রকাশ করতে ইচ্ছুক নই কারন আমার বিশ্লেষন ভুল হতে পারে।

১৬| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৮

ইসপাত কঠিন বলেছেন: শুটকাভাই বলেছেন: আহম্মক কোথাকার?? তাহের কখনও ক্ষমতা চায়নি। মুক্তিযুদ্ধে এক পা হারানো কৃতিসন্তান চেয়েছিলো শ্রেনীবৈষম্যের বেড়াজাল থেকে সেনাবাহিনীকে মুক্ত করতে, আর সেটা যদি হতো, তবে বিডিআর বিদ্রোহের মত ঘটনা ঘটতো না

জনাব, Military is military. It's not a political organization. সমাজতান্ত্রিক রাশিয়া বা চীনেও এমন সিস্টেম নাই যে সিস্টেম উনি দাবী করেছিলান।

তবে নিঃসন্দেহে কর্ণেল তাহের দেশপ্রেমিক ছিলেন। তাঁকে মৃত্যুদন্ড দেওয়া ঠিক ছিলো কি না অথবা ঠিক থাকলেও পদ্ধতি ঠিক ছিলো কি না সে ব্যাপারে আমার মতামত ভিন্ন যা প্রকাশ করতে ইচ্ছুক নই কারন আমার বিশ্লেষন ভুল হতে পারে।

১৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৫৮

এস আর সজল বলেছেন: রাষ্ট্রদোহ তো বুঝলাম। আমি সম্পূর্ণ বিষয়টা জানতে চাচ্ছিলাম। ত্যানা পেচাচ্ছি না। বলেন দেখি...... আপনি আগে বলুন তারপর আমি বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.