নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা রহমান ()

রেজা রহমান () › বিস্তারিত পোস্টঃ

বিচার চাই

২২ শে মে, ২০১৩ রাত ৩:৩২





মহাজোট ক্ষমতায় আসার পর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অতীত অপরাধের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার শেষ হয়েছে, রায়ও কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এখন আর একটা বিচারের দাবি জোরেশোরে উচ্চারিত হওয়া দরকার। ’৭২-’৭৫ সময়কালে জাসদের অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের বিচার। কী না করেছেন জাসদের ইনু ও পূর্ববাংলা সর্বহারা পার্টির সিরাজ শিকদাররা!





হাজার হাজার মেধাবী তরুণের জীবন ধ্বংস থেকে শুরু করে বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছে তারা। জাসদ গণবাহিনী নামে যে আর্মস ব্যান্ড গড়ে তুলেছিল, তার কমান্ডার ছিলেন কর্নেল তাহের আর পলিটিক্যাল কমিশার ছিলেন হাসানুল হক ইনু। কেন বিচার হবে না ইনুর? গণবাহিনী কি মানুষ হত্যা করেনি? থানা লুট করেনি? অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে চায়নি?



’৭৫-এর ২৬ নভেম্বর তারা একদল অর্বাচীন তরুণকে পাঠিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার সমর সেনকে কিডন্যাপ করতে। উদ্দেশ্য ছিল, সমর সেনকে জিম্মি করে ক্ষমতায় যাওয়া। ওই অভিযানে ছয় যুবকের ৪ জন নিহত হয়েছিল ভারতীয় রক্ষীদের গুলিতে। ৬ যুবককে একটি আত্নঘাতী অভিযানে পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে অভিযান পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা করা যায় না?



আমি এসব ঘটনা তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.