নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাত্র ১৮৭ বার বিদেশ সফর করেছেন!!!!

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিদেশ ভ্রমণ নিয়ে পত্রিকায় প্রায় ৬০০ দিনের যে হিসাব দেয়া হয়েছে, এটি গণিত বিভ্রাট। আমি মোট ৫১৭ দিন ভ্রমণে কাটিয়েছি। এটি আমার দায়িত্বকালীন সাড়ে চার বছর সময়ের ৩১ ভাগ। আর সফর সংখ্যা মোট ১১৪ বার। একেকবার সফরে বের হয়ে ন্যূনতম এক, সর্বোচ্চ তিনটি দেশ সফর করে ফিরেছেন। সে হিসাবে তার মোট সফর সংখ্যা ১৮৭। আর মোট সফরের মধ্যে ৬২টি দ্বিপক্ষীয় সফর ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সফরের তুলনা প্রসঙ্গে দীপু মনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করতে চাই না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেট বিমান নিয়ে সফরে বের হন। এতে সময় অনেক কম লাগে। তার কোন জেট বিমান না থাকায় আক্ষেপ করেন দীপু মনি। তিনি বলেন, বিদেশ সফরে বাণিজ্যিক বিমানে করেই যেতে হয় আমাকে। তখন অন্যদের মতো বিভিন্ন দেশে ট্রানজিট নিতে হয়। সেখানে ৪-৬ কখনও ৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কখনও ভোর রাতে বিমানে চড়তে হয়।

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা জানতে চাই ১৮৭ বার বিদেশ সফর করলেন, ভালো কথা। বিদেশে ৫১৭ দিন ছিলেন, সেটাও আপনার গর্বের বিষয়। আপনার এই ১৮৭ বারের বিদেশ সফরের ৫১৭ দিনে বাংলাদেশের কতো খরচ হলো? আর আপনি বাংলাদেশের জন্য কি কি আনলেন? মেঘের গর্জন যতো বেশি বৃষ্টি হবার আশংকা ততো কম, আমরা এটাই শুধু জানি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

মুহিব বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী তো পররাষ্ট্রেই থাকার কথা।

২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬

পাস্ট পারফেক্ট বলেছেন: পুদি মনি এতদিন থাকছো কোন প্রবলেম নাই। কিন্তু তোমার অর্জন টা কি সেইটাও কইতা। নাইলে তোমারে পার্মানেন্টলী বাইরেই থাকনের ব্যবস্থা করা হবেনে।

৩| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২২

মদন বলেছেন: তাকে জেট বিমান দেওয়া হোক :)

৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

সকােলর প্রথম আলো বলেছেন: Hope someday she will be the anchor of TLC...

৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এর চেয়ে বেশী ব্যয় করছিল সাকা একাই।
২০০৩-৪ এর দিকে সাকা চৌ ওআইসি মহাসচিব পদে নির্বাচনে লবিং করতে বিমান চার্টার কইরা প্রধান মন্ত্রী পরে মন্ত্রী চামচা নিয়ে সারা আফ্রীকা, মধ্যপ্রাচ্য চক্কোর দিছিল বছর ব্যাপি।
কিন্তু লাভ হয় নাই। মালয়েশিয়া ভোট দানে বিরত ছিল, সাধের পাকিস্তানও সাকা রে ভোট দেয় নাই। মহাসচিব পদে ৩ জন প্রার্থির মধ্যে ৩য় স্থান অধিকার করেছিল সাকা।
ফালতু কাজে টাকাগুলো সব পানিতে গেছিল।

দিপুমনির তো কিছু হইলেও অর্জন আছে।

সমুদ্র সীমা মামলা করা ও মামলায় জয়ী হওয়া।

জাহান মনি ও আরো কয়েকটি জাহাজে আটক নাবিকদের ছাড়িয়ে আনা।
লিবিও সীমান্তে অবরুদ্ধ লক্ষাধিক বাঙ্গালীদের UNHCR এর সাহায্যে বিমান ভাড়া করে ফিরিয়ে আনা। পরে আবার তাদের কাজের ব্যাবস্থা করা।

আমিরাত ও সৌদি আরবে দির্ঘদিন বন্ধ থাকার পর সেসব দেশে অবরুদ্ধ বাঙ্গালীদের আকামা (work permit) নবায়নের সুযোগ করা।
হংকং সহ নতুন দেশে উচ্চ বেতনে নতুন কর্মসংস্থানের ব্যাবস্থা করা

এর ফলাফল হচ্ছে বেশী রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ গুন বৃধি!

৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক বলেছি এবিষয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সাথে তুলনা করলে, আর কী বলা আছে বলুন... বলার মতো রুচি নেই।

এবার একটু পজিটিভ বলি: গরীব দেশের পররাষ্ট্রমন্ত্রীকে একটু বেশিই বেড়াতেই হয়, এর কারণ সবার জানা। ফোন বা ইমেল করে তো সহযোগিতা আদায় করা যায় না।

ভালো হতো, যদি পূর্বতন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি তুলনামূলক চিত্র দেওয়া যেতো।

৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪২

আলাপচারী বলেছেন: শুনেছি পররাষ্ট্র মন্ত্রী হওয়ার আগেই তাকে হোমওয়ার্ক করানো হয়েছিল হাসিনা নিদের্শে ক্ষমতায় আসার ৬মাস আগে থেকে .!!!

এ্যাড-এর মতো বলতে হয়.... কি আছে তোমার যা আমার নেই???

কি আছে এই রমণীতে যে তাকেই পররাষ্ট্র মন্ত্রী করতে হবে?? লাবণ্য ??
সে তো চা বাগানের মিস নৈতিতালেরও আছে। শুধু সেক্সি চেহারা আর বডি থাকলেই হয় না, কথা বলার মেধা থাকতে হয়। (তার ইংরেজী শুনলে আমি প্রতিবার লজ্জায় মুখ লুকাই।)

এই মাত্র খবর পেলাম আমেরিকায় এক পার্টিতে মদ খেয়ে ন্যাংটা হয়েছেন দীপু মণি। শাবাশ, শাবাশ। এই না হলে মদির্ণী ??

এতো বার বিদেশ সফরে খরচ মাত্র ৫ কোটি টাকা। টাকা কি বলদের গোয়া দিয়া পড়ে??? আউটপুট জিরো।

আমি বাজী ধরছি, কিছুদিনের মধ্যেই তীব্র ক্ষোভ রসায়িত অশালীন প্রতিক্রিয়া পাবো হাছিসা বিবির কাছ থেকে ঐ দুটি খবরের জবাবে।

গত টার্মে (১৯৯৬) আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছিল, সব রসাতলে গেছে
১। হাসিনার অভব্য কথায়।
২। নারায়ণ গঞ্জে শামীম ওসমান গং-এর আস্খালন ও ঢাকা / চিটাগাং রোড বন্ধ করে শত শত কোচ মহিলা যাত্রীকে গণধষর্ণ করে,
৩। কুমিল্লা ও ঢাকায় মায়ার ছেলের অত্যাচার ও ক্যাডার গিরি করে।
৪। হাজী সেলিমের ক্যাডারদের ওপেন ৯শ্যূটার গান দিয়ে জনতাকে ধাওয়া করে।
৫। নাসিমের ছেলে রত্নদের ঢাকায় মস্তানি করে। (আমি ভেবে পাই না নাসিমের মতো এক মূর্খ বাংঙালের র্স্পধা হয় কি করে রাজধানীতে রংবাজী করার)
৬। সবাই জানেন মতিয়া চৌধুরী মতো ভালো মানুষী ভাব ধরা পলিটিশিয়ানের ভাতিজার অবাধ লুটপাটের কারনে। (মনে পড়ে, ২০০১-এর নির্বাচন পরবর্তী কর্মী সভায় ঐ গুনধর ভাতিজার কারনে মতিয়া কেমন অপদস্ত হয়েছিলেন।)
৭। হাজারিকার মতো লম্পট এক প্লেবয়-এর নৈরাজ্যের কারনে।


এবারও অনেক অর্জন আছে, যথারীতি তা রসাতলে গেছে,
১। আগের স্বরাষ্ট্র মন্ত্রীর আউলা জাউলা কাজে ও কথায়,
আর বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী বিষয়তো অকহতব্য।
বুইরা হলে ভীমরতি ধরে এর জ্বলন্ত প্রমাণ,
বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী, (অর্থমন্ত্রীর কথা আর কি কবো।)

২। এক আবুল-ই একা এক হাজার।

৩। শেখ রেহানার কর্মকান্ড।

৪। অবাঙ্গালী দরবেশ বাবার কেরামতি। (আল্লাহ্ সাধে কি আর তারে সন্তান হারা করে??? )
আর লেখার রুচি হচ্ছে না।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.