নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রমা চৌধুরী'র দেখা হয়েছে

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

আজ সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে রমা চৌধুরী'র দেখা হয়েছে। রমা চৌধুরীকে নিয়ে ১৯৯৬ সাল থেকে ২০১৩ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি হয়। বিভিন্ন প্রাইভেট টেলিভিশন রমা চৌধুরী'র উপর প্রতিবেদন প্রচার করে। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক ও ট্যুইটার) এবং ব্লগে রমা চৌধুরীকে নিয়ে জোড়ালো লেখালেখি'র কারণে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী'র নজরে আসেন রমা চৌধুরী।

বিভিন্ন সময়ে যারা রমা চৌধুরীকে নিয়ে লিখেছেন, প্রতিবেদন তৈরি করেছেন, ইন্টারভিউ নিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে বিষয়টির প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং রমা চৌধুরীকে নিয়ে কিছু করার জন্য সমর্থন যুগিয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত রমা চৌধুরী'র সঙ্গে প্রধানমন্ত্রী'র আনুষ্ঠানিক দেখা হল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ...

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

স্পেলবাইন্ডার বলেছেন: !! গ্রেট জব !! স্পেলবাইন্ডার

২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

েবনিটগ বলেছেন: apnake dhonnobad

৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

সদালাপী। বলেছেন: ভালো কথা। রমা চৌধুরী কি হঠাৎ গজিয়ে উঠা কোনো বীরঙ্গনা যে এতো মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের নজরে পড়েনি??

রাজাকারের দোসর সরকারদের কথা আলাদা, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সরকার কেন কানা?? কেন এই সব বীরঙ্গনাদের চিনিয়ে দেয়ার জন্য লেখালেখি করতে হবে?? কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ডাটা বেস থাকবে না, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কি শুধু সার্টিফিকেট দেয়ার জন্য???

সামনে নির্বাচন না থাকলে হয়তো রমা চৌধুরীকে আরো কিছু দিন রাস্তায় হাটতে হতো।
ধন্যবাদ সামহয়ারইনব্লগকে।

৪| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

সদালাপী। বলেছেন: *এতোদিন

৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

রিমন রনবীর বলেছেন: রমা চৌধুরীর জন্য শুভকামনা রইল | রিমন রনবীর

৬| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

খাটাস বলেছেন: ভাল খবর।

৭| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

খাটাস বলেছেন: আপনার বিরুদ্ধে যুক্তি এবং কেও আপনার বিপক্ষে গেলে তাঁর প্রতি বেবহার দেখে আপনাকে জ্ঞান পাপি বলা বেশি যৌক্তিক হিসেবে দেখা দিচ্ছে। একজন ঢাকা ভার্সিটির টিচার হয়ে তা কখনই কাম্য নয়। আপনি নিজের অবস্থান কিভাবে ব্যাখ্যা করবেন?

৮| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

নীল জানালা বলেছেন: শিরোনাম অসম্পুর্ন থাকলো কেন?

"আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রমা চৌধুরী'র দেখা হয়েছে - রেজা ঘটক" রেজা ঘটকের উপ্রে কেন্চি চালাইলেন কেন?

৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯

প্রিয়ভাষিণী বলেছেন: টিভিতে দেখলাম।
তখন আপনার স্টিকি পোস্টের কথা মনে পড়লো।
এটাও আপনার, সামহোয়ারইন-এর এবং এর ব্লগারদের একটা এচিভমেন্ট বলবো।
যদিও সামহোয়ারইন-এর স্টিকি পোস্টের কারণেই যে প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয়েছে এমন হয়তো অথবা হয়তো নয়, তবু্ও ভাবতে ভালো লাগছে।



আপনাকে নিয়ে ব্লগে বেশ কিছু পোস্ট, মন্তব্য চোখে পড়ছে। ভালো লাগছে না এসব দেখে।
অনুরোধ করবো একটি সর্ব্বোচ্চ বিদ্যাপিঠের একজন বিশেষ প্রতিনিধি (শুনলাম আপনি নাকি ঢাবি-র শিক্ষক) হয়ে নিজেকে এসব বিতর্ক, রংগতামাশার উর্দ্ধে রাখবেন।

১০| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: রমা চৌধুরীকে নিয়ে আপনার লেখাটির জন্য সাধুবাদ জানাই :)

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে এরম আরো বেশী লেখেন---রেজা ঘটক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.