নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

!!! বছরে বাংলা একাডেমি'র শীতনিদ্রা মাত্র এগারো মাস!!!

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা একাডেমি'র বয়স চলতি বছর ২রা ডিসেম্বর ৫৮ বছর পূর্ণ হবে। এই ৫৮ বছরে বাংলা একাডেমি কি কি প্রতিশ্রুতি পূরণ করেছে? চলুন একটু জেনে নেই বাংলা ভাষা'র সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানটি সারা বছর কি করে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে সবার আগে ডিজিটাল হওয়া উচিত ছিল বাংলা একাডেমি'র। বাংলা একাডেমি'র একটি নিজস্ব ওয়েব সাইট আছে বটে। সেটি হল: http://www.banglaacademy.org.bd । প্রমিত বাংলা বানান নিয়ে কাজ করে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ওয়েব সাইট ভিজিট করলে আপনার বানান প্রমিত হবার বদলে মাথা ঘুরে পাগল হবার দশা হতে পারে। অথবা আপনার ইতোমধ্যে জ্ঞানার্জিত বানান সম্পর্কে সন্দেহ জাগতে পারে। বাংলা একাডেমি'র ওয়েব সাইটে কেবল 'একাডেমি' বানান-ই দুইভাবে উল্লেখ আছে। কোথাও আছে 'একাডেমী', কোথাও আছে 'একাডেমি'। অবশ্য 'একাডেমী'র সুস্পষ্ট আধিক্য রয়েছে। এখন আপনি কি শিখবেন? কোন বানানটাকে আপনি সঠিক মনে করবেন?

'প্রস্তাবিত বাংলা একাডেমি আইন, ২০১১-এর খসড়া' টিও ওই ওয়েব সাইটে দেখা যায়। সেটি পড়ার জন্য আপনাকে বানান সম্পর্কে নিশ্চিত নতুন একজন পণ্ডিৎ হতে হবে। নইলে সব কথার অর্থ উদ্ধার করতে পারবেন না। আমার একটি ছোট্ট প্রশ্ন- বাঙালি জাতি সত্ত্বার মহান এই প্রতিষ্ঠানের যাকে আমরা বলে থাকি জাতির মননের প্রতীক, সেই প্রতিষ্ঠানের ওয়েব সাইটের এই করুণ দশা দেখার কি কেউ নেই? কয়েক হাজার বানান ভুলে জর্জরিত ওয়েব সাইটে বর্ণিত ওই লেখাগুলো পড়লে আপনি মনে মনে নিশ্চিত লজ্জ্বিত হবেন।

বাংলা একাডেমি'র কাজ এখন শুধু বছরে একটি অমর একুশে গ্রন্থমেলা আয়োজন। অন্যান্য কাজ সারা বছরে কারো চোখে পড়ে না। বাংলা একাডেমি'র ওয়েব সাইট থেকেও কোনো কাজের সন্ধান পাওয়া যায় না। তাহলে ওই প্রতিষ্ঠান বাকি এগারো মাস কি নাকে তেল দিয়ে শীতনিদ্রা করে কাটায়? বাংলাদেশে কি একজন মানুষও নেই, যার চোখে বাংলা একাডেমি'র এই করুণ দশা নজরে আসে না? তাহলে ৫৮ বছরে বাংলা ভাষা'র কি পরিমাণ উন্নয়ন ঘটেছে তা সহজেই অনুমান করা যায়।

বাংলা একাডেমিতে যারা চাকরি করেন, তারা পৃথিবীর সবচেয়ে সুখি প্রাণী। প্রাণী বললাম, এই কারণে যে, এদের মাস শেষে বেতন হয়, বেতনের টাকায় সংসার চলে, কিন্তু মাগার বাংলা একাডেমিতে এরা সারা বছর খোশগল্প করে কাটায়। আর সেই গল্পে বছরে অন্তঃত এক মাস, ফেব্রুয়ারি মাসে আমরাও গিয়ে যোগ দেই। খুব কষ্ট লাগে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি একাডেমি'র এমন বেহাল দশা দেখলে।

বাংলা একাডেমি'র নতুন ভবন হয়েছে। এখন সেখানে অনেক নতুন নতুন প্রকল্প অনায়াসে শুরু করা সম্ভব। অন্তঃত নিজেদের ওয়েব সাইটি তো সাবেক দশা থেকে একুশ শতকের দশায় আনা যায়! নাকি সেখানেও তেল মারা লোক না পাওয়া পর্যন্ত ঠুটো জগন্নাথের ঘুম ভাঙবে না!!

বাংলা একাডেমি'র কার্যক্রমের বাহার দেখলে আপনার মনের বাহারি রঙটি ফিকে হতে বেশি সময় লাগবে না। মাত্র ৫৮ বছরে একটি জাতীয় প্রতিষ্ঠান কেমন জীবন্ত জাদুঘরে পরিনত হয়েছে। অথচ অন্তঃত এই একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে সবচেয়ে বেশি সজাগ ও সরব থাকার কথা ছিল। মনের দুঃখের কথা আমি কারে যে সুধাই। ওহে বাংলা ভাষার কবি, লেখক, গবেষক, কথা সাহিত্যিক, প্রবন্ধকার, অনুবাদক, নাট্যকার, শিশু সাহিত্যক, সাংস্কৃতিকগণ, আপনারা একটু বাংলা একাডেমি'র দিকে নজর দিন। নইলে এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানটি জবাবদিহিতার অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলা একাডেমি চোখের সামনে ধ্বংস হয়ে গেলে নিরবে আপনাদেরও অনেক খারাপ লাগবে বলে আমি একশো'ভাগ নিশ্চিত। বাংলা একাডেমি'র এগারো মাসের শীতনিদ্রা ভাঙার জন্য আপনারা অন্তঃত কিছু একটা করুন, প্লিজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

প‌্যাপিলন বলেছেন: বাংলা একাডেমিতে যারা চাকরি করেন, তারা পৃথিবীর সবচেয়ে সুখি প্রাণী। প্রাণী বললাম, এই কারণে যে, এদের মাস শেষে বেতন হয়, বেতনের টাকায় সংসার চলে, কিন্তু মাগার বাংলা একাডেমিতে এরা সারা বছর খোশগল্প করে কাটায় -

এটা কি ওয়েব থেকে জেনেছেন না খোশ গল্পে আপনাকেও ডাকা হয়। অযথা কারো বিরুদ্ধে বিষেদগার করেন কেন। বাংলা একাডেমী বই মেলা ছাড়াও নিয়মিত গ্রন্থ প্রকাশ, সাহিত্য পত্রিকা প্রকাশ, নবীন লেখক কর্মশালা ইত্যাদি প্রকাশ করে থাকে। বইমেলাতে বাংলা একাডেমীর প্রকাশিত বইগুলোকি শুধু ফেব্রুয়ারী মাসেই ছাপা হয়?

নিজের কাছে যা মনে হয় তা নিয়ে পোস্টানো বাদ দিন। বাংলাদেশে বেশিরভাগ প্রতিষ্ঠানের ওয়েব তার পুর্নাঙ্গ প্রতিনিধিত্ব করেনা। সরাসরি বাংলা একাডেমিতে গিয়ে খোজ নিন
!! প্যাপিলন

২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

েবনিটগ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.