নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ২০১৪-র টিকিট পেলেন যেসব দেশ!!!

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

আগামী ১২ জুন ২০১৪ থেকে ১৩ জুলাই ২০১৪ ব্রাজিলে অনুষ্ঠিত হবে ২০তম বিশ্বকাপ ফুটবল। ইতোমধ্যে ব্রাজিলের টিকিট কনফর্ম করা দলগুলো হল-

১. ব্রাজিল (হোস্ট হিসেবে), ২. জাপান, ৩. অস্ট্রেলিয়া, ৪. ইরান, ৫. দক্ষিণ কোরিয়া, ৬. নেদারল্যান্ড, ৭. ইতালি, ৮. কোস্টারিকা, ৯. যুক্তরাষ্ট্র, ১০. আর্জেন্টিনা, ১১. বেলজিয়াম, ১২. সুইজারল্যান্ড, ১৩. জার্মানী, ১৪. কলাম্বিয়া, ১৫. রাশিয়া, ১৬. বসনিয়া ও হারজেগোভিনা, ১৭. ইংল্যান্ড, ১৮. স্পেন, ১৯. চিলি, ২০. ইকুয়েডর, ২১. হন্ডুরাস, ২২. নাইজেরিয়া, ২৩. আইভরি কোস্ট, ২৪. ক্যামেরুন, ২৫. ঘানা, ২৬. আলজেরিয়া, ২৭. গ্রিস, ২৮. ক্রোয়েশিয়া, ২৯. পর্তুগাল, ৩০. ফ্রান্স। ৩১ ও ৩২ নম্বর দল হিসেবে ব্রাজিলের টিকিট পাবে আরো দুইটি দল। আজ রাতে সেই দুইটি দলের ভাগ্য নির্ধারণ হবে।

যেখানে মেক্সিকো খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর উরুগুয়ে খেলবে জর্ডানের বিরুদ্ধে। ইতোমধ্যে মেক্সিকো নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে প্লে-অফ ম্যাচে ৫-১ গোলে নাস্তানুবুদ করেছিল। আজ রাতে নিউজিল্যান্ড নিজেদের ঘরের মাটিতে মিনিমাম ৫ গোলের ব্যবধানে জিততে না পারলে, মেক্সিকো'র ব্রাজিলের টিকিট মোটামুটি কনফর্ম। ওদিকে জর্ডান নিজেদের ঘরের মাটিতে উরুগুয়ের কাছে ০-৫ গোলে হেরেছিল। আজ রাতে জর্ডানকে খেলতে হবে উরুগুয়ের মন্টেভিডিওতে উরুগুয়ের দর্শকদের সামনে। সেখানে জর্ডান যদি ৬ গোলের ব্যবধানে জিততে না পারে, তাহলে উরুগুয়ের ব্রাজিলের টিকিট মোটামুটি কনফর্ম।

তার মানে ৩১ ও ৩২ নম্বর দল হিসেবে ব্রাজিলের টিকিট পেতে যাচ্ছে মেক্সিকো আর উরুগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে যে উরুগুয়ে সবার শেষে ব্রাজিলের টিকিট নিশ্চিত করতে যাচ্ছে, এবার সেই উরুগুয়ে কিন্তু বড় ধরনের অঘটন ঘটাবে বলেই আমার ব্যক্তিগত ধারণা। যদি ঘরের মাঠে ব্রাজিল ব্যর্থ হয়, তাহলে আর্জন্টিনা'র পরেই উরুগুয়ে হতে পারে ল্যাটিন বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। আটলান্টিকের ওপার থেকে বিশ্বকাপ জিতে ইউরোপের কেউ এপার নিয়ে আসবে, এবার সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। এটা আশা করতেই পারি।

আগামী ৬ ডিসেম্বর ২০১৩, ব্রাজিলের আটলান্টিক মহাসাগর ঘেঁষা বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র কস্টা ডো সুইপি-তে ফাইনাল ড্র অনুষ্ঠিত হবে। তখন জানা যাবে কোন দল কোন গ্রুপে পড়লো। তো ফুটবল প্রেমী ভক্তদের আজ রাতে ৩১ ও ৩২ নম্বর দল দুটো ঠিক হয়ে যাবার পর আগামী ৬ ডিসেম্বর ফাইনাল ড্র পর্যন্ত অলস সময় কাটাতে হবে।

৬ ডিসেম্বর ফাইনাল ড্র থেকে ৩২ দলের গ্রুপ জানা যাবে। তখন হিসাব নিকাশ আরো সহজ হবে। কারণ, গ্রুপ থেকে দুটো করে দল যাবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল তো সবাই জানেন। যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে মেক্সিকো আর উরুগুয়ে পাচ্ছে শেষ দুটো টিকিট। আগামী ৬ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ফুটবল ভক্তরা বরং শীতের পিকনিক করে আর ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন খেলে নিজেদের একটু ফিট রাখার চেষ্টা করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

মহিদুল বেস্ট বলেছেন: জমবে বেশ

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

ড. জেকিল বলেছেন: অপেক্ষায় আছি।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

বেকার সব ০০৭ বলেছেন: আমেরিকা খেলা কি ছায়রা দিল নাকি

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

ভোরের সূর্য বলেছেন: ভাই,লেখাটার শিরোনাম টা বোধ হয় একটু অন্যরকম হলে ভাল হত। সকালে আপনার লেখাটা দেখে ভেবেছিলাম যে ফিফা মনে হয় যেসব দেশের ফুটবল ফেডারেশন কে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ টিকিট দিচ্ছে সেটার তালিকা দিয়েছেন।এটা যদি খেলার পাতা বা খেলা বিষয়ক ব্লগ হত তাহলে এরকম শিরোনাম দেখে বোঝা যেত কি বলছেন কিন্তু হঠাৎ করে ২০১৪ সালের বিশ্বকাপ টিকিটের কথা বলে আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। শুধু আমিই না বরং পরিচিত আরো কয়েকজন ব্লগারও ভুল বুঝেছেন কারন আসলে প্রতি বিশ্বকাপে প্রতি দেশের ফুটবল ফেডারেশন কে ফিফা খেলা দেখার টিকিট দেয়।আমিও সেরকম কিছু ভেবেছিলাম। পরে দেখলাম এটা আসলে যারা ২০১৪ ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সেসব দেশের লিস্ট দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.