নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
এতোদিন দেখেছি ওসামা বিন লাদেন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে আমেরিকাকে হুশিয়ার করতো। বারাক ওবামার বাহিনীর হাতে লাদেন ধরাশায়ী হবার পর সেই কাজ এখনো চালিয়ে যাচ্ছেন তার অনুসারীরা। আল কায়েদা স্টাইলে বিশ্বের অনেক সন্ত্রাসী সংগঠন একই রকম ভিডিও বার্তার মাধ্যমে তাদের নানান কর্মসূচি জানান দেয়। কখনো বা তারা কোনো গুপ্ত গামলা করার পর এভাবে অজ্ঞাত স্থান থেকে সেই হামলার দায় স্বীকার করে। গত সপ্তাহে বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭১ ঘণ্টা অবরোধের সময় গাড়িতে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারা, রেলগাড়িতে আগুন লাগানো, ট্রাক, সিএনজি থামিয়ে আগুন দিয়ে পোড়ানো এবং যাত্রীবাহী বাসের উপর পেট্রোল বোমা ছুড়ে আগুনে সাধারণ মানুষ পুড়িয়ে দেবার ঘটনা ঘটেছিল। তখন কয়েকটি টেলিভিশন চ্যানেলে এবং বিভিন্ন পত্রিকা অফিসে সেই সব হামলার দায় দায়িত্ব স্বীকার করে জামায়াত শিবিরের কোনো কোনরো মহল সেই হামলার দায়িত্ব স্বীকার করেছিল। যেটি সাধারণত চরম সন্ত্রাসী দলের পক্ষেই এরকম হামলার পরে দায়িত্ব স্বীকারের নজির আমরা দেখতে পাই।
আর আজ দুপুরে বিএনপি'র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ অজ্ঞাত স্থান থেকে কয়েকটি টেলিভিশনে পাঠানো এক ভিডিও বার্তায় দাবী করেছেন, দমন-পীড়ন, হত্যা-নির্যাতন এবং মামলা-হামলা চলমান আন্দোলনকে আরও বেগবান করবে। এখনো সময় আছে, সরকারকে আহ্বান জানাব, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দিন। সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি'র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ অজ্ঞাত স্থান থেকে টেলিভিশনে ভিডিও বার্তা পাঠিয়ে কি আল কায়েদার নীতি অনুসরণ করলেন? গত সপ্তাহে জামায়াত-শিবির যেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করেছিল, আজ সেটি বিএনপি'র যুগ্ম মহাসচিব জনাব সালাহউদ্দিন আহমদ অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছেন?
তাহলে কি বিএনপি এখন আর প্রকাশ্যে রাজনীতি করার মত কোনো রাজনৈতিক দল নয়? আল কায়েদার মত আন্ডারগ্রাইন্ড রাজনীতিই বেছে নিল বিএনপি? ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা পেয়েছিল মেজর জিয়া। পরে কিছু রাজনীতিবিদদের পটিয়ে, কিছু বুদ্ধিজীবীদের ধার করে একটি রাজনৈতিক দল দাঁড় করিয়েছিলেন। যেটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংক্ষেপে বিএনপি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত বিএনপি বা তাদের দোসররা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারপর ১৯৯১ সালের ১৯ মার্চ থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়া বিএনপি'র নের্তৃত্ব রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারপর ২০০১ থেকে ২০০৭ সালের ১/১১ পর্যন্ত বেগম খালেদা জিয়ার নের্তৃত্ব বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। তিন বার বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ শাসন করেছে। তিন বারে মোট ৬ + ৫ + ৫ = ১৬ বছর তারা দেশ শাসন করেছে। এছাড়া ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৮ থেকে ২০১৩ মোট ৫ + ৫ = ১০ বছর বিএনপি জাতীয় সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করেছে। বিএনপি'র প্রতিষ্ঠাকাল যদি ১৯৭৮ ধরা হয়, তাহলে দলটির এখন রাজনৈতিক বয়স ৩৫ বছর। যার মধ্যে ১৬ + ১০ = ২৬ বছর ক্ষমতা এবং ক্ষমতার অংশিদার ছিল বিএনপি। মাত্র ৯ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল। এখনো বিএনপি সংসদের প্রধান বিরোধীদল হিসেবে ক্ষমতার অংশদারী একটি দল। সেই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কিভাবে অজ্ঞাত স্থান থেকে টেলিভিশনে ভিডিও বার্তা পাঠান?
তাহলে কি বিএনপি এখন আর প্রকাশ্যে রাজনীতি করতে চাইছে না? মহামান্য আদালতের রায়ের কারণে জামায়াতে ইসলামী এখন একটি নিষিদ্ধ রাজনৈতিক দল। সেই দলের অনেক বড় বড় নেতা একাত্তরের যুদ্ধাপরাধী মামলায় ফাঁসির রায়ে কারাগারে বন্দী। বর্তমান ব্যবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী'র নির্বাচন করার কোনো সুযোগ নেই। কিন্তু বিএনপি তো দেশের একটি বড় রাজনৈতিক দল। জামায়াতের খপ্পরে পরে দলটি কি শেষ পর্যন্ত নিশ্চিন্থ হতে চললো!!! যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপি এতোদিন প্রকাশ্যে কোনো বড় ধরনের প্রতিক্রিয়া দেয়নি। তারা আবার ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারের কি হবে, তা নিয়েও কিএনপি এখনো ধোয়াশার মধ্যে রয়েছে। তার মধ্যে অজ্ঞাত স্থান থেকে টেলিভিশন চ্যানেলে ভিডিও বার্তা পাঠিয়ে বিএনপি'র মত একটি বড় রাজনৈতিক দল কি আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার ইচ্ছা জানিয়ে দিল?
যদি বিএনপি সত্যি সত্যি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে একথা এখন প্রায় নিশ্চিত, জনগণের উপর বিএনপি'র আর কোনো আস্থা নেই। দলটি জামায়াতের তোষামোদ করতে করতে নিজেই জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী দলের দিকে ভিড়ে যাচ্ছে। এটা যদি সত্যি হয়, তাহলে বিএনপি'র রাজনৈতিক মৃত্যু ঘটে গেল! এমনতি চলমান আন্দোলনের নামে বিএনপি এখন যে বিচ্ছিন্ন সহিংস হামলার রাজনীতি করে যাচ্ছে, তা জনগণের মধ্যে ভীতির সৃষ্টি করেছে। হরতাল অবরোধের মত রাজনৈতিক কর্মসূচির নামে নিরীহ সাধারণ মানুষ পুড়িয়ে মারার রাজনীতি তো সন্ত্রাসী সংগঠনের পক্ষেই শোভা পায়। আর যদি এখন তারা অজ্ঞাত স্থান থেকে এভাবে ভিডিও বার্তার মাধ্যমে রাজনীতি করতে চায়, তাহলে বিএনপিকে আর রাজনৈতিক দল বলা যাবে না। যদি তারা সত্যিই সেদিকে চলে যায়, তাহলে ধরে নিতে হবে বিএনপি'র রাজনৈতিক মৃত্যু ঘটেছে। সেখান থেকে একটি সন্ত্রাসী দলে রূপ নিয়ে তারা জনবিচ্ছিন্ন সহিংস আন্দোলন করছে। যা মোটেও জনগণের নামে রাজনীতি করা বোঝায় না। যা সরাসরি সন্ত্রাসী গোপন বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গেই মানানসই।
আমরা আশা করব, বিএনপি'র নের্তৃত্বের শীঘ্রই শুভ বুদ্ধির উদয় হবে। আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বাদ দিয়ে তারা জনগণের কাতারে এসে জনগণের রাজনীতি করবেন। গ্রেফতারের ভয়ে লুকিয়ে না থেকে রাজপথে অহিংস জনসস্পৃক্ত রাজনীতির মূল ধারায় ফিরে আসবেন। নির্বাচনের ধারায় ফিরে আসবেন। রাষ্ট্রীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। জনগণের বৃহত্তর স্বার্থে নিয়মতান্ত্রিক রাজনীতির সুষ্ঠু ধারা অব্যাহত রাখবেন। জনগণের সঙ্গে দূরত্ব না বাড়িয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে বিএনপি যতো দ্রুত স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসবে, ততোই দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্থির নিঃশ্বাস পড়বে। আমরা জ্বালাও পোড়াও রাজনীতি দেখতে চাই না। আমরা পেপ্রোল বোমার রাজনীতি দেখতে চাই না। আমরা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সহিংস রাজনীতিও দেখতে চাই না। আমরা রেললাইন খুলে ফেলে দেশের সম্পদ নষ্ট করার রাজনীতিও দেখতে চাই না। যদি বিএনপি জনগণের সেবা করার মানসিকতা নিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে এসে সত্যি সত্যিই জনগণের বন্ধু হতে পারে, তাহলে ভোটের রাজনীতিতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে আবারো হয়তোক্ষমতায় আনবে। কিন্তু এভাবে ভুল রাজনীতির মাধ্যমে ভুল নের্তৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী বড় রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে চলে যাবার অর্থই হল, জনগণের প্রতি তাদের আর কোনো আস্থা নেই। তারা এখন দিশেহারা হয়ে ভুল পথে চলে যাচ্ছে। আমরা চাই, বিএনপি'র নের্তৃত্বে শীঘ্রই শুভ বুদ্ধির উদয় হবে। অজ্ঞাত স্থানের পরবর্তে তারা জনগণের সামনে প্রকাশ্যে রাজনীতি করবেন। প্রকাশ্যে সভা সমাবেশ করবেন। প্রকাশ্যে মিটিং মিছিল করবেন। প্রকাশে জনগণের দাবী নিয়ে কথা বলবেন। নইলে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া কোনো সন্ত্রাসী দলকে জনগণ কখনোই গ্রহন করবে না। জনগণকে হয়তো ভয় ভীতি দেখিয়ে, গুপ্ত হামলা করে, পুড়িয়ে মেরে উল্লাস করা যাবে। তাতে জনগণ থেকে বিএনপি আরো জনবিচ্ছিন্ন দলে পরিনত হবে। বিএনপি'র শুভ বুদ্ধির উদয় হবে বলেই আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে। সময় পেলে অন্য কোনো লেখায় সেটা বলব। এখানে সব ব্যাখ্যা করা যাবে না।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
আলোকন বলেছেন: শুয়োরের বাচ্চা,
তোরে তোর দলীয় কার্যালয় থেকে গভীর রাতে ধরে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিলে তোর বুঝে এসে পড়তো কে আল কায়েদা স্টাইলে রাজনীতি করতেসে।
এক মাঘে শীত যায় নারে ঘটক পাগলা
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
রেজা ঘটক বলেছেন: আলোকন ভাই...:ধন্যবাদ আপনাকে...আপনার সঙ্গে কথা বলার মত রুচি নাই...সরি
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
আলকায়দার মত ওয়েল্ডিং গ্যাস কাটার এনে রেললাইন কেটে সরিয়ে ফেলছে!
পাকি আমলে মুক্তিযোদ্ধারাও এসব করে নি।
পুরাই সন্ত্রাসি নাশকতা।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
রাফা বলেছেন: বিএনপি এখন যা করছে এটাকে কোন ভাবেই রাজনৈতিক আন্দোলন বলা যায়না।
এটাকে বলে টেরোরিজম, এতদিন গোপনে সহায়তা করেছে আর এখন ক্ষমতার জন্য প্রকাশ্যে নিজেরাই যোগ দিয়েছে।বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আলোকন বলেছেন: @বালবৈশাখী,
পাকি আমলে পাকি সরকার কি বিরোধীদলের নেতাদের এমন ব্যবহার করসিল?
পাকি সরকার বংবন্ধুর সাথে কেমন আচরন করসিল তখন?
বিএনপি ভদ্রমানুষের দল দেখে ৫বছর ধরে সব সহ্য করসে।
কারন বিএনপি ভালো করেই জানত, মানুষ বালকে ভোট দেওয়ার মতো ভুল আর দ্বিতীয়বার করবে না।
কিন্তু তোমরাই তো নির্বাচন নিয়া কুতকুত খেলা শুরু করে দিলা।
নির্বাচন করবাও তোমরা। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবাও তোমরা।
ভাল তো, ভাল না?
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রেজা ঘটক বলেছেন: আলোকন ভাই..... আপনি কি অন্ধ নাকি? চোখ কান খোলা রাখুন..নিজেরও কাজে লাগবে। অন্ধদের কোনো দল নাই...তারা দলকানা...
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আলোকন বলেছেন: আর সংবিধান কারো বাপের কিনে দেওয়া রাফ খাতা না।
যে যেমনি খুশি সেটাকে কাটাকূটি করবা।
আমার ডানে-বামে যা দেখতেসি, তাই বললাম।
পদ্মাসেতু, শেয়ারবাজার, আর হলমার্কের টাকায় কেনা প্রাইভেট কারটা রেখে অবরোধের মধ্যেই কোন একদিন পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমন কইরো, তাহলেই দেখতে পারবা মানুষ কেমনে গাইল্লাইতাসে বালরে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রেজা ঘটক বলেছেন: পাবলিক ট্রান্সপোর্টে আগুন লাগতাছে ক্যান? আলোকন ভাইদের আলোতে নাকি!!!
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মদন বলেছেন: বিগত পাঁচ বছর বিএনপি যে শান্তি পূর্ন প্রতিবাদ করেছে তা কি কেউ গায়ে মেখেছে। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল এবং সাধারন জনগন মনে করে প্রতিবাদ মানেই ভাংচুর এবং নৈরাজ্য, তবেই তারা সেটিকে গুরুত্ব দেয়। যে দল যত ভাংচুর করবে সে দল তত বেশি ভোট পাবে। কথাটি বিশ্বাস না হলে আগের ভোটের সময়ের ইতিহাসটা একটু দেখেন তাইলেই বুঝবেন।
আমরাই বাংলাদেশ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে...
সেজন্য নিরীহ সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে? আহারে দেউলিয়া রাজনীতি!!!
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আলোকন বলেছেন: সহমত মদন ভাই।
আসলে বাল এমন একটা দল যারা ভদ্রতার ভাষা কোন কালেই বুঝে নাই। তাদের সাথে ভদ্রতা দেখালে তারা এটাকে দূর্বলতা মনে করে।
পড়ুনঃ
স্যার রাগ উঠতেসে কিন্তু স্যার
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
রেজা ঘটক বলেছেন: আহারে... আলোকনের আলো...
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
রাজীব বলেছেন: দরকার একজন মেজর জিয়া।
যে কিনা নেতা গ্রেফতার হলেও তার ঘোষনাটি নিজ কন্ঠে প্রচার করতে পারবেন, নির্ভিক ভাবে।
কিন্তু দুঃখ যে সেরকম কেউ এখন নেই, সেজন্যইতো এখনকার নেতারা গ্রেফতার হতে চায় না, তারা আন্ডারগ্রাউন্ড থেকে ভিডিও পাঠায়!!
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে...
অন্তত নের্তৃত্বের দুর্বলতা ঠাওর করতে পারছেন...
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
গান পাগলা বলেছেন: তা জনাব গন্জিকা সেবন করিয়াছেন যে
ধরেন
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রেজা ঘটক বলেছেন: ইবা কেডা....?
গান পাগলার মনে এতো রস!!!
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আলোকন বলেছেন: লেখক বলেছেন: পাবলিক ট্রান্সপোর্টে আগুন লাগতাছে ক্যান? আলোকন ভাইদের আলোতে নাকি!!![/sb
ছাগলের বাচ্চা,
আগে উত্তর দে, সবসময় আগুন পঙ্কজ দেবনাথের "বিহঙ্গ" পরিবহন লাগে কেন?
শাহবাগের মতো জায়গা যেখানে সারাদিন কাতারে কাতারে পুলিশ থাকে সবসময়, সেখান থেকে যারা আগুন দিল তাদেরকে না ধরে বিএনপির খালেদা ছাড়া সবনেতার নামে মামলা দিলি কেন?
চামচামি করবি কর। চুচিলভেক ধরতে যাস কেন?
ল্যাঞ্জা দেখা যায়তো তোর
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
রেজা ঘটক বলেছেন: বুঝতে পারছি আলোকন ভাইয়ের গায়ে লাগছে....
চামচামি কে করতাছে তা সবাই ইতোমধ্যে বুঝতে পারছে আলোকনের আলোতে...
আলোকনের আলোতেই তাইলে যাত্রীবাহী বাসে আগুন লাগে!!!
ট্রেনে আগুন লাগে...
সিএনজিতে আগুন লাগে...
পুড়ে নিরীহ মানুষ মরে....
ধুত্তুরি...কার লগে কি আলাপ পারতাছি....
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মদন বলেছেন: বাংলাদেশের রাজনীতির দেওলিয়াত্ব আপনি আজকে জানলেন? দু:খজনক।
বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার কালচার চালু করেছিলো আওয়ামীলীগ
হরতালে রাস্তায় লোককে লেংটা করে বেইজ্জতি করার কালচার শুরু করেছিলো আওয়ামীলীগ
হরতাল, জ্বালাও-পোড়াও, ভাংচুরে কোনো দল কম নয়। একজনের নৃশংষতা অন্যজনকে ছাড়য়ে যাচ্ছে।
বাংলাদেশের সব দল যত হরতাল করেছে, আওয়ামীলীগ একাই তার থেকে বেশি হরতাল করেছে। কাজেই একক ভাবে কোন দল ভালো-খারাপ নয়। বাংলাদেশের পুরো সিস্টেমটাই এখন পচে গেছে। এই পচা সিস্টেমের জন্য দায়ী রাজনীতিবিদ নয়, আমি,আপনি, আমরা সবাই।
এদেশে যে সকল রাজাকারের বিচার হলো কম বেশি সবাই নিজ নিজ এলাকার সাংসদ(আগে-পরে)। অর্থাৎ এলাকায় জনপ্রিয়তা আছে। শামীম ওসমানের মতো লোক, জয়নাল হাজারীর মতো লোক ভোটে জিতে আসে। আমরাই ভোট দেই। আবার আমরাই বলি ওই বেটা সন্ত্রাসী।
আমরাই ভন্ড, আমরাই বাংলাদেশ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে...
কিন্তু ভাই আমি তো আওয়ামী লীগ করি না....আর আওয়ামী লীগ যে ভালো, তাও কই নাই...
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
আলোকন বলেছেন: আমি পরিস্কার বাংলায় বিএনপির সমর্থন করতেসি।
তোর মতো চুচিল ভেক ধরতেসি না।
লেখাচোর আবাল কোথাকার।
বাসে আগুন দিয়ে মানুষকে কাবাব বানানো কাদের স্বভাব সেটা উপরের লিংকে গেলেই দেখতে পাবি। যদি তোর চোখ থেকে থাকে।
আর্মির ডলা ঘনাইতাসে তোদের কপালে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
রেজা ঘটক বলেছেন: alokon....
aage bhasha shekhen..pore alap...ok
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
নানাভাই বলেছেন: এইখানে আছে এইখানে পড়েন
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ নানাভাই....
বাংলাদেশে এই চলতাছে...
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নানাভাই বলেছেন:
০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ নানাভাই....
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
অবুঝ পাঠক বলেছেন: desher ja obostha khub enjoy korsi .... Office korsi nobabi style a ... Deri kore jacchi arr taratari firchi oborudher bahanay .... Nije bachlei baaper naam ..... desh jaak jahanname ... Oh jawar ki baaki ache ¿
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
পদ্মা_েমঘনা বলেছেন: ইতিপূর্বে আপনার বেশ কিছু তথ্যবহূল, ভালো লেখা পড়েছিলাম।আজকের লেখায় আপনার দালালী স্পষ্ট! আচ্ছা, আমাদের বিবেক বলে কি কিছু নেই! নাকি এধরনের লেখা পাবলিক খায় ভাল, উত্তেজিত করা যায়! বাসে আগুন যেমন সমর্থনযোগ্য নয়, তেমনি দালালীও সমর্থন করি না!
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ সেটি বিএনপি'র যুগ্ম মহাসচিব জনাব সালাহউদ্দিন আহমদ অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছেন?
তাহলে কি বিএনপি এখন আর প্রকাশ্যে রাজনীতি করার মত কোনো রাজনৈতিক দল নয়? আল কায়েদার মত আন্ডারগ্রাইন্ড রাজনীতিই বেছে নিল বিএনপি?
আপনি তাতে বিস্মিত হয়ৈ এত্ত বড় পোষ্ট প্রসব করলেন। ভালু।
তা আপনি নিশ্চয়ই দেশেই থাকেন?
আর দলকানা না হলে আপনার লেখঅর ষ্টাইল হতো বিশ্লেষনাত্বক।
আপনি সরাসরি খোঁচা এবং উপহাসের ভঙ্গিতে লিখেই প্রমাণ করেছেন আপনি একটা এঙ্গেল থেকে দেখছেন।
ফলে অন্য এঙ্গেলের কথা আপনার লেখায় আসেনি।
যাক গে... আপনার জ্ঞাতার্থে আবারও সংক্ষেপে কিছূ হিন্টস দেই...
আপনার জানা থাকার কথা গত ৫ বছরে বিএনপিকে সামান্য মানববন্ধনেও দাড়াতে দেয়নি- স্বাভাবিক মিছীল সমাবেশে কুত্তার মতো হামলে পড়েছে, পুলীশের পোষাক পড়ে লিগের লোক হামলা করেছে!!
আর দেশকে ইগো আর একগুয়েমি দিয়ে, আদালত অবমাননা করে, সংবিধানের স্বচ্ছাচারী ব্যবহার করে সরকার দেশকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে...বর্তমান অবস্থায় মনে পড়ে ...
সিকিমের লেন্দুপ দর্জির কথা !
একক সংক্যাগরিষ্ঠতা নিয়া আইসা দেশে কোন্দল লাগাইয়া কিভাবে সিকিমকে ভারতে বিলীন করেদিয়েছিল!!!!!
ভয় হয়- গত ৫ বছরে আওয়ামীলীগ ভারতরে বিনা মাশূলে এত মধূ খাওয়াইছে- যে তারা (ভারত) কূটনীতির ভাষা, ব্যকরণ সব ভুলে সরাসরি আওয়ামীলীগের রক্ষকের ভূমিকায় নামতেও লজ্জা বোধ করে না!!!!!!!
৭১এ পাকিদের অধিপত্যবাদ শোষনের বিরুদ্ধে ছিল যুদ্ধ-আজা আবার মনে হচ্ছে-ভারতীয় আধিপত্যবাদ এবং দালাল/রাজাকারদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ আসন্ন!!!
আপনি কোন দলে?
দেশপপ্রেমিক?
না ভাদা/ রাজাকার?
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১
পদ্মা_েমঘনা বলেছেন: স্যার.. এর লেখা থেকে:
"আমার জীবনে আমি ৩২ টা ভোট দিয়েছি আওয়ামীলীগে,
ভোট চাইতামও। কিন্তু এখন যে মানুষ মারার রাজনীতি চলছে তাতে আওয়ামীলীগও সমান দায়ী। যদি আমি প্রধানমন্ত্রী হতাম আর এভাবে মানুষ মারার ঘটনা ঘটতো তবে ক্ষমতা তো ছাড়তামই বরং চিরতরেই রাজনীতিও ছাড়তাম। কষ্টে আমার ঘুম আসে না, ভবঘু্রে হতে ইচ্ছা করে।
বর্তমান ঘটনা প্রবাহের অর্থ যদি এই হয় যে দেশে যাই ঘটুক আমার তাতে কোনো দায় নেই, আমি ক্ষমতা ছাড়ব না- তবে এটা সৈরাচারী মনোভাবের সমকক্ষ হয়ে গেলোনা কি! আর তাতে বাকশালী দোষের প্রপাগন্ডাই আরেকবার প্রাণ পেলো।,নযআমার জীবনে আমি ৩২ টা ভোট দিয়েছি আওয়ামীলীগে,
ভোট চাইতামও। কিন্তু এখন যে মানুষ মারার রাজনীতি চলছে তাতে আওয়ামীলীগও সমান দায়ী। যদি আমি প্রধানমন্ত্রী হতাম আর এভাবে মানুষ মারার ঘটনা ঘটতো তবে ক্ষমতা তো ছাড়তামই বরং চিরতরেই রাজনীতিও ছাড়তাম। কষ্টে আমার ঘুম আসে না, ভবঘু্রে হতে ইচ্ছা করে।
বর্তমান ঘটনা প্রবাহের অর্থ যদি এই হয় যে দেশে যাই ঘটুক আমার তাতে কোনো দায় নেই, আমি ক্ষমতা ছাড়ব না- তবে এটা সৈরাচারী মনোভাবের সমকক্ষ হয়ে গেলোনা কি! আর তাতে বাকশালী দোষের প্রপাগন্ডাই আরেকবার প্রাণ পেলো।"
দেখুন, যদি আপনাদের চোখ খোলে!!
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
আলোকন বলেছেন: পাদারা পার পায় নাই। ১৯৭১ সালের বিচার ২০১৩ সালে হইসে।
ভাদারাও পার পাইবো না।
৭১ সালে পাদারা ডলা খাইয়া ভাগসে।
এখন এদেশ শুধুই বাংলাদেশিদের।
ভাদাদের কোন স্থান নাই এখানে।
ভারতরে নিজের পরনের জাইঙ্গাটাও খুলে দাও তাতে আমাদের কোন সমস্যা নাই। কিন্তু পাকিস্থানের জুজু দেখাইয়া বাংলাদেশের ১টা পয়সাও ভারতকে দেওয়া চলবে না।
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭
আলোকন বলেছেন: ঘটক সাব খুজে খুজে এমন ইস্যু নিয়ে "পোষ্ট" ওরফে "পাগলের প্রলাপ" দেয় যে, মানুষ তারে বারবার থাবড়া দিতে এই পোষ্টে আসে। আর ঘটক সাবের কাটতি বাড়ে।
ব্লাডি হিটসিকার হিপোক্রেট
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
মাজহারুল হুসাইন বলেছেন: মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন বাল বৈশাখি ভাই । মুক্তিযোদ্ধারা ব্রিজ বোম মেরে উড়িয়ে দিয়েছে । আজ ১ ডিসেম্বর, ১৯৭১ একটি ট্রেন উড়িয়ে দেয়া হয়েছিল । আপনার মতে কি মুক্তিযোদ্ধারা সব সন্ত্রাসী ?
আর সবাই বঙ্গবন্ধু হন না, কাউকে তাজউদ্দীন হতে হয় । আপনাদের মত তো আর ভারতে পালানো যায় না । তাই দেশের জনগণই ভরসা ।
বেগম খালেদা জিয়া তার বাসাতেই আছেন । লাদেনের মত পাহাড়ের গুহায় না । সাহস থাকলে গ্রেফতার করেন । আপনাদের ক্ষমতা বরং তাতে তাসের ঘরের মত ধ্বসে পড়বে আরও দ্রুত ।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দমন-পীড়ণ করে জনগনের যৌক্তক দাবি কতদিন দাবিয়ে রাখা যায়?ইতিহাস থেকে শিক্ষা নিন।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
অবুঝ পাঠক বলেছেন: hoy tura baal er camca noyto bnp er camca ..... Manus ho haramjadain
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০
এই আমি সেই আমি বলেছেন: এইভাবে বোমা মেরে মানুষ পুড়িয়ে , ট্রেন লাইন উপড়ে ফেলে মানুষ মারা কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না । আর এই গুলি কোন রাজনৈতিক কর্মী করতে পারেনা । এই গুলি সন্ত্রাস আর এই গুলি যারা করছে তারা সন্ত্রাসী ।
মূলত বিএনপি এইগুলি করাচ্ছে হিরোইনখোর, মাদকসেবী , জামাত , শিবির আর নিসিদ্দ্ব ঘোষিত বিভিন্ন জঙ্গিদের দ্বারা ।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
তিক্তভাষী বলেছেন: মাজহারুল হুসাইন বলেছেন: "সবাই বঙ্গবন্ধু হন না, কাউকে তাজউদ্দীন হতে হয়।"
পোস্টদাতার বিশাল জ্ঞানগর্ভ বিশ্লেষণ আর বিএনপির উদ্ধারকর্তাসুলভ প্রশ্নের জবাব দেখি মাত্র আটটি শব্দে দিয়ে ফেললেন!
২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
এনোমালী বলেছেন: @লেখক,
"আমি আসলে আওয়ামী লীগ করি না। সময়ে সময়ে দালালী করি, আর নির্বাচনের আগে সুশীল হয়ে যাই। তবে আওয়ামী সুশীলদের মতনই আমার শুধু বিএনপি এর ভুলই চোখে পড়ে"
দাদা গো, তলপেট হইতে অনাবিল আনন্দের বালামহীন ... থুক্কু, লাগামহীন অট্টহাসি উঠে আসছে। খালি আফসুস, তোমাদের হাতে আর বেশী দিন নাই। সময় থাকতে থাকতে পিঠে বালিশ বাঁধো, পরে আর চামড়া থাকবেনা।
২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
যারা আগুনে বোমা মারছে তারা ঘোষনা দিয়েই মারছে! এরা প্রকাশ্য জনসভায় যারা ছাপান্ন হাজার বর্গমাইলের সব জালিয়ে দেয়ার হুমকি দিয়েছিল।
এসময়ে মঞ্চে যারা যারা ছিল এরা কেউই দায়িত্ব এড়াতে পারে না।
হুকুমদাতারা প্রকাশ্য সভাতে টিভি ক্যামেরার সামনেই বলেছিল -
"সুধু দুএকটি বাস ভাংলেই হবেনা ........ আরো কিছু .. করতে হবে!
প্রথম আলোতে দেখেছিলাম বোমাবাজ অগ্নিসংযোগকারিরা এখন আলকায়দার মত সংবাদমাধ্যমে লেখা ও ছবি পাঠিয়ে দায় স্বীকারও করছিল।
এখন সালাউদ্দিন আহম্মদ ও ফকরুল একই স্টাইলে আন্ডারগ্রাউন্ড থেকে ভিডিও বক্তব্য পাঠানো হল।
২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
এনোমালী বলেছেন: হাসান বালবৈরাগীর বয়স কত? ১৯৯৬ এর পরে হইলে এখনও এডাল্ট হউনাই অর্থাৎ বাল পাকে নাই। খামাখা বাল-বৈরাগী সাজতে যাইও না।
আর যদি বাই চান্স ১৯৯৬ এর আগে হয় তাহলে কমসে কম তোমাগো বাস পোরানো গুরু নানকের কাহিনী একবার পইরা কথা বলতে আইসো, তাতে অন্ততঃ কিছুটা গ্রহনযোগ্যতা পাবা।
মানুষ পোড়ানো কেউ সাপোর্ট করবে না। আমিও করি না। সে বিএনপি করুক, জামাত করুক আর বাল করুক। যে আন্দলনের নামে মানুষ পোড়াবে তারই ফাঁসি হতে হবে এটা আমার দাবী। কিন্তু তোমরা যখন সুশীল সাজতে গিয়ে খালি বিএনপি এর দোষ মাপ আর বালকে দেবদূত মনে কর তখন আসলেও তোমাদের জন্ম, পরিবার ও মনুস্ত্ব্য নিয়ে প্রশ্ন জাগে।
৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
হাছুইন্যা বলেছেন: গাঁজা সেবনের পর এ ধরনের পোস্ট স্বাভাবিক
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: তা আল কায়েদা কেন এইসব সন্ত্রাসী কাজ করে যাচ্ছে বলে আপনার ধারণা? কী চায় তারা? কোন ধারণা আছে?