নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

আজ রাতেই কসাই কাদের মোল্লার ফাঁসি!!! রিভিউ আবেদন খারিজের আদেশ কারাগারে পৌঁছে গেছে!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি মানবতাবিরোধী যুদ্ধাপরাধী মিরপুরের কসাই আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ শেষে দুপুর ১২টার পর এ আদেশ দেন। আইনি জটিলতায় এখন কসাই কাদের মোল্লার সামনে কেবলমাত্র রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থণার সুযোগ রইল। এর আগে কসাই কাদের মোল্লা বলেছিলেন, রাষ্ট্রপতির কাছো তোষ স্বীকার করে তিনি ক্ষমা চাইবেন না। যদি এখনো তিনি সেই সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে আজ রাতেই কসাই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে।

এতোদিন বিএনপি ও জামায়াত জোট বলে এসেছিল যে বিচার প্রক্রিয়া বিতর্কিত, এখন আর সেটি বলার সুযোগ নেই। বরং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুপস্থিতি একজন চেম্বার বিচারপতি'র কাছ থেকে কসাই কাদের মোল্লার আইনজীবীরা রিভিউ পিটিশনের নামে ফাঁসি কার্যকর স্থগিত আদেশ এককভাবে বের করেছিলেন। যে কারণে ফাঁসি কার্যকর হতে আবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চেম্বার বেঞ্চ একত্রে এই রিভিউ আবেদন শুনানী শেষে খারিজ করে দিলেন। এত করে আইনের সকল জটিলতার নিঃস্পন্ন হল। পাশাপাশি কসাই কাদেরের ফাঁসি নিয়ে জামায়াত বিএনপি'র বিতর্ক করার খায়েসের পথও বন্ধ হল।

বাংলাদেশের মাটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সবারই একে একে আইনের সকল জটিলতা শেষে কসাই কাদেরের মত ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এভাবেই বাংলাদেশ একাত্তরের কলংক মুছে একুশ শতকে নতুন সোনার বাংলা হয়ে উঠবে। এটাই বাংলার সকল সাধারণ মানুষের প্রাণের দাবী। জয় বাংলা। বিপ্লব দীর্ঘজীবী হোক।

ক-তে কাদের মোল্লা...তুই রাজাকার...তুই রাজাকার....

কসাই কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক সাহেব এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না বলে যে দোহাই দিচ্ছেন, এটা হল সময় ক্ষেপণের সেই পুরানো একটি কৌশল মাত্র। এ্টি আর এখন টিকবে না। রাজ্জাক সাহেব বলছেন যে, জেল কোড পুরোপুরি মানতে হবে। আজ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ চেম্বার আদালতে রিভিউ আবেদন খারিজ করার অর্থই হল আগের যে নির্দেশ ছিল সেটিই হুবহু কার্যকর। সেই হিসেবে কসাই কাদের মোল্লার ডেথ ওয়ারেন্ট কারাগারে আছে। সেটির উপর যে স্থগিত আদেশ করেছিলেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সেই স্থগিত আদেশ এখন আজকের শুনানীর পর থেকে অকার্যকর। তার মানে হল কাদের মোল্লার ডেথ ওয়ারেন্ট জারী আছে। এখন কারা কর্তৃপক্ষের কাছে আজকের স্থগিত আদেশ যে অকার্যকর এবং রিভিউ আবেদন খারিজের কপি পৌঁছা মাত্রই কাসের কাদের মোল্লাকে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাটা কারাটা কর্তৃপক্ষের অবশিষ্ট কাজ।

ব্যারিস্টার রাজ্জাক সাহেব নিজেও একজন জামায়াতে ইসলামী'র লোক। মিথ্যা কথা বলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে এর আগে তিনি অনেক বেআইনী কাজ করেছেন। এখন পূণৃাঙ্গ রায়ের প্রকাশ পর্যন্ত রায় কার্যকর করা যাবে না বলে যে দোহাই দিচ্ছেন, সেটা সময় ক্ষেপণের সেই পুরানো ক্যাচাল। আইনি জটিলতায় সেই ক্যাচালের আর কোনো মূল্য নাই। রায় কার্যকরের স্থগিত আদেশ যেহেতু আদালত খারিজ করে দিয়েছে, তাই ডেথ ওয়ারেন্ট কাদের মোল্লার জন্য বহাল আছে। আর সেই খবরটি অফিসিয়ালি কারা কর্তৃপক্ষের কাছে পোঁছা্লেই কসাই কাদের মোল্লার ফাঁসি হবে। আর সেই ফাঁসি যে আজকেই হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত।

জয় বাংলা...

রিভিউ আবেদন খারিজের আদেশে বিচারকরা সই করার পর ইতোমধ্যে তা কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম জানিয়েছেন। আর কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন খন্দকার জানিয়েছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের আদেশে হাতে পেলেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জয় বাংলা...

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

ডুবুরি বলেছেন: জয় বাংলা

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

রেজা ঘটক বলেছেন: জয় বাংলা...

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: আগে কার্যকর হোক!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

রেজা ঘটক বলেছেন: রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে আজই ফাঁসি কার্যকর হবে...

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

দিশার বলেছেন: শেখ হাসিনার রাজনৈতিক বুদ্ধি প্রশংসার দাবি রাখে . মঙ্গলবার ওই কাজ টা না করলে, ব্যা ব্যা বারিস্টার রাজ্জাক, এই একই আপিল ২৯ দিন পর ৭ য়ে জানুয়ারি করত! এবং পুরা বেপার টা আরো পিছিয়ে যেত।

শেখের বেটির কাসে আবার হারল জামাত শিবির হায়না রা .

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

প্রািন্ত বলেছেন: আমি কাদের মোল্লা সহ সকল ‍যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই। কিন্তু সেটা নিয়ে কেউ অহেতুক কোন রাজনৈতিক ফয়দা হাসিলের চেষ্টা করুক এটাও চাই না। যেমন- গণজাগরণ মঞ্চ। যে মঞ্চ শুধুই ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে, টাকা ইনকামের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। ডাঃ ইমরান এইচ চৌধুরীর একজন বন্ধু ঔষধ কোম্পানীতে চাকুরী করেন। তিনি যা বললেন, তা শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
সকল অসুস্থ রাজনীতি ও রাজনৈতিক সুবিধার বিপক্ষে নতুন প্রজন্ম দাঁড়াবে...

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

ভিজামন বলেছেন: জ...য় বাংলা..আ আ আ আ

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

রেজা ঘটক বলেছেন: জয় বাংলা...

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

ব্লগার ভাই বলেছেন: মনে হয় আজ রাতে ফাঁসি হবে না।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

রেজা ঘটক বলেছেন: ব্যারিস্টার রাজ্জাক যে বলেছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ভরসায়? রায় তো প্রকাশ হয়েই আছে। যদি ব্যারিস্টার রাজ্জাকের সিল ছাড়া চেম্বার বিচারপতি'র স্থগিত আদেশ রাষ্ট্রপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে ফাঁসি কার্যকর স্থগিত হতে পারে, তাহলে এখন চেম্বার বেঞ্চের পূর্ণাঙ্গ বেঞ্চের রিভিউ আদেশ খারিজ মানেই হল, আগের সেই ডেথ ওয়ারেন্ট কার্যকর...ওকে?

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

নষ্ট ছেলে বলেছেন: মনে হয় আজ রাতে ফাঁসি হবে না। জেলকোড নিয়া কি জানি একটা ভেজাল আছে শুনছিলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

রেজা ঘটক বলেছেন: ব্যারিস্টার রাজ্জাক যে বলেছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ভরসায়? রায় তো প্রকাশ হয়েই আছে। যদি ব্যারিস্টার রাজ্জাকের সিল ছাড়া চেম্বার বিচারপতি'র স্থগিত আদেশ রাষ্ট্রপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে ফাঁসি কার্যকর স্থগিত হতে পারে, তাহলে এখন চেম্বার বেঞ্চের পূর্ণাঙ্গ বেঞ্চের রিভিউ আদেশ খারিজ মানেই হল, আগের সেই ডেথ ওয়ারেন্ট কার্যকর...ওকে?

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: বিচার শেষ হবে সব রাজাকারের প্রতিকার করে।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

বিশ্বাস করি 1971-এ বলেছেন: শালার ফাসির আদেশ হয়া গেছে। ফাসি আজকে হোক আর দুই দিন পরে হবে এইটা কনফার্ম। এইটারে নিয়া রাজনীতি যে শালারা করতেছে সেই কুত্তার বাচ্চাদের মতলব যে কত খারাপ তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার একবার ফাউল নাচানাচি হইলো আর মাঝখান দিয়া রাজাকারগুলারে হাইলাইট কইরা টোটাল বিচারপ প্রক্রিয়াটারে প্রশ্নের মুখে ফেললো। এর পরও শিক্ষা হয় না। আইন যে সাধারণ এবং নিজস্ব গতিতে চলতেছে সেইটাই কি ভাল না? ৪২ বছর ধৈয্য ধরছি সবাই আর ৫ দিন ধৈর্য্য ধরলে কি কোন সমস্যা আছে? বরং টোটার বিচার প্রক্রিয়া আরো শক্তিশালী হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
ধৈর্যের নাম বাবাজি...

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

নিয়ানডার্থাল বলেছেন: @বিশ্বাস করি 1971-এ
শতভাগ সহমত

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

নিজাম বলেছেন: ফাঁসি হবে নিশ্চয়ই। কিন্তু আজ রাতে সেটা কিভাবে নিশ্চিত হলেন?

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

রেজা ঘটক বলেছেন: রাত বারোটা এক মিনিট পর্যন্ত অপেক্ষা করেন....
কসাই কাদের মোল্লা তার ছেলে হাসান জামিলকে কইছেন, বেহেশতে তাদের দেখা হবে!!!

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ভাইজান আর একটুতো বাকী। প্রথম একটারে ঝুলানো শুরু হইলে বাকীগুলা ঝুলানো কোন ব্যাপার হবে না। সমস্যা হইলো আমরা তীরে আইসা তরী ডুবানোর মত অস্থির হইতেছি। কিছু অতি উতসাহী আবার এর থেইকা রাজনৈতিক ফায়দা নেয়ার চান্সে আসে। শেষে না এই অতি উতসাহ হিতে বিপরীত হয়। :(

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
অতি উৎসাহী হওয়ার মত কিছু নাই...৪২ বছর ধরে যে পাপ জাতির ঘাড়ে কলংক নিয়ে দাঁড়িয়েছিল, সেই পাপ মুক্ত হতে যাচ্ছে দেশ। এটাকে মোটেও অতি উৎসাহী বলা যায় না। বরং এখনো যে যুদ্ধাপরাধীদে যাদের ফাঁসির আদেশ হয়েছে তাদের বাড়িঘরে বা পরিবারের উপর সাধারণ মানুষ হামলা করেনি, চ্বালাও পোড়াও করেনি, সেজন্য সাধারণ মানুষের বরং ধন্যবাদ পাওযার কথা।
পরাজিত অপশক্তি এখনো বিএনপি'র ছত্রছায়ায় সারা দেশে অপকর্ম করছে। এটাকে এখন কঠোর ভাবে দমন করাই বরং জাতির কাজ...

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

কর্পোরেট ভালোবাসা বলেছেন: দেখা যাক পানি কোথায় গড়ায় । আমি সাধারণ পাবলিক আমি শুধু খেলা দেখতে চাই ।

যদি ফাঁসি না হয় তবে আওয়ামীলীগ বিপদে পড়বে । আর যদি হয়ে যায় তবে আন্দোলনের নতুন একটা জোস আসবে ।

টিভির খবরে দেখবো আর মুড়ি চানাচুর খাবো ।

পাকি দালালরা নিপাত যাক , সাথে করে ভারতীয় দাদাদের নুনু লেহন করা বাংলাদেশী থুক্কু বিজাতীয় বাঙ্গালী নামক কুলাঙ্গার গুলোও নিপাত যাক ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
বাংলাদেশ থেকে সকল দালালই নিপাত যেতে হবে। সবার আগে নিপাত যেতে হবে যুদ্ধাপরাধী জামায়াত। তারপর পাকি দালাল। তারপর মার্কিন দালাল। তারপর ভারতীয় দালাল। তারপর আর যতো দালাল আছে সব।
চানাচুরে একটু কাঁচা লংকা আর সর্সের তেল দিয়েন তাহলে টেস্ট বাড়বে...

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

কর্পোরেট ভালোবাসা বলেছেন: দেখা যাক পানি কোথায় গড়ায় । আমি সাধারণ পাবলিক আমি শুধু খেলা দেখতে চাই ।

যদি ফাঁসি না হয় তবে আওয়ামীলীগ বিপদে পড়বে । আর যদি হয়ে যায় তবে আন্দোলনের নতুন একটা জোস আসবে ।

টিভির খবরে দেখবো আর মুড়ি চানাচুর খাবো ।

পাকি দালালরা নিপাত যাক , সাথে করে ভারতীয় দাদাদের নুনু লেহন করা বাংলাদেশী থুক্কু বিজাতীয় বাঙ্গালী নামক কুলাঙ্গার গুলোও নিপাত যাক ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

রেজা ঘটক বলেছেন: বাংলাদেশ থেকে সকল দালালই নিপাত যেতে হবে। সবার আগে নিপাত যেতে হবে যুদ্ধাপরাধী জামায়াত। তারপর পাকি দালাল। তারপর মার্কিন দালাল। তারপর ভারতীয় দালাল। তারপর আর যতো দালাল আছে সব।
চানাচুরে একটু কাঁচা লংকা আর সর্সের তেল দিয়েন তাহলে টেস্ট বাড়বে...

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয় বাংলা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

রেজা ঘটক বলেছেন: জয় বাংলা

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: নো মোর আর্লি পার্টি! ঝুলায়া দেউক আগে।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
কোনো পার্টির দরকার নাই... ঝুলানোটাই আসল কাজ...

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

অেসন বলেছেন: একদিকে কাদের মোল্লার ফাঁসির দিনক্ষন গননা শুরু হয়েছে অন্যদিকে
সারাদেশ অজানা আতংকে ভুগছে। যদি আমাদের দেশের অধিকাংশ লোক
কাদের মোল্লার ফাঁসি চাই, তাহলে কেন এই আতংক ? কেন কতিপয় সন্ত্রাসীর কাছে বিজয়ের মাসে আমরা পরাজিত হবো?

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
পরাজিত অপশক্তি শেষ কামড় হিসেবে কিছু অপকর্ম করছে বটে। কিন্তু করছে বিএনপি'র সরাসরি ছায়ায় মাথা রেখে। ফাঁসি কার্যকর করার পাশাপাশি সরকারের উচিত হবে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কিছু সন্ত্রাসী অপশক্তি পুলিশের গুলিতে নিহত হলে দেশ বরং জঞ্জাল মুক্ত হবে। এখন যারা একটু নরকম সুরে ভাতারের নাম মুখে আসে এমন ভাবে কথা বলছে, তারা আসলে ছদ্মবেশী জামায়াত শিবির। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.