নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

কসাই নরপিচাশ কাদের মোল্লা'র ফাঁসি সরাসরি দেখার সুযোগ পেলেন যারা!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

কসাই নরপিচাশ কাদের মোল্লা'র ফাঁসির প্রত্যক্ষ করার সুযোগ পেলেন যারা:

১. দায়িত্বপ্রাপ্ত কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন খন্দকার

২. উপ-কারা মহাপরিদর্শক গোলাম হায়দার

৩. ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট শেখ ইউসুফ হারুন

৪. জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী

৫. কারাধ্যক্ষ মাহবুবুর রহমান

৬. ঢাকার সিভিল সার্জন আবদুল মালেক

৭. কারা চিকিৎসক রথীন্দ্রনাথ শম্ভু

৮. কারা জামে মসজিদের ইমাম মনির হোসেন ও

৬. জল্লাদ শাহজাহান ভুঁইয়া



এর আগে রাত নয়টায় কাদের মোল্লাকে গোসল করানো হয়। সাড়ে নয়টায় তিনি নামাজ আদায় করেন। ১৫ মিনিট পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নয়টা ৫৫ মিনিটে কারা জামে মসজিদের ইমাম মনির হোসেন তাঁকে তওবা পড়ান। এরপর তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। ঠিক রাত ১০টা ১ মিনিটের সময় প্রথা অনুযায়ী, কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তাঁর হাতে রাখা একটি লাল রুমাল মাটিতে ফেললে প্রধান জল্লাদ শাহজাহান ভুঁইয়া ফাঁসির মঞ্চের লিভার (লোহার তৈরি বিশেষ হাতল) টেনে দেন। এতে পায়ের তলা থেকে কাঠ সরে ফাঁসি কার্যকর হয়। ফাঁসি দেওয়ার প্রায় ২০ মিনিট পর ১০টা ২১ মিনিটে তাঁকে নামানো হয়। এরপর কিছু প্রক্রিয়া শেষে কারাগারের দু'জন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত ১১টার পর কাদের মোল্লার মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪টি গাড়ির বহর ফরিদপুরের দিকে রওনা হয়। ভোর রাতে গ্রামের বাড়ি ফরিদপুরে তাকে দাফন করা হয়।



মানবতাবিরোধী অপরাধের বিচার:



হযরত আলী লস্করসহ পরিবারের পাঁচ সদস্যকে হত্যা ও মেয়েকে ধর্ষণের দায়ে আবদুল কাদেরের বিরুদ্ধে আপিল বিভাগের ফাঁসির আদেশ



বিচার শুরু:



২০১২ সালের ২৮ মে বিচার শুরু। গত ৫ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২



ফাঁসির দাবি:



কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণদের ডাকে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ



আইন সংশোধন:



২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন



রায় পুনর্বিবেচনা:



১০ ডিসেম্বর রায় পুনর্বিবেচনার আবেদন। ১২ ডিসেম্বর খারিজ



১২ ডিসেম্বর ২০১৩, রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

ব্লগ ৪১৬ বলেছেন: কেনো সহকারি জল্লাদরা সুযোগ পাবে না?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

রেজা ঘটক বলেছেন: চার জন সহকারী জল্লাদ সুযোগ পেয়েছিলেন। শাহজাহান ভুঁইয়া নের্তৃত্ব দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.