নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লা'র ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তানের জাতীয় পরিষদে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে দুইটি নিন্দা প্রস্তাব পাশ করা হয়। এর প্রতিবাদে এখন বাংলাদেশের উচিত পাকিস্তানের জন্য সাময়িকভাবে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা। ঢাকায় নিযুক্ত পাকিস্তানী দূতাবাসকে অবাঞ্চিত ঘোষণা করা হোক। শুধু পাকিস্তানী রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জামাই আদর করে ডেকে নিয়ে মিষ্টি ভাষায় প্রতিবাদ করলে এই অসভ্য পাকিস্তান জাতি'র কোনো চেতনা হবে। পাকিস্তানের কূটনৈতিক শিষ্টাচার লংঘনের দায়ে ভিয়েনা কনভেনশনের ৯ নম্বর অনুচ্ছেদ অনুয়ায়ী, বাংলাদেশ সরকারের এখন ঢাকায় নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ঘোষণা করা উচিত। গোটা বিশ্ব জানুক, বাংলাদেশের সর্বোচ্চ আদালেত একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে পাকিস্তান যে ঔদ্বত্য দেখিয়েছে, সেটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং সেই অপরাধে বাংলাদেশ সরকার ভিয়েনা কনভেনশনের ৯ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলেই পাকিস্তানী রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে।
প্রাথমিকভাবে এই আদেশ সাময়িক সময়ের জন্য ঘোষণা করা উচিত। সেই সঙ্গে কিছু শর্ত পাকিস্তানের জন্য জুড়ে দেওয়া উচিত। শর্তগুলো হতে পারে এরকম-
১. বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভবিষ্যতে পাকিস্তান আর কখনোই নাক গলাবে না
২. একাত্তরে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের দায় স্বীকার করে প্রকাশ্যে পাকিস্তান সরকার বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে
৩. বাংলাদেশে আটকে পড়া আড়াই লাখ পাকিস্তানী নাগরিককে পাকিস্তান বিনা শর্তে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফিরিয়ে নেবে
৪. পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা দেড় লক্ষ কোটি মার্কিন ডলার বাংলাদেশকে কড়ায় গণ্ডায় ফিরিয়ে দেবে
৫. পাকিস্তান সরকারকে তাদের আচরণের জন্য বিনা শর্তে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
যতো দিন পাকিস্তান সরকার এই দাবীগুলো সম্পূর্ণরূপে পূরণ না করবে ততোদিন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব সহকারে স্থগিত রাখা হোক। আমাদের পরারাষ্ট্র নীতি'র 'সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়' এই নীতিতে পাকিস্তানের সঙ্গে খাতির দেখানোর কোনো সুযোগ নেই। পাকিস্তান একটি অসভ্য বর্বর ইতর রাষ্ট্র। তাদের সঙ্গে ভিয়েনা কনভেনশন অনুযায়ী, আন্তর্জাতিক নিয়মের আওতায়ই আপাতত এমন কঠোর হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। এই দেশের স্বাধীনতার পেছনে রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাস নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার কোনো অধিকার পরাজিত পাকিস্তানের নেই। গলি গলি শোর হ্যায়... পাকিস্তান ইতর হ্যায়... গলি গলি শোর হ্যায়... পাকিস্তান অসভ্য হ্যায়.... গলি গলি শোর হ্যায়... পাকিস্তান বর্বর হ্যায়.... এই অসভ্য, বর্বর ও ইতর একটি দেশের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখাটা কোনো সভ্য সমাজের পক্ষেই শোভন নয়। আমরা আশা করব, সরকার দ্রুতই ভিয়েনা কনভেনশন অনুয়ায়ী, পাকিস্তানের জন্য পার্সোনা নন গ্রাটা ঘোষণা করবে। পাকিস্তানী রাষ্ট্রদূতকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে অবাঞ্চিত ঘোষণা করবে, এটাই আমাদের প্রত্যাশা।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০
পাঠক১৯৭১ বলেছেন: লিলিপুটিয়ান কিছু বাংগালী পাকিদের কোনদিন বুঝটে পারেনি: পাকিরা পৃথিবীতে জীবন্ত হারামীদের জাতি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
১৯৫ জন পাকিস্তানি যুদ্ধপরাধীর বিনিময়ে ৪ লাখ আটক বাংগালী মুক্ত করার সময় পাকিরা এই ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধপরাধীর বিচার নিজেরা করবে বলেছিল।
কিন্তু ভিন্ন কারনে নিয়াজীকে শাস্তি দেয়া ছাড়া আর কিছুই করেনি পাকিস্তান।
Click This Link
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২
jahidbd বলেছেন: আপনি ঠিক বলেছেন।