নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
দশম সংসদে পাওয়া নতুন মাননীয় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে আগের নবম সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়ার অনেক মিল আছে। সেগুলো কি কি?
১. বেগম জিয়ার স্বামী একজন সৈনিক ছিলেন। রওশন এরশাদের স্বামীও একজন সৈনিক ছিলেন।
২. বেগম জিয়ার স্বামী ছিলেন মেজর জেনারেল আর রওশন এরশাদের স্বামী ছিলেন লেফটেন্যান্ট জেনারেল।
৩. বেগম জিয়ার স্বামী সেনাপ্রধান ছিলেন। রওশন এরশাদের স্বামীও সেনাপ্রধান ছিলেন।
৪. বেগম জিয়ার স্বামী এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। রওশন এরশাদের স্বামীও এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।
৫. বেগম জিয়া এক সময় বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন। রওশন এরশাদও এক সময় বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন।
৬.বেগম জিয়ার দলের জন্ম ক্যান্টনমেন্টে। রওশন এরশাদের দলের জন্মও ক্যান্টনমেন্টে।
৭. বেগম জিয়া যমুনার ওপারের মেয়ে। রওশন এরশাদও যমুনার ওপারের মেয়ে।
৮. বেগম জিয়া পুত্র সন্তানের জননী। রওশন এরশাদও পুত্র সন্তানের জননী।
৯. বেগম জিয়া চারবার জাতীয় সংসদে সাংসদ হয়েছেন। রওশন এরশাদও চারবার জাতীয় সংসদে সাংসদ হয়েছেন।
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
পৃথিবীর আলো বলেছেন: আরও একটা মিল আছে বেগম জিয়া একজন নারী । রওশন এরশাদও নারী। দুইজনেরই বয়স ৬৫+..........
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
পথহারা সৈকত বলেছেন: পৃথিবীর আলো বলেছেন: আরও একটা মিল আছে বেগম জিয়া একজন নারী । রওশন এরশাদও নারী। দুইজনেরই বয়স ৬৫+..........
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
অন্য কথা বলেছেন: বেগম জিয়া ও রওশন এরশাদ দুইজনই চশমা ছাড়া । :প
৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দু’টি দলের রাজনীতিবিদদের মধ্যে এতো মিল পাওয়া সত্যিই ইন্টারেস্টিং বিষয়
মন্তব্য থেকেও অনেক মিল পাওয়া গেলো। পুরস্কৃত করার মতো বিষয়।
আমরা শুধু মিল খুঁজে বেড়াই, আর তাঁরা শুধুই অমিলগুলো বাড়িয়ে যান
৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
শেরশাহ০০৭ বলেছেন: ৮. বেগম জিয়া পুত্র সন্তানের জননী। রওশন এরশাদও পুত্র সন্তানের জননী।
এই টা মনে হয় সত্য না
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
হেডস্যার বলেছেন:
২. বেগম জিয়ার স্বামী ছিলেন মেজর জেনারেল আর রওশন এরশাদের স্বামী ছিলেন লেফটেন্যান্ট জেনারেল।
মিল নাই।
ব্যাপারটা মজার।