নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
আজ ১২ জানুয়ারি ২০১৪, রবিবার শপথ নিলেন দশম জাতীয় সংসদের পুর্নাঙ্গ মন্ত্রীসভা। নতুন কেবিনেটে প্রধানমন্ত্রীসহ ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তৃতীয়বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী'র দায়িত্ব নিলেন। এর আগে শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুইবার প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের অধীনে রেখেছেন মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্রবাহিনী বিভাগ। অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর নিম্নরূপ।
পুর্নাঙ্গ মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিলেন ও তাঁদের দপ্তর-
১. আবুল মাল আবদুল মুহিত- অর্থ মন্ত্রণালয়
২. আমির হোসেন আমু- শিল্প মন্ত্রণালয়
৩. তোফায়েল আহমেদ- বাণিজ্য মন্ত্রণালয়
৪. মতিয়া চৌধুরী- কৃষি মন্ত্রণালয়
৫. আব্দুল লতিফ সিদ্দিকী- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়
৬. মোহাম্মদ নাসিম- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়
৭. সৈয়দ আশরাফুল ইসলাম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
৮. খন্দকার মোশাররফ হোসেন- প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৯. রাশেদ খান মেনন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১০. অধ্যক্ষ মতিউর রহমান- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১১. ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
১২. আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
১৩. ছায়েদুল হক- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়
১৪. এমাজ উদ্দিন প্রামাণিক- বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৫. ওবায়দুল কাদের- যোগাযোগ মন্ত্রণালয়
১৬. হাসানুল হক ইনু- তথ্য মন্ত্রণালয়
১৭. আনিসুল ইসলাম মাহমুদ- পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আনোয়ার হোসেন মঞ্জু- পরিবেশ ও বন মন্ত্রণালয়
১৯. নুরুল ইসলাম নাহিদ- শিক্ষা মন্ত্রণালয়
২০. শাজাহান খান- নৌ পরিবহন মন্ত্রণালয়
২১. অ্যাডভোকেট আনিসুল হক- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২২. মুজিবুল হক- রেলপথ মন্ত্রণালয়
২৩. আ হ ম মোস্তফা কামাল- পরিকল্পনা মন্ত্রণালয়
২৪. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২৫. মোস্তাফিজুর রহমান ফিজার- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৬. আসাদুজ্জামান নূর- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
২৭. শামসুর রহমান শরীফ ডিলু- ভূমি মন্ত্রণালয়
২৮. অ্যাডভোকেট কামরুল ইসলাম- খাদ্য মন্ত্রণালয়
২৯. সৈয়দ মহসিন আলী- সমাজকল্যান মন্ত্রণালয়
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিলেন ও তাঁদের দপ্তর-
১. মজিবুল হক চুন্নু- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের দায়িত্বে)
২. স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের দায়িত্বে)
৩. এম এ মান্নান- অর্থ মন্ত্রণালয়
৪. মির্জা আজম- বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৫. প্রমোদ মানকিন- সমাজকল্যান মন্ত্রণালয়
৬. বীর বাহাদুর উ শৈ সিং তঞ্চজ্ঞ্যা- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (মন্ত্রলায়ের দায়িত্বে)
৭. নারায়ণ চন্দ্র চন্দ- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়
৮. বীরেন শিকদার- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের দায়িত্বে)
৯. আসাদুজামান খান কামাল- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১০. সাইফুজ্জামান চৌধুরী জাভেদ- ভূমি মন্ত্রণালয়
১১. চৌধুরী ইসমত আরা সাদেক- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১২. মেহের আফরোজ চুমকি- মহিলঅ ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের দায়িত্বে)
১৩. মশিউর রহমান রাঙ্গা- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
১৪. শাহরিয়ার আলম- পররাষ্ট্র মন্ত্রণালয়
১৫. জাহিদ মালেক- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়
১৬. নসরুল হামিদ বিপু- বিদ্যুৎ বিভাগ
১৭. জুনাইদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
এছাড়া উপমন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিলেন ও তাঁদের দপ্তর-
১. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব- পানি সম্পদ মন্ত্রণালয়
২. আরিফ খান জয়- যুব ও ত্রীড়া মন্ত্রণালয়
দশম জাতীয় সংসদের কেবিনেটের যে সব বৈশিষ্ট্য এখন পর্যন্ত স্পষ্ট সেগুলো হল-
১. আওয়ামী লীগের অভিজ্ঞ ও সিনিয়র নেতাদের অন্তর্ভূক্তি
২. নবম জাতীয় সংসদের বিতর্কিত মন্ত্রীদের অনুপস্থিতি
৩. প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (এরশাদ) থেকে একজন পুর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ
৪. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ
৫. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ
৬. নতুন কেবিনেটে টেকনোক্র্যাটমন্ত্রী রয়েছেন
৭. নতুন কেবিনেটে রয়েছেন সাবেক মন্ত্রী'র স্ত্রী
৮. নতুন কেবিনেটে রয়েছেন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব
৯. নতুন কেবিনেটে রয়েছেন প্রধানমন্ত্রী'র আত্মীয়
১০. নতুন কেবিনেটে রয়েছেন বিশিষ্ট স্থপতি ও আইনজীবী
১১. নতুন কেবিনেটে বেশ কয়েকজন ইয়ং প্রতিনিধি রাখা হয়েছে
নতুন কেবিনেটর কাছে এই মুহূর্তে যে সকল প্রত্যাশা সাধারণ মানুষের সেগুলো হল-
১. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা
২. দেশের সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিরাপদ ও নিশ্চিত করা
৩. দেশের দুর্নীতি কঠোর হস্তে দমন করা
৪. একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধিদের বিচার প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করা
৫. দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি'র সঙ্গে গঠনমূলক আলোচনার দ্বার উন্মোচন করা
৬. জাতীয় সংসদকে কার্যকর করা
৭. দলীয় প্রভাববলয় থেকে বেড়িয়ে এসে সাধারণ মানুষের সেবা করা
৮. দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা
৯. দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত ও নিশ্চিত করা
১০. সকল দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তি করা
১১. সংবিধান সংশোধন করে বাহাত্তরের সংবিধানে পূর্ণাঙ্গরূপে ফিরে যাওয়া
১২. রাষ্ট্র ধর্ম ইসলামকে পরিবর্তন করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া
১৩. আন্দোলনের নামে যারা সারা দেশে নাশকতা চালিয়েছে তাদের যথাযথ বিচারের আওতায় আনা
১৪. নির্বাচনের সময় সংখ্যালঘুদের উপর যারা হামলা ও নির্যাতন করেছে তাদের আইনের আওতায় আনা ও কঠোর সাজার ব্যবস্থা করা
১৫. রাজনৈতিক কারণে কোনো মামলায় যদি কোনো রাজনৈতিক নেতা জেলে থাকেন, তাদের মুক্তির ব্যবস্থা করা
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: "
১৩. আন্দোলনের নামে যারা সারা দেশে নাশকতা চালিয়েছে তাদের যথাযথ বিচারের আওতায় আনা
"
খালেদা বেগম ও সকল সন্ত্রাসীর বিচার করা দরকার।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
নষ্ট ছেলে বলেছেন: দেশের মানুষের চাওয়া পাওয়ার মূল্য কি আওয়ামী লীগের কাছে আছে?
থাকলে একটা সুষ্ঠু নির্বাচন দিতে এত ভয় কিসের?
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
পাঠক১৯৭১ বলেছেন: নবাব শেখ হাসিনার রত্ন-সভা?
৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
মতিউর রহমান মিঠু বলেছেন: গত ৫ বছরে আমরা অনেক মৎস চাষী মন্ত্রী নেতা পেয়েছি যারা একেকজন শত কোটি টাকার ব্যবসায়ী! এবার কোন চাষী পাবো আল্লাহ্ জানেন আর জানে শেখ হাসিনা।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
বেলা শেষে বলেছেন: ৪৯ সদস্যের নয়া কেবিনেট, কার কোন দপ্তর আর কিছু খুচরা প্রত্যাশা!!!
Brother Assalamualikum. now they will start to hang & kill others.