নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
প্রিয় গিনেজ,
আজ আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই। আপনারা অনেক কষ্ট করিয়া সারা বিশ্ব ঘুরিয়া অনেক রেকর্ড সংগ্রহ করিয়া আপনাদের গিনেজ রেকর্ড বইয়ের বেশ কাটতি ঘটাতে সক্ষম হয়েছেন। ব্যবসাটা কিন্তু মোটেও খারাপ না। স্পন্সরও ভালোই যোগাড় করার সামর্থ আপনাদের আছে। ছোট মুখে আপনাদের কয়েকটা সামান্য কথা বলি। আপনারা সারা বিশ্ব এত কষ্ট করিয়া না ঘুরিয়া, সময় নষ্ট না করিয়া শুধু বাংলাদেশকে টার্গেট করিয়া আমাদের এই বাংলাদেশটা ভালো করিয়া একটু পর্যবেক্ষণ করেন। দেখবেন আপনাদের সামনে অনেক বিশ্ব রেকর্ড কিভাবে সাই সাই করিয়া ধরা পড়ে।
১. প্রতি বছর বাংলাদেশ পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব পালন করে। এই দিন কত লোকে পান্থাভাত খায়, ইলিশ ভর্তা খায়, সেই হিসাব কি আপনাগো কাছে আছে মিঞারা? সারা বাংলাদেশে পহেলা বৈশাখে মোট কয়টা বর্ষবরণ মেলা হয়, সেই হিসাব আছে আপনেগো কাছে? কত শিশু বাঁশিতে পুতপুত করে সেই হিসাব আছে আপনেগো কাছে? কত নাগরদোলায় কত হাজার মানুষ কত ঘণ্টা দোল খায়, সেই হিসাব আছে আপনেগো কাছে? কত রসগোল্লা ওইদিন বানানো হয়, সেই হিসাব আপনারা রাখেন মিঞারা? কত পুতুলনাচ হয়, কত জারিগান হয়, কত পথনাটক হয় ওইদিন, সেই হিসাব আপনেরা রাখেন মিঞারা? শুধু পহেলা বৈশাখে বাংলাদেশ অনেক বিষয়ে অনেকগুলো গিনেজ বিশ্ব রেকর্ড করার যোগ্যতা রাখে, এইডা খালি জাইন্না লন।
২. প্রতিবছর কালবৈশাখি ঝড়ে বাংলাদেশে শুধু বজ্রপাতে কত মানুষ মারা যায়, সেই হিসাব আপনারা খোঁজ নিছেন কোনোদিন? কালবৈশাখি ঝড়ে আমাগো কত আম পাকনা হবার আগেই ঝড়িয়া যায়, সেই হিসাব নিছেন মিঞারা?
৩. প্রতি বছর বর্ষামৌষুমে শুধু বন্যায় আমাগো কি দশা হয়, কত লোক ডায়রিয়ায় মরে, সাপের কামড়ে মরে, খাবারের অভাবে মরে, সেই হিসাব রাখেন আপনেরা? কত মাইনষের ঘরবাড়ি বন্যার পানিতে ডুইব্বা যায়, সেই হিসাব রাহেন নি মিঞাসাহেবরা?
৪. আমাগো দেশে নির্বাচনের সময় কত ভোটকেন্দ্র দখল হয়, সেই হিসাব আছেনি আপনেগো কাছে? নির্বাচনি লড়াইয়ে সংঘর্ষে কত লোক আহত-নিহত হয়, সেই হিসাব রাহেননি আপনেরা? আপনেগো কাছে আমাগো জাল ভোটের হিসাব কী আছে? নির্বাচনি নীতিমালা ভঙ্গ করার হিসাব কী আছেনি আপনেগো কাছে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাগো কতজন এমপি-মিনিস্টার হইল, সেই হিসাব আপনেরা রাহেন মিঞারা?
৫. নদীভাঙ্গনে আমাদের প্রতিবছর কত লোক ঘরবাড়ি হারায়, সেই হিসাব আছেনি আপনেগো কাছে? কত লোক নদীতে ঘরবাড়ি হারায়া ঢাকায় আইসা বস্তিতে আশ্রয় লয়, সেই হিসাব রাহেননি আপনেরা?
৬. আমাগো দেশে লাইসেন্সবিহীন রিক্সা-গাড়ির হিসাব আছেনি আপনেগো কাছে? খাসজমি দখল, চর-নদী দখল, অবৈধ সম্পত্তি দখলের কী হিসাব রাহেন আপনারা? আমাগো দেশের বিনা বিচারে প্রতিবছর কয়জন মারা যায়, খালি এইডা কী আপনারা জানেননি মিঞারা? আমাগো জেলখানার ধারণক্ষমতার বাইরে আমরা কতজনরে আটকাইয়া রাখছি, সেই হিসাব জানেন কী আপনেরা?
৭. দুর্নীতি নিয়ে আমাগো দেশে কয় ধরনের রেকর্ড হয় এইডা কী আপনেগো ধারনা আছে? হরতাল নিয়ে আমরা কতবার নিজেগো রেকর্ড নিজেরা ভাঙছি সেই হিসাব রাখেন মিঞারা? আমাগো প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলাতে কত ধরনের টকশো হয়, সেই কথা জানেননি আপনেরা? কত ধরেনর অলিম্পিয়াড হয়, প্রতিযোগিতা হয়, এইডা জানেন আপনেরা?
৮. খাবারে ভেজাল মিশায়া আমরা এখন রীতিমত বিশ্বসেরা, সেই খবর রাহেন মিঞারা? আমরা মরা মুরগিও রান্না করি সেই খবর জানেননি মিঞারা? আমাগো দেশে ডাক্তারি না পইড়াও কতজন ডাক্তারি পেশায় আছে, জানেন আপনেরা? আমাগো দেশে বাসস্টপিজ কয়ডা আছে সেই হিসাব রাহেননি আপনেরা? আমাগো দেশে কয়বার রাস্তা খোড়াখুড়ি হয়, সেই হিসাব জানেন আপনেরা? আমাগো ঢাকার শহরে কতজন ভিক্ষুক আছে, কতজন বাচ্চা ভাড়া নিয়ে ভিক্ষা করে, সেই হিসাব আপনেরা জানেন কিছু? আমাগো এয়ারপোর্টে রোজ কতগুলা সোনার চালান ধরা পড়ে হেই হিসাব রাখেন মিঞারা?
৯. আমাগো দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে কত ফতোয়া দেওয়া হয়, সেই হিসাব জানেন আপনেরা? আমাগো দেশের মাজারের সংখ্যা জানেননি? কোচিং সেন্টারের সংখ্যা জানেননি? শিশু অপহরণ আর বাল্যবিবাহের হিসাব জানেননি? স্কুল থেকে ঝড়ে পরার সংখ্যা জানেননি আপনেরা?
১০. আমাগো এক রানা প্লাজা ধ্বইসা কতজন মারা গেছে জানেননি? কত গার্মেন্টসে আগুন লাগে সেই হিসাব জানেননি? আমাগো যানজটে কত ঘণ্টা নষ্ট হয়, সেই হিসাব জানেননি আপনেরা?
আপনাগো কিছু আলামত খালি কইলাম। এর প্রত্যেকটায় আমরা বিশ্ব রেকর্ড করার মত ক্ষমতা রাখি। আপনারা ব্যক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, সম্মিলিতভাবে বলেন, জাতীয় ভাবে বলেন, এর প্রত্যেক ক্যাটাগরিতে আমরা বিশ্ব সেরা হবার মত যোগ্যতা রাখি। আপনেগো কি আমাগো খালি জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতের মত মাত্র দুইডা বিষয় নিয়ে রেকর্ডই চোখে পড়ল? আমরা সত্যিকার ভাবে যেসব বিষয়ে সারা বছর রেকর্ড করি, সেই হিসাবে আপনেগো কোনো উৎসাহ নাই কেন?
আপনারা নতুন নতুন ক্যাটাগরি খোলেন, নতুন নতুন বিষয় আশয় যোগ করেন, কী নাই আমাগো? আমরা অনেক বিষয়ে এমনিতেই রেকর্ডধারী হইয়া আছি। আপনেরা খালি চোখ কান খোলা রাইখা দেইখা লন, কোনডায় কোনডায় আমাগো সেরা ঘোষণা করতে চান। ভাবতাছি, আমরা শিঘ্রই আগামী জাতীয় সংসদ অধিবেশনে একটা নতুন আইন পাশ করার জন্য মহামান্য এমপিদের কাছে অনুরোধ করব। একটা গিনেজ মন্ত্রণালয় খোলার জন্য। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের কাজ হইব, সারা দেশের এসব রেকর্ড গুলো যথাযথ গুরুত্ব দিয়ে তা গিনেজ বুকে নাম লেখানোর জন্য আপনেগো কাছে হাজির করা। অসুবিধা নাইকা, এই মন্ত্রণালয়ের খরচ আমরা স্পন্সর দিয়া উঠায়া লইমু। আপনেরা খালি সময়মত আমাগো দিকে একটু সুনজর দিবাইন, এই প্রত্যাশা কইরা, আপনেগো সহি ছালাম, মোবারকবাদ, আর শুভেচ্ছা জানাইয়া আমার ভাষণের সংক্ষিপ্ত বয়ান এইখানে শেষ করলাম।
একটা কথা মনে রাইখেন, এখন থাইকা আপনেগো বারবার বাংলাদেশে আসতে অইব, রেকর্ড খুঁজে বাইর করার জন্য আসতে অইব। নতুন আইডিয়া পাইবার জন্য আসতে অইব। নতুন ক্যাটাগরি খোলার জন্য অভিজ্ঞতা নিতে আসতে অইব। আর আমাগো কাছ থাইকা অনেক কিছু শেখনের জন্যও আসতে অইব। আপনেরা ভালো থাকবাইন, আমাগো লগে একটা মিচুয়াল আন্ডারস্টান্ডিং কইরা সামনের দিনগুলাতে আরো কাজকাম একলগে করবার খায়েসের কথা কইয়া আমি এইখানে বক্তৃতা শেষ করলাম।
২| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪
মফিজ বলেছেন: পরিবেশ মণ্ত্রনালয়ের উদ্যোগে বিনা খরচে গিনেস রেকর্ড
ঢাকা বসবাসের অযোগ্য নগরী
যোগাযোগ মণ্ত্রনালয়ের উদ্যোগে বিনা খরচে গিনেস রেকর্ড
ট্যাক্সীক্যাব বিহীন রাজধানী শহর ঢাকা
৩| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭
রুপ।ই বলেছেন: হাহাহাহা ভাল লিখেছেন।
৪| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
টেকনিসিয়ান বলেছেন: আমার মনের কথাগুলো গুচিয়ে লিখেন বলেই আপনি আমার অনুসারিত ব্লগারদের একজন।
ধন্যবাদ।
৫| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২
শেরশাহ০০৭ বলেছেন: একটা গিনেজ মন্ত্রণালয় খোলার জন্য। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের কাজ হইব, সারা দেশের এসব রেকর্ড গুলো যথাযথ গুরুত্ব দিয়ে তা গিনেজ বুকে নাম লেখানোর জন্য আপনেগো কাছে হাজির করা।
৬| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬
মাঘের নীল আকাশ বলেছেন: ভালাই কইসেন ভাইজান!
৭| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮
অণুষ বলেছেন: জাতিয় সংগীত গেয়ে আমরা বিশ্বরেকর্ড করলাম, একবার কি চেষ্টা করা যায়না যারা আমাদের জাতিয় সংগীত এনেদিল তাদের কল্যান করে বিশ্ব রেকরড করার?
এই পোস্টটি পরার অনুরোধ রইল
৮| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫
আমি লিও বলছি বলেছেন: অসাধারণ বলেছেন ভাই !! সামনে তো ১৬ই ডিসেম্বর আইতাছে , আর কি কি রেকর্ড করা যায় ??
• তিন লাখ মানুষ পা উপরে মাথা নিচে দিয়া খাড়াইয়া থাকলে ও হয় । তবে এই কাজে কোন দেশ প্রেম দেখতাছি না ।
• বান্দরবন গিয়া গাছের উপর দাঁড়াইয়া টানা একদিন জাতীয় সঙ্গীত গাওয়া যায় । আমার জানা মতে এই রেকর্ড কেউ আগে করে নাই । দেশ প্রেম ও হইব আবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড এ রেকর্ড ও হইবো । লগে প্রকৃতি প্রেম হইবো আবার মাগনা বান্দরবন ও যাওয়া হইবো ।
৯| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯
শাহেদ সুলতান মহিউদ্দিন বলেছেন: একদিনের জন্য দেশপ্রেমিক আমরা কিছুদিন ধরেই দেখছি। বছর এর বাকি দিনগুলো উনারা দেশ এর জন্য কি করে্ন? সাধারন জনগন এর সম্পদ লুট করে, দেশের সম্পদ করায়ত্ত করে ধনী হবার সময় দেশপ্রেম কই থাকে? স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশ এত পিছিয়ে কেন? এর উত্তর কোন দেশপ্রেমিক দিতে পারবেন কি?
১০| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
মদন বলেছেন: আমাগো দেশ প্রেম হইলো
ভারত মাতার কাছে সব উজাড় করে দেয়া
জাতীয় পতাকা হাতে চেতনার দন্ড প্রদর্শনে হাইকোর্টের উদ্দেশ্যে
কুকুরের গায়ে জাতিয় পতাকা
চেতনাবাজদের জুতার তলায় পিষ্ট জাতীয় পতাকা
জামায়াত দুষ্টু দল হলেও তার টাকা মিষ্টি লাগে চেতনাবাজদের কাছে।
জয়বাংলা
১১| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২
বোধহীন স্বপ্ন বলেছেন: শেরশাহ০০৭ বলেছেন: একটা গিনেজ মন্ত্রণালয় খোলার জন্য। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের কাজ হইব, সারা দেশের এসব রেকর্ড গুলো যথাযথ গুরুত্ব দিয়ে তা গিনেজ বুকে নাম লেখানোর জন্য আপনেগো কাছে হাজির করা।
উচিৎ কথা।
১২| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
লিখেছেন বলেছেন: কেমন আছেন আপনি ? লেখা চোখে পরছে না , সব থিক ত ?
১৩| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮
লিখেছেন বলেছেন: ঈদ মোবারক
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্যালুট।
কত শিশু বাঁশিতে পুতপুত করে সেই হিসাব আছে আপনেগো কাছে?
কত লোক ডায়রিয়ায় মরে, সাপের কামড়ে মরে, খাবারের অভাবে মরে, সেই হিসাব রাখেন আপনেরা?
সবগুলাই অসাধারন!!! ইউনিক আইডিয়া!!
মহামান্য এমপিদের কাছে অনুরোধ করব। একটা গিনেজ মন্ত্রণালয় খোলার জন্য। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের কাজ হইব, সারা দেশের এসব রেকর্ড গুলো যথাযথ গুরুত্ব দিয়ে তা গিনেজ বুকে নাম লেখানোর জন্য আপনেগো কাছে হাজির করা। অসুবিধা নাইকা, এই মন্ত্রণালয়ের খরচ আমরা স্পন্সর দিয়া উঠায়া লইমু।
কিন্তু যাদের উদ্দেশ্যে বল্লেন-তারা বুঝবেনা শপথ করে বলতে পারি!!!