নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

কবি নির্মলেন্দু গুণ এখন অনেকটা শংকামুক্ত !!!

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

আমাদের সবার প্রিয় কবি নির্মলেন্দু গুণ এখন অনেকটা সুস্থ। আপনাদের সবার আশির্বাদ আর ভালোবাসায় কবি এখন অনেকটা সুস্থবোধ করছেন। কবি সায়েন্স ল্যাবের ল্যাব-এইড হাসপাতালে ভর্তি আছেন। কবি এখন ডা. বীরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বাইপাস অপারেশন হতে পারে। বর্তমানে কবি ল্যাব এইড হসপিটালের আইসিইউ-১এ আছেন। কবি'র জন্য জরুরী ভিত্তিতে O+ রক্তের প্রয়োজন হতে পারে। আমি নিজেও দিতে পারব। আগ্রহী রক্তদাতাকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যোগাযোগ: কবি মাসুদ পথিক, মোবাইল: ০১৭১২২৩৫৬৬৫।

কবি নির্মলেন্দু গুণ এখন অনেকটা শংকামুক্ত। কবি'র এনজিওগ্রাম করা হয়েছে। কবি'র হার্টের মেইন আর্টারীতে ব্লক ধরা পরেছে। যে কারণে যত দ্রুত সম্ভব বাইপাস সার্জারি করতে হবে।

এর আগে শনিবার দুপুরে কবি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। রবিবার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীর ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কবিকে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। কিন্তু সেখানে কবি'র শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায়, আজ বিকেলে ল্যাব এইডে ভর্তি করা হয়। সন্ধ্যায় কবিকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।

আপনারা সবাই কবি'র সুস্থতা কামনা করবেন। গুণ'দা শিঘ্রই সুস্থ হয়ে আগের মত আমাদের সঙ্গে আড্ডায় মেতে উঠবেন। আমরা দৃঢ়ভাবে তাই বিশ্বাস করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.