নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
ধর্ষক আশরাফ খান ওরফে তুষার ও ধর্ষক জাহিদুল ইসলাম ওরফে লাভলুকে মাথা অর্ধেক নেড়ে করে, সেখানে চুনকালি মেখে গোটা রাজধানীতে রোজ সাধারণ জনগণের সামনে প্রদর্শন করা হোক।
প্রদর্শনীতে দর্শক প্রশ্ন করবে: তোমাগো এই দশা ক্যান? ধর্ষকরা তখন জবাব দেবে কেন এই দশা। দর্শক ইচ্ছা করলে তখন ওদের গায়ে থু থু দিতে পারবে।
তবে দর্শকদের অনুরোধ করব, কেউ অতি উৎসাহী হয়ে ধর্ষকদের গায়ে হাত দিবেন না। ধর্ষকের গায়ে হাত দিলে শরীর অপবিত্র হয়ে যাবে।
বেশি না এক মাস এই ধর্ষকদের রাজধানীর বড় বড় সড়কে পুলিশ প্রদর্শনীর ব্যবস্থা করুক। দেখেন, এটার একটা বিশাল প্রভাব সমাজে পড়বে।
ধর্ষকদের জন্য একটা ওপেন অপশান রাখা হোক। যেদিন তারা বলবে অনেক লজ্বা পেয়েছে। এভাবে আর প্রদর্শন হতে চায় না। সেদিন তাদের লিঙ্গ কর্তন করা হবে।
যতদিন তারা মুখে লজ্বা পাবার কথা স্বীকার না করবে, ততদিন জনসম্মুখে এভাবে ধর্ষকদের প্রদর্শন করা হোক। যাতে জনগণ তাদের গায়ে থু থু মারতে পারে।
সবশেষে লিঙ্গ কর্তন করে ধর্ষকদের ছেড়ে দেওয়া হোক।
২| ২৮ শে মে, ২০১৫ রাত ১:২৫
ছাসা ডোনার বলেছেন: খুব ভালো আইডিয়া।
৩| ২৮ শে মে, ২০১৫ সকাল ৮:৫০
ক্ষতিগ্রস্থ বলেছেন: আইন আদালতেরতো দেখি দরকার নাই! আদালতে দোষী হওয়ার আগে কাউকে আপনি শাস্তি দিয়ে ফেলতে পারেন না. আর শাস্তি কি হবে সেটাও আদালত ঠিক করবে, সেটাকে কম মনে করে নিজের মর্জিমত শাস্তি নির্ধারণ করে ফেলার অর্থ আপনি আইন, আদালত ও সংবিধান তুচ্ছ করছেন. ধর্ষণকে আমরা ঘৃনা করি, কিন্তু তার শাস্তি আদালত যতটুকু দেবে ততটুকুই এবং কেবল দোষী সাব্যাস্ত হওয়ার পরেই.
৪| ২৮ শে মে, ২০১৫ সকাল ৯:০১
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: এই কাজ গুলো তে , মানবাধিকার লংঘন হবে , বলে আপনাকে অনেকে বলবে । আর মানবাধিকারের পরিপন্থি ও
৫| ২৮ শে মে, ২০১৫ সকাল ১১:৪২
তিক্তভাষী বলেছেন: র ্যাবের সংবাদ সম্মেলন থেকে নতুন অংক শেখা হলো। ১+১=৫।
৬| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১:৪১
রাজ হাসান বলেছেন: যেই আইন দিয়ে অপরাধ দমন হয় না সেই আইনের কি আদৈ কোনো প্রয়োজন আছে???আইন হতে হবে এমন যাতে করে অপরাদ দমন হয় আর শুধু আইন হলেই হবে না এর যাথাযথ প্রয়োগ ও হতে হবে নিরঙ্কুশ নিরপেক্ষতার সাথে।আর যেই পরিমান ধর্ষন এর ঘটনা ঘটেছে বিগত কয়েক দিন গুলোতে তাতে করে তাতে করে ধর্ষকদের জেলের ভিতর চার দেয়ালে অপরাধীদের ভিতরে না রেখে উচিৎ গুলিস্তান কিংবা ফার্মগেট চৌরাস্তায় মধ্যখানে এক লোহার খাচায় বন্দি করে রাখলে অন্তত সাধারণ মানুষের ভিড়ে যেই সকল কাপুরুষ রয়েছে তারা তা থেকে শিক্ষ নিতে পারবে।
৭| ৩১ শে মে, ২০১৫ রাত ২:৩০
অতঃপর জাহিদ বলেছেন: আইনের কত যে বাইন আছে, ৯৫ সালে ধর্ষণ করে খুন করে ব্লাস্ট এর সহায়তায় ১৫ সাল ধর্ষণের সাজাই কমিয়ে ফেলে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৫ রাত ১:২৫
ছাসা ডোনার বলেছেন: খুব ভালো আইডিয়া।