নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

টস জিতে ফিল্ডিং নেওয়া ম্যাচ হারার প্রধান কারণ !!!

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:১০

আজকের খেলা নিয়ে প্রথমে যেটা বলব, টস জিতে ফিল্ডিং নেওয়া ছিল বোকামি। ভারত সেই সুযোগটি কাজে লাগিয়েছে। ভারতের মত ব্যাটিং লাইনআপকে দুই দিন পর পর অলআউট করার চিন্তাটাই বোকার স্বর্গে বাস করা। তাছাড়া বাংলাদেশের আজ বোলিংয়ের শক্তিও কিছুটা কমেছে। তাসকিনের বদলে আরাফাত সানি দলের প্রয়োজনে কিছুই করতে পারেনি। নাসির পার্ট টাইম বোলার ৬ ওভার বল করে দিয়েছে ২৭ রান। আর সানি ৬ ওভার বল করে দিয়েছে ৪২ রান। ক্যাপ্টেন মাশরাফিও অনেকটা খরচে ছিলেন। ৩টি উইকেট পেলেও ৭৬ রান দিয়েছেন।
বাংলাদেশ প্রথমে ব্যাট করলে বাংলাদেশও ৩০০ বা ৩০০ প্লাস করত। ৩০০ না করলেও ২৮০ করলেই ভারত চাপে থাকত। যে চাপটা আমরা ৩১৮ রানের টার্গেটে হারে হারে উপলব্ধি করেছি। পাশাপাশি বাংলাদেশী ব্যাটসম্যানরা হেরে গেছি এমন একটা এটিচুড নিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন। তামিমের বিতর্কিত আউট ছাড়া টাইগার্সদের প্রায় সব উইকেট বিলিয়ে দেবার মত মনে হয়েছে। ক্ষাণিক আশা জাগিয়ে আবার উইকেট হারিয়ে সেই আশাকে নিরাশায় ডুবিয়েছে। ফলে ভারত ৭৭ রানের সহজ জয় পেয়েছে। ভারতের এই জয়ে তারা বাংলাওয়াশ থেকে নিজেদের ইজ্বত বাঁচিয়েছে।
আজকের খেলায় মূল পার্থক্য গড়ে দিয়েছে ভারতের সুরেশ রায়ানা। ৬ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ভারতকে এনে দিয়েছেন ২১ বলে মূল্যবান ৩৮ রান। আবার পার্ট টাইম বোলার হিসেবে নিয়েছেন মুশফিক, শাকিব ও রুবেলের উইকেট। এছাড়া ভারতের কূলকার্নি বাংলাদেশের ওপেনিং জুটি তুলে নিয়ে ভারতের জন্য ম্যাচটি সহজ করে দিয়েছেন। স্বাভাবিক কারণেই সুরেশ রায়ানা ম্যান অব দ্য ম্যাচ। আর তিন ম্যাচ সিরিজে ম্যান অব দ্য সিরিজ বাংলাদেশের নবাগত মুস্তাফিজুর রহমান। যিনি তিন ম্যাচে লাভ করেছেন ৫+৬+২=১৩ টি উইকেট। সিরিজের ফলাফল বাংলাদেশ এই প্রথম একদিনের ক্রিকেটে ভারতের বিপক্ষে ২-১ সিরিজ জয়।

২৫ জুন ২০১৫
ঢাকা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.