নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

জিম্বাবুয়েকে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রমিলা ক্রিকেট!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম সেমি-ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ১০০ রান পেরোতে পারেনি। একটা অজানা আশংকা দলের উপর ভর করেছিল। টপ অর্ডারে শারমিন আকতার ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। দলের অন্যতম ভরসা উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা রহমানও ফেরেন মাত্র ৫ রানে। রুমানা আহমেদ আর শায়লা শারমিন-দুজনেই ‘শূন্য’ রানে আউট হন। লোয়ার মিডল অর্ডারে ফারজানা হকের ব্যাট থেকে এসেছে ৪৩ রানের দারুণ এক অনবদ্য ইনিংস। দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। এছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
পাপুয়া নিউগিনি ম্যাচের মতোই ফারজানা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ৪৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে খেলেন ৪৩ রানের ইনিংসটি। আগের ম্যাচের ঋতু মণি, জাহানারা আলমরা লোয়ার অর্ডারে কিছু রান তুলে দলের সংগ্রহ মজবুত করতে ভূমিকা রাখলেও আজ তারাও ছিলেন পুরোপুরি ব্যর্থ। ফলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৯ রান। জিম্বাবুয়ের জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া আউদ্রে মাজভিশায়া পেয়েছেন একটি। বাকিরা উইকেট না পেলেও ভালো বোলিং করে বাংলাদেশকে ৮৯ রানে আটকে রাখতে দৃঢ় ভূমিকা রেখেছেন।
৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ৫ বল বাকি থাকতে ১৯.১ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ বল হাতে নিজের ধারাবাহিকতার সাক্ষর রেখেই মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়েই জিম্বাবুইয়ান ইনিংসকে গুড়িয়ে দেন। এছাড়া ফাহিমা ১ ওভার বল করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। আর শায়লা ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া খাদিজা-তুল-কুবরা নিজের ৪ ওভারে কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ৮টি। ফলে ৫ বল বাকি থাকতেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ৫৮ রানে।
জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে জাহানারা আলমের বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল এখন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে। আজ দ্বিতীয় সেমিফাইনালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ৫ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। আর ফাইনালের দুই দলই আগামী বছর ভারতে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে প্লেয়ার অব ম্যাচ হন রুমানা আহমেদ। অভিনন্দন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। জয়তু বাংলাদেশ ক্রিকেট। জয়তু প্রমিলা টাইগার্স।
..............................
৩ ডিসেম্বর ২০১৫

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

আসিফামি বলেছেন: অসাধারণ একটা খবর / অনেক অনেক শুভেচ্ছা

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

মাকড়সাঁ বলেছেন: অভিনন্দন বাংলাদেশের প্রমিলা ক্রিকেট!!!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

ব্লগার মুস্তাকিম বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

ব্লগার মুস্তাকিম বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

মুখ ও মুখোস বলেছেন: ওয়াও! গ্রেট নিউজ!

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

নীলসাধু বলেছেন: অভিনন্দন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। জয়তু বাংলাদেশ ক্রিকেট। জয়তু প্রমিলা টাইগার্স।

যদিও আজ ফাইনালে এসে আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। তবু অভিনন্দন জানাই। ধন্যবাদ রেজা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.