নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী তানজিনা আক্তার সুক্তির নামে নওয়াব ফয়জুন্নেসা হলের ২৩৬নং কক্ষের ঠিকানায় বাংলাদেশ ব্যাংকের চাকরির নিয়োগপত্র আসে গত ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে। বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক নুর-উন-নাহার স্বাক্ষরিত ওই নিয়োগপত্রে বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল সাইড)’ পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তানজিনা আক্তার সুক্তিকে আগামী ৬ জানুয়ারির মধ্যে আবেদনের সমর্থনে প্রয়োজনীয় সকল সনদপত্র নিয়ে বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে যেতে বলা হয়েছে।
সুক্তির বন্ধুরা জানিয়েছে, শিক্ষা জীবন শেষ করে চার বছর পরেও কোনো চাকরি না পেয়ে হতাশায় ভুগতে ভুগতে গত ১ আগস্ট ২০১৫ তারিখে আত্মহত্যা করে সুক্তি। মানিকগঞ্জের ঘিওর থানার আরজ আলীর মেয়ে তানজিনা আক্তার সুক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বাসা ভাড়া নিয়ে চাকরির জন্য পড়াশুনা করতেন। গত ১লা আগস্ট কর্মচারীদের আবাসিক এলাকার একটি বাসা থেকে সুক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।
অথচ বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগপত্রটির মত কোনো একটি নিয়োগপত্র বাঁচিয়ে দিতে পারত সুক্তির জীবন। ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ লা আগস্টের আগে সুক্তির ঠিকানায় এমন একটি নিয়োগপত্র পৌঁছালে আত্মহত্যা পরিহার করার সুযোগ ছিল সুক্তির। দুঃখজনক হল এখন ৬ জানুয়ারির মধ্যে সনদপত্র নিয়ে কোনো সুক্তি আর বাংলাদেশ ব্যাংকের এই চাকরিটি করতে যাবে না। চাকরি না পেয়ে যারা হতাশায় ভুগছেন, বা তাদের মধ্যে যারা আত্মহত্যার মত কঠিন সিদ্ধান্তের দোলাচলে দুলছেন, তাদের জন্য এই সংবাদটি একটি বটিকা হতে পারে। জীবন মানেই যুদ্ধ। আর সেই যুদ্ধে লড়াই করে বিজয়ী হওয়ার নামই আসলে জীবন। জীবনে কঠিন কঠিন লড়াই করে বিজয়ী হতে শিখুন। ভীরুদের মত আত্মহত্যা জীবনের কোনো সমাধান নয়।
............................
৫ জানুয়ারি ২০১৬
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
রফিকুল্লাহ্ কিশোর বলেছেন: রেজা ঘটক, চমৎকার লিখেছেন। "জীবন মানেই যুদ্ধ। আর সেই যুদ্ধে লড়াই করে বিজয়ী হওয়ার নামই আসলে জীবন। জীবনে কঠিন কঠিন লড়াই করে বিজয়ী হতে শিখুন। ভীরুদের মত আত্মহত্যা জীবনের কোনো সমাধান নয়"।