নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

নিজের পাতা ফাঁদেই আছাড় খেল ভারত!!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১

নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন আজ নাগপুরের শুকনো উইকেট দেখে একটা বিশাল বাজি ধরেছিলেন। সেই বাজিতে তিনি সাকসেস। দলের সবচেয়ে নির্ভরযোগ্য তিন জন বেস্ট বোলারকে রেস্ট দিয়েছিলেন। টিম সাউথি ও ট্রেন্ট বোল্ডকেই শুধু বসিয়ে রাখেননি, পাশাপাশি একাদশের বাইরে রাখেন ব্রেন্ডন ম্যাককুলামকে। এই তিন নির্ভরযোগ্য বোলারকে একাদশের বাইরে রেখে তাহলে উইলিয়ামসন কাদের নিয়ে এই বাজিটা ধরলেন ভারতের বিপক্ষে? ব্রেন্ডন ম্যাককুলামের ছোট ভাই নাথান ম্যাককুলাম, মিচেল সান্টনার আর ইশ শোধিকে একাদশে নিলেন আজ। কারণ, এরা সবাই শুকনো পিসে শ্লো ডেলিভারি দিতে পারেন। ফলটাও হাতে নাতে পেলেন কেন উইলিয়ামসন। মিচেল সান্টনার ৪ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আজকের ম্যান অব দ্য ম্যাচও সান্টনার। ইশ শোধি ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ভারতের ব্যাটিং লাইনআপ ধ্বসাতে আর কী লাগে? নাথান ম্যাককুলাম ৪ ওভার বল করে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতের আর উইকেট কয়টা থাকলো? একটা? সেইটা নিলেন অ্যাডাম মিলনে ২.১ ওভার বল করে ৮ রানে। ভারত আজ আসলে নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে।

ভারত আজ নাগপুরের শুকনো উইকেট অশ্বিন, জাদেজা, রায়ানা, বুমরা, পান্ডিয়া, নেহারাকে দিয়ে নিউজিল্যান্ডকে নির্ধারিত ২০ ওভারে আটকে রাখে মাত্র ১২৬ রানে। আর শুকনো পিসে শুরুতেই অশ্বিন ইউকেট নিয়ে নিউজিল্যান্ডকে চোখ রাঙান। যে ধারাবাহিকতা দেখা গেল নেহারা, বমুরা, রায়ানা, জাদেজাদের মধ্যেও। ফলে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করল মাত্র ৭ উইকেট হারিয়ে ১২৬ রান। নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন বুমরার কাছে বোল্ড হবার আগে করেন দলীয় সর্নোচ্চ ৩৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে লুকে রোনচি'র ব্যাট থেকে। তৃতীয় সর্বোচ্চ করেন মিচেল সান্টনার ১৮ রান। ১২৭ রানের জয়ের জন্য লো স্কোরিং ম্যাচে ভারত যে এভাবে মাত্র ৭৯ রানে ১৮.১ ওভারেই অলআউট হবে এটা কী আগে টের পেয়েছিল তারা? ক্যাপ্টেন এমএস ধোনি ৩০ বলে ৩০ রান করে একাই একটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ১৮ তম ওভারের চতুর্থ বলে নাথান ম্যাককুলামের হাতে ক্যাচ দিয়ে সান্টনারের চতুর্থ শিকারে পরিনত হলে পরের তিন বলেই ভারত অলআউট। ধোনি আউট হন নবম ব্যাটসম্যান হিসাবে। এর আগে ২৭ বলে ২৩ রান করে ভারতের প্রধান ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি শোধির শিকাড় হওয়ার আগ পর্যন্ত একটা ধৈর্যশীল ইনিংস খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু দিনটি যে আজ নিউজিল্যান্ডের। নইলে শুকনো পিস দেখেও টস জিতে কেন উইলিয়ামসন কেন ব্যাট করার সিদ্ধান্ত নেবেন!

নিউজিল্যান্ডের কাছে সুপার ১০ পর্বের প্রথম ম্যাচে হারার পর এখন ভারতের বাঘা বাঘা ধারাভাষ্যকাররা বলা শুরু করেছেন সুপার ১০ পর্বে গ্রুপ-২ নাকি ডেথ গ্রুপ। ডেথ গ্রুপ মানে এই গ্রুপ থেকে যে কেউ সেমি-ফাইনাল বা ফাইনালে যেতে সক্ষম। এই গ্রুপের অপর দলগুলো হলো অস্ট্রেলিয়া, পাকিস্তান আর কোয়ালিফাইয়িং ম্যাচে এ-গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। যে কথার আসল অর্থ হলো আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার ১০ পর্বে এখন গ্রুপ-২কে বলা হচ্ছে ডেথ গ্রুপ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারতের ৪৭ রানের বিশাল হারকেই এখন ডেথ গ্রুপ হিসাবে দেখার প্রধান কারণ! নাকি বাকি সব দল এখন সত্যি সত্যিই উজ্জীবিত বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে!! ভারতের পরবর্তী ম্যাচ ১৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে। আর আজকের জয়ী নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ ১৭ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালায়। যে ম্যাচটি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হবার সম্ভাবনা প্রবল। ভারত যদি পরের ম্যাচে পাকিস্তানের সঙ্গে হেরে যায়, এবারের আইসিসি টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে কিন্তু সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা ভারতের সামনে! স্বাগতিক হিসাবে ভারতের জন্য যা হতে পারে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বড় অঘটন। কারণ এবার ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ভারত সব ধরনের সুযোগকে কাজে লাগিয়েছিল।

বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ২৫ মার্চ ব্যাঙ্গালুরু'র চিন্নেস্বামী স্টেডিয়ামে। আর ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে ২৭ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালীতে। বাংলাদেশের বিপক্ষে এমএস ধোনির ঘরের মাঠে খেলা। আর মোহালীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড ইর্ষনীয়। আজ নাগপুরে ভারত যে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে, ১৯ মার্চ ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে এই গ্লানি যদি কনটিনিউ হয়, তাহলে ঘরের মাঠের সুপার পাওয়ারের উজ্বত নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। সেই সম্ভাবনা কিন্তু এখন প্রবল ভাবেই দেখা যাচ্ছে! নিজের পাতা ফাঁদে-ই কী শেষ পর্যন্ত এবার পা দিচ্ছে ভারত!! ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। আর সীমিত ওভারের খেলা তো আরো বড় বেশি মাত্রায় অনিশ্চয়তার। অতএব সাধু সাবধান!!

.....................................
১৬ মার্চ ২০১৬

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

অবনি মণি বলেছেন: অসাধারন একটা খেলা দেখলাম অনেকদিন পর !!

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

ডা: শরীফুল ইসলাম বলেছেন: ভারতের জন্য এই হারের খুব বেশী প্রয়োজন ছিল। তাদেরকে মাটিতে নামানো দরকার ছিল।

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন মোড়লের এক মোড়ল চিৎপটাং! বড় বড় কথা বলা, ক্রিকেট কারসাজি আর অহংকারের ঐশ্বরিক জবাব।

৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খেলাটা অনেক উপভোগ্য ছিল। :)

৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ভারত এভাবেই হারতে থাকুক..

৬| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২০

বিজন রয় বলেছেন: টিম সাউথি ও ট্রেন্ট বোল্ডকেই শুধু বসিয়ে রাখেননি, পাশাপাশি একাদশের বাইরে রাখেন ব্রেন্ডন ম্যাককুলামকে। এই তিন নির্ভরযোগ্য বোলারকে একাদশের বাইরে রেখে

??????

৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: নিজের পাতা ফাঁদেই আছাড় খেল ভারত!! রেজা ঘটক


B-)

৮| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

অগ্নি কল্লোল বলেছেন: খুব আনন্দ পাইছি। বাঙালি বাবু ইংলিশ ম্যাম দেখার মত।

৯| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

হাসান নাঈম বলেছেন: অতি চালাকের গলায় দড়ি!

১০| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

মোঃ শামসুজ্জামান বলেছেন: ধন্যবাদ নিউজিল্যান্ড ভারতের অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য!!!!!!!

১১| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫২

খোলা মনের কথা বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন মোড়লের এক মোড়ল চিৎপটাং! বড় বড় কথা বলা, ক্রিকেট কারসাজি আর অহংকারের ঐশ্বরিক জবাব। ;)

১২| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

আহলান বলেছেন: এভাবে বলছেন কেন? এটা সিম্পলি একটা গেম .... ফাঁদ ফুঁদ কিছু না ....

১৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩

এস এস মারজান বলেছেন: খেলার প্রথম দিকে হতাশ হয়েছিলাম . . . . .পরবর্তীতে.....

১৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬

উল্টা দূরবীন বলেছেন: খেলাটা খুব এনজয় করেছিলাম।

১৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

রাফা বলেছেন: আর আমরা কোন ফাঁদে ধরা খাইলাম জনাব?এরকম ধরা যে কেউ যে কোন সময় খাইতে পারে।এটাই হলো অরিজিনাল ক্রিকেট।যে ভালো খেলবে সেই জিতবে।

১৬| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন, কিন্তু কোন মন্তব্যের উত্তর নেই কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.