নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
এএফসি অনূর্ধ্ব-১৬এর মেয়েদের ফুটবলে বাছাইপর্বে শেষে চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ ম্যাচে প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। বাছাইপর্বে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের টাইগ্রেসরা। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছেন, মেয়েরা ১০ গোল দেয় আর ছেলেরা ৫ গোল খেয়ে আসে!
অথচ দেশের সম্মান উজ্জল করা কলসিন্দুরের সেই মেয়েরা আজ বাড়িতে ফিরেছে লোকাল বাসে। এটা জাতির জন্য চরম লজ্বার বিষয়। কোথায় বাংলাদেশ ফুটবল ফেডারেশান? বাংলাদেশ ফুটবল ফেডারেশানের কর্মকর্তারা কীসে চড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যায় শুনি?
লোকাল বাসে আমাদের গর্ব এই মেয়েগুলোকে ইভটিজিংয়ের পাশাপাশি অনেক খারাপ মন্তব্যও শুনতে হয়েছে। বুধবার বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে বাফুফের অব্যবস্থাপনা আর মেয়েদের হয়রানীর শিকার হওয়ার এমন করুণ চিত্র।
বাফুফে'র এই চরম অব্যবস্থাপনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ কোন আজব দেশরে ভাই!!!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বাফুফে'র এই চরম অব্যবস্থাপনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ কোন আজব দেশরে ভাই!!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫
ভ্রমরের ডানা বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা! এর প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি! যারা দেশের গর্ব তাদের নূন্যতম সন্মানটি দেওয়া উচিত!
এভাবে কি আমরা পারব খেলাধুলায় এগিয়ে যেতে ?
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬
চাঁদগাজী বলেছেন:
প্রধানমন্ত্রী এমন এক আজব দেশ তৈরি করেছে যে, আগামীতে বাচ্ছারা রাটে ঘুমাটে না চাইলে, প্রধানমন্ত্রীকে ডাকতে হবে।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ভবিষ্যত সম্পদ এই সোনার মেয়েদের আর যেন কোন অবহেলা না হয় সেই প্রত্যাশা থাকবে বাফুফে তথা দেশের কর্ণধারদের প্রতি।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে নিকৃস্টতম করাপটেড অদক্ষ লোভী ফুটবল ফেডারেশন!
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
আহা রুবন বলেছেন: সকল ব্যাপরে যদি প্রধানমন্ত্রীকেই দেখতে হয় তাহলে এই ছাগল পালনের দরকার কী! সবগুলারে কোরবানির হাটে তোলা হোক। দায়ীদের উপযুক্ত শাস্তি চাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭
মূল-উপদল বলেছেন: আমাগো দেশের ম্যানেজাররা বরাবরই ছাগলা টাইপের। এরা জানেই না হিউম্যান মটিভেশন কি জিনিস। জানে শুধু ক্যম্নে পকেট ভরবে। সব জায়গায় আমরা প্রধানমন্ত্রীকে ডাকি, কারন আমরা সেই এক নায়কতন্ত্র মানসিকতা থেকে এখনো বের হতে পারিনি।