নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

সিএনএন এর একটি খবর খেয়াল করুন

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:০১

করোনা ভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে মার্কিন সরকারের উদ্দেশ্যে চিঠি পাঠান বিশ্ব কাঁপানো মার্কিন রণতরী- ইউএসএস থিওডোর রুজভেল্ট-এর অধিনায়ক ব্রেট ক্রোজিয়ার।

দুই সপ্তাহ আগে ইউএসএস থিওডোর রুজভেল্ট রণতরীতে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। জাহাজটি বর্তমানে প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটি গুয়ামের একটি বন্দরে অবস্থান করছে।

খেয়াল করুন- রণতরীতে মোট ৮ হাজার ৮০০ জন নাবিকের মধ্যে ১২৭৩ জনের পরীক্ষায় ৯৩ জন করোনায় আক্রান্ত পাওয়া গেছে! যে কারণে এখন থিওডোর রুজভেল্ট রণতরী থেকে ৩ হাজার ৭শ নাবিককে সরিয়ে নেয়া হচ্ছে।

এবার একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করুন- ইউএসএস থিওডোর রুজভেল্ট রণতরীটি সমুদ্রে ছিল। সেখানে করোনা ভাইরাস পৌঁছালো কীভাবে? তাহলে কী মার্কিন সেনারা করোনা ভাইরাস ছড়িয়েছে বলে চীনের দাবী'র সত্যতা প্রমাণ পাচ্ছে? ডালমে কুচ কালা হ্যায়!

যদিও করোনা ভাইরাসের ব্লু প্রিন্ট মানুষের হাতে আসতে অন্তত ৫০ বছর লাগবে। কিন্তু সমুদ্রে অবস্থানরত একটি রণতরীতে করোনা ছড়ালো কীভাবে? একটু চিন্তা করুন। নিশ্চয়ই কোনো মার্কিন সেনা থেকে ওটা ছড়িয়েছে! নাকি ওটা এমনিতে নাজিল হয়েছে? যে মার্কিন সেনা থেকে ওটা ছড়ালো, সে কি চীনের উহানে মিলিটারি ওয়ার্ল্ড গেমসে গিয়েছিল?

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৩

রাফা বলেছেন: আমি কোন উপসংহারে পৌছাতে চাইনা।করোনা আক্রান্ত কিন্তু আমেরিকাতেই এখন সবচাইতে বেশি।তা'হলে কি নিজেদের ফাঁদে নিজেরাই পড়লো !! ?

২| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

কালো যাদুকর বলেছেন: এগুলোতে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা আছে। সেভাবে ছড়াতে পারে।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চীনরে দাবী করোনা ছড়িয়েছে আমেরিকা
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান অভিযোগ করেছিলেন যে
কোভিড-১৯ হয়ত মার্কিন সেনাবাহিনী উহানে নিয়ে গিয়েছিল।
“গত বছর করোনাভাইরাস ছড়ায়। উহানে মিলিটারি গেমসের আসর বসেছিল।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল ওই গেমসে অংশ নেয়। সেখানে মার্কিন
সেনার প্রতিনিধি দলও অতিথি হিসাবে এসেছিল”।

অপরদিকে করোনাভাইরাস মহামারী হিসেবে রূপ নেয়ায় যুক্তরাষ্ট্রকেই দোষী
বলছেন ইরানের বিপ্লবী গার্ডসের প্রধান হোসেন সালামি। হুশিয়ার করে তিনি
বলেন, যারা এই ভাইরাস ছড়িয়েছে, শেষ পর্যন্ত তাদের জন্যই তা হিতে বিপরীত
হতে পারে। তিনি জানান, এটা সম্ভব যে আমেরিকার জীবাণু হামলারই ফল এই
ভাইরাস। প্রথম তা চীনে ছড়ানো হয়েছে, পরে ইরানে এবং এরপরে বাদবাকি বিশ্বে।- খবর আরটি

৪| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: রহস্য অবশ্যই ভেদ হবে।

৫| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
পত্রিকা-মিডিয়া চালাকি করে একটু রহস্য ছড়িয়ে দিল আরকি।

এই জাহাজ সমুদ্রে থাকলেও বেশিরিভাগ সময় গুয়াম ঘাটি বন্দরে থাকে।
দুই সপ্তাহ পরপর ফুয়েল, লজিষ্টিক সাপ্লাই আসে ডাংগা থেকে।
আর সমুদ্রে থাকলে ওকিনাওয়া, হাওয়াই, ফিলিপিনস বন্দরে ভিডে, যাত্রী নৌসেনারা বন্দরের কাফে রেষ্টুরেন্টে যায়।
আর জাহাজে খুব দ্রত করোনা ছড়ানোর কথা, কারন একই ডাইনিং হলে সবাই কাছাকাছি, অনেকে মিলে এক বাতরুম সেয়ার করা।
এদের ভেতর একজন করোনা আনলেই তো কাহিনী শেষ।

৬| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৪

নেওয়াজ আলি বলেছেন:

৭| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

পদ্মপুকুর বলেছেন: আপনার আগের দুটি পোস্ট অনুসারে এক ধরণের অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবেই এই ভাইরাস ছড়িয়েছে। এখানেও সেটাই বলতে চাইছেন। যদিও বর্তমান সময়ে কোনোকিছুই অসম্ভব নয় এবং এরকম হয়েই থাকে। কিন্তু চীন তো সেরেই উঠলো, উল্টে করোনা ভাইরাস এখন যেভাবে আমেরিকাকে গ্রাস করছে, তাতে করে আপনার থিয়োরি কষ্টকল্পনা মনে হচ্ছে।

৮| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার যুদ্ধ জাহাজ সম্পর্কে আপনার ধারণা নেই

৯| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯

নতুন বলেছেন: এবার একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করুন- ইউএসএস থিওডোর রুজভেল্ট রণতরীটি সমুদ্রে ছিল। সেখানে করোনা ভাইরাস পৌঁছালো কীভাবে?

আরেকটু মাথা ঠান্ডা করে চিন্তা করলেই বুঝতে পারবেন যে, রণতরীতে লোক জন যাতায়েত করে, তার মাধ্যমেই ভাইরাস ছড়ায়,। পোটে` থাকলে তারা বন্দরে নামতে পারে, বারে, রেস্টুরেন্টে যেতে পারে।

১০| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৯

বক বলেছেন: দুর্গম আমাজনেও মিললো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।

১১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

পলাতক মুর্গ বলেছেন: গত কয়েক মাসে জাহাজটি কোথায় কোথায় মোতায়েন ছিল? সেসব স্থানে করোনা প্রাদুর্ভাবের কোন খবর পাওয়া গিয়েছে কি না? এই দুই প্রশ্নের উত্তর দরকার।

১২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

পলাতক মুর্গ বলেছেন: Carrier USS Theodore Roosevelt Leaves San Diego for Indo-Pacific Deployment
By: Gidget Fuentes
January 17, 2020 5:22 PM • Updated: January 19, 2020 11:09 AM

১৩| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

পলাতক মুর্গ বলেছেন: Theodore Roosevelt’s previous deployment, from October 2017 to May 2018, took the carrier to the U.S. 5th Fleet region, where its aircraft flew 1,164 combat missions to support military operations in Syria, Iraq and Afghanistan. Roosevelt and its CSG also operated in U.S. 7th Fleet, where they joined in maritime security cooperation efforts in the region.

১৪| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

শের শায়রী বলেছেন: যুদ্ধ কালীন অপারেশনাল মুডে ( যা এখন প্রায় সময়ই থাকে না) থাকা ব্যাতীত এই টাইপের জাহাজের সাথে ডাঙ্গার সংযোগ ফিজিক্যালি বিভিন্ন ভাবে থাকে। এই টাইপের কন্সপেরেসি থিওরীকে আরো বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করতে হয়।

১৫| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

পলাতক মুর্গ বলেছেন: গুয়াম দ্বীপেও করোনা ভাইরাসের এটাক হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.