নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

আঁকড়ে ধরো

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

তকতে রয়েছে কোরআন
পড়েছে উপরে ধুলি,
পবিত্র গ্রন্থের তেলাওয়াত
গিয়াছি মুসলমান ভুলি।
পড় কোরআন, দাও শিক্ষা
হও সর্বোত্তম ব্যক্তি,
শ্রেষ্ঠ নফল ইবাদত
করে হও জান্নাতি।
দুঃখ, হতাশ, পেরেশানি
ভুলতে যদি চাও,
বাদে ফজর প্রতিদিন
তেলাওয়াতকারী হও।
খোদার পক্ষে মানব জাতির
শ্রেষ্ঠ সংবিধান,
আমল করো, আঁকড়ে ধরো
হবে সফলকাম।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

মাহিরাহি বলেছেন: কোরান পাঠ করলে মন ভাল হয়।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রেযা খান বলেছেন: হ্যাঁ, মন ভালো হয়।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

আরোগ্য বলেছেন: একদম ঠিক বলেছেন। বর্তমানে কোরআন যেন মুসলমানদের কাছে শো পিস। দুঃখজনক!!

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রেযা খান বলেছেন: হামমমম। খুবই দুঃখ জনক।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

হাবিব বলেছেন: ভালো লাগলো................

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

রেযা খান বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

বলেছেন: ভালো লাগলো ভীষণ।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

রেযা খান বলেছেন: শোকরান

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

রেযা খান বলেছেন: পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.