নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

অভাগারা যেদিকে যায় সেদিকে সাগর শুকায় !!!

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৬

নাম আমার অভাগা। বসবাস করি আর এক হতভাগা বাংলাদেশে। জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত কর্মের সুযোগ নেই। সামনে ঈদ নিজের ও পরিবারের জন্য কিছুই কিনতে পারিনি । শুনলাম যাকাতের কাপড় দিচ্ছে, গিয়েছিলাম কাপড় নিতে । লাইনে দাড়িয়েছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস !!! আমার মত আরো কিছু হতভাগার দ্বারা পদদলিত হয়ে যাকাতের কাপরের পরিবর্তে নিজের জীবন হারাতে হল। হায়রে আমার বাংলাদেশ!!! যাকাতের কাপড় নিতেও জীবন হারাতে হয়। অভাগারা যেদিকে যায় সাগরও সেদিকে শুকায় । দেশ টা কত হাভাগা , যাকাতের কাপড় নিতে গিয়েও মৃত্যু হয় , অদ্ভুত বাংলাদেশে বাস করি আমরা , দুঃখ পাওয়া ছাড়া আর কিছু নেই ।
আমি ভাবতে পারছি না , কীভাবে সম্ভব এসব , এতজন মানুষ কি এমনি এমনি মারা যায় ??
এরা এক একটা রাঘব বোয়াল , দুই জনকে দান করতেও তাদের একশো ক্যামেরা লাগে , নেতা, পাতি নেতা আর চাকর চামচা লাগে একশো জন । এক এক জন পশুর চেয়ে অধম ।
দেশটা নষ্টদের অধিকারে চলে গেছে । দম বন্ধ লাগে এসব দেখে । ভেতরে ভেতরে কষ্ট পাই , ভীষণ..................।
খবর : যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ময়মনসিংহে ২৬ জনের মৃত্যু ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.