নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

অভূতপূর্ব অভিজ্ঞতা

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২

গত শুক্রবারে এক অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। বিকালে শুয়েছিলাম। হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে বাইরে আসলাম। পাশের ফ্ল্যাটের সামনে সামান্য জটলা। জানলাম, এ বাসার আংকেল আন্টি বাইরে গেছিলেন। সন্ধ্যায় ফেরার কথা ছিল। কী একটা কারণে তারাতারি ফিরে আসছেন। ফিরে এসে এখন অনেক ডাকাডাকির পরও তাদের মেয়ে দরজা খুলছে না। বাসায় ও একাই ছিল। মেয়েটা ক্লাস টেনে পড়ে।
কারেন্ট নেই, কলিংবেল বাজানো যাচ্ছে না। কিন্তু দরজায় জোরে জোরে আঘাত করা হয়েছে। ফোন দেওয়া হয়েছে, ডাইভার্ট দেখাচ্ছে।প্রথমে উনারা মনে করেছিলেন ঘুমোচ্ছে বোধহয়। কিন্তু আধঘন্টা ডাকাডাকির পরও যখন দরজা খুলছে না, সবাই অন্যকিছু সন্দেহ করলো। আন্টি রেগেমেগে বলতেছেন, মরে গেছে বোধহয়, মরবে, জানিয়ে শুনিয়ে মরবে না? ঝামেলায় ফেলে মরলো কেন?
পাশের বাসার দুয়েকজন মহিলা শুনলাম, কু ইংগিত করে কানাঘুষা করছে। নিশ্চয়ই ভেতরে " অন্য কেউ" আছে, এজন্য খুলতেছে না।
অতি উৎসাহী দুয়েকজন আবার আত্মহত্যার সম্ভাবনাও খুঁজছিলেন। কিন্তু আংকেল(মেয়ের বাবা) কিছুই বলছিলেন না, শুধু ঘামছিলেন। কাঁদো কাঁদো চেহারা নিয়ে চুপ করে দূরে দাঁড়িয়েছিলেন।হয়ত অজানা কোন আশঙ্কা!
এক ঘণ্টা কেটে গেলো। এবার দরজা ভাংগার ডিসিশন হলো। কিন্তু দরজা ভাংগাটা খুব সহজ কাজ না। অনেক প্রস্তুতি আর উপায় উপকরণের প্রয়োজন। ভাবলাম, কিছু একটা করা দরকার। বললাম, দরজা ভাংগার দরকার নেই আপাতত। পাশের নারকেল গাছ দিয়ে কাউকে উঠানো যায় কী না, দেখি।ফোন করে মোড়ের দোকানের এক পরিচিত ছেলেকে নিয়ে এলাম। বাসার লাগোয়া নারকেল গাছে উঠলো সে। নাহ, জানালা নাগাল পাওয়া যাচ্ছে না।
এর মধ্যে অনেকে অনেক কানাঘুষা করছে। কেউ চরিত্র নিয়ে, কেউ অসুস্থতার কথা বলছে, কেউ আবার জিন ভূতের প্রসংগও আনছেন। যাই হোক, এবার নিচ থেকে একজন ছেলেটির হাতে একটা লম্বা লোহার পাইপ দিলো। এটা দিয়ে ধাক্কা দিতেই জানালার থাই গ্লাস খুলে গেলো। হাঁপাতে হাঁপাতে ছেলেটি নিচে নেমে এলো। হাসি হাসি মুখে ছেলেটি যা বললো, শুনে উপস্থিত সবাই থান্ডা হলেন।
মুল ব্যাপার: মেয়েটি কানে হেডফোন দিয়ে উচ্চস্বরে গান শুনছিলো আর অংক করছিলো। কেউ ফোন করলে গান শুণায় ডিস্টার্ব হবে ভেবে ফোন ডাইভার্ট করে রাখছিলো।




(সংগৃহীত: কাউসার আলম)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.