নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের ইলিশ

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

জনৈক ক্রেতা ইলিশ মাছ কিনতে বাজারে গেছেন। পহেলা বৈশাখের দিন তার ছেলের ইলিশ মাছ খাওয়া চাই ই চাই। প্রতিবার অবশ্য আগে আগেই কিনা হয়। কিন্তু, এবার দেরী হয়ে গেলো। ইলিশ মাছের সামনে যেয়ে দাঁড়ালেন তিনি।
- ভাই! জোড়া কতো?
-৩৫০০ টাকা জোড়া!
- খাইছে! এগুলা কি ইলিশ না খলিশা?
-এতো কিছু জানিনা! নিলে নেন! না নিলে যান। আর ও ক্রেতা আছে। এতো টাইম নাইক্কা
ক্রেতা মাছের ফিগারের দিকে তাকান। একটা মাছের দাম যদি ১৭০০ টাকা হয়, তাহলে একটা মাছ কয় পিস করা যাবে!
সাইজ দেখে বুঝলেন, বেশী হলে ১০ পিস হবে। তারমানে এক পিসের দাম পরবে ১৭০ টাকা!!!!
যা দিয়ে অন্তত আধা কেজি গরুর গোশত তো খাওয়াই যাবে।
কিন্তু কিছু করার নেই। ক্রেতার এতো সামর্থ্য নেই ইলিশ কেনার মতো। পিছনে দেখলেন এক শুটকি বিক্রেতা বসে আছে। গেলেন তার কাছে।ইলিশ শুটকির দাম জিজ্ঞেস করলেন। মাছের ধারে কাছে ও না দাম। তাও তার মন খারাপ। শুঁটকি বিক্রেতা চাচাকে বললেন
- চাচা! ভাছিলাম ইলিশ মাছ কিনবো! কিন্তু এতো দাম!
- কি পহেলা বৈশাখে গরম ভাতে পানি ঢেলে পান্তা করে সেটা দিয়ে খাওয়ার জন্য?
ক্রেতা আমতা আমতা করছে।
- ঐ একদিন ইলিশ মাছ না খেলে কি গুনাহ হবে?! শুনেন মিয়া এসব হোল অমুসলিমদের কালচার! এসব ইসলামে নাই। একদিন পান্তা ইলিশ খেয়ে সারা মাস কি পরিবারকে না খাওয়াইয়া রাখবেন?
- জি মানে, মানে
-মানে মানে বাদ দেন। এগুলা ইলিশ না। সব খলিশা মাছ। বাঙ্গালির পাগলামির সুযোগ নিয়ে মাছ ব্যবসায়ীরা লালে লাল। আপনি তার শিকার কেন হবেন ভাই?
-তাও!
-আরে ভাই রাখেন তাই তাই! সারা বছর হিন্দি গান বাজিয়ে, রাস্তা ঘাটে নাচ গান করে কে এফ সি পিজ্জা হাটে উদর পুরে যারা ইংলিশ দের বেশ ধরে বেড়ায়, সে জাতি একদিনের জন্য বাঙালি না হলে আর তেমন কিছু যায় আসবে না। ঐ যারা বড় বড় দোকানে সারাদিন কি সব খায়, তারা ই একদিনের জন্য পান্তা ইলিশ খেয়ে টেস্ট মনে রাখার একটা চেষ্টা করে আর কি!
এটা আপনার আমার মতো মানুষের জন্য না।
ক্রেতা একটু থতমত খেয়ে গেলেন। অশিক্ষিত শুঁটকি বিক্রেতা তার চোখ খুলে দিলো এভাবে!
ইলিশ শুঁটকি কিনে তিনি সন্তুষ্ট মনে বাড়ি চললেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: এবার পুটি মাছ দিয়ে পান্তা খাবো।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

হাফিজ বিন শামসী বলেছেন: -"এতো কিছু জানিনা! নিলে নেন! না নিলে যান। আর ও ক্রেতা আছে। এতো টাইম নাইক্কা।"

আবে রেজাউল সাব, দোকানী কি ঢাহাইয়া কুট্টি ছিল নাকি?.

মজা করলাম ভাই। :)

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

rezaul827 বলেছেন: হুম ......।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নববর্ষে পান্তা ইলিশঃ বাঙ্গালীর আত্মঘাতি সংস্কৃতি

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হায়রে বাঙালি, আফসোস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.