নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।
এক বন্ধুকে উপহার দেবো বলে একটা বই কিনেছিলাম
তার সঙ্গে দেখা হয়নি অনেকদিন
সে বই দেওয়াও হয়নি আর।
আমার বইয়ের এলোমেলো ভারে কোথায় যে লুকিয়েছে সে বই।
কী বলব, আমি এরকমই
নারীর সঙ্গেও এরকম ঘটেছে আমার
ভাললাগার কথা বিবাহের কথা
বলব বলব করেও বলা হয়নি
তারপর যখন হারিয়েছি তাকে
বেদনায় যন্ত্রনায় পরিপুত হয়ে গেছি
আমি এরকমই।
উদ্যোগের অভাবে অনেক কিছুই করা হয়নি, যেমন: আকাশ থেকে আকাশ দিয়ে আমি তারা পেরে আনতে পারতাম। বাতাসের মধ্য দিয়ে সাগরে ফের মাছ ধরতে পারতাম। দশ লক্ষ মাইল দুরে বল ছুরে দিয়ে আবার ফিরিয়ে আনতে পাতাম। পারতাম এমন রাত্রি তৈরি করতে, যার ভোর হবে না কখনো। নামাতে পারতাম এমন বৃষ্টি, যা দিয়ে মলিন শাড়ী বানান যায়।
আজ মনে হয়,
আমি নারীর চেয়ে নারীকে না পাওয়াকেই বেশি ভালবেসেছিলাম।
প্রাপ্তির চেয়ে আমি হারানোকে ভালবেসিছিলাম বেশি।
বাস্তবের চেয়ে স্বপ্ন কল্পনাকে
তাই অন্যেদের সঙ্গে মেলে না আমার
তাই আমি কারো মতন হতে পালাম না।
এমনকি নিজের মতন হওয়ার জন্যেও আমার কোন চেষ্টা নেই।
হয়তো আমি একটা নদীর মতন
সে কেবল ভেসে যায় ...............
হয়তো পাখির মতন
সে কেবল শূন্যে ডানা মেলে দ্যায় ................
হয়তো ফুলের মতন
সে কেবল ফুটে উঠতে জানে ..........
কেবল ফুটে উঠা
অজানা অনিশ্চিত ভবিষ্যতের পক্ষে .........
২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামলাতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তারা রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !
খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর
এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।
শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
বিজন রয় বলেছেন: সে কেবল শূন্যে ডানা মেলে দ্যায় ................
+++