নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।
সকালে (০৪/০২/২০১৭ ইং) ঘুম থেকে না উঠতেই এফবি ইনবক্সে কড়া নাড়া দিলেন Sanjim Dhrubo ভাই । গোপালগঞ্জের আকাশ মাত্র ৫ হাজার টাকার জন্য মায়ের অপারেশন করতে পারছেন না । বিষয়টি নিয়ে আমি আমার ওয়ালে আজ সকালে পোস্ট দেই । সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডলিস্টের প্রবাসী Bahar Bahar ভাই যাবতীয় খরচ বহন করার আগ্রহ প্রকাশ করে। আমি আমার বন্ধু ইঞ্জিনিয়ার Faisal Sohan ও আমার টিমের কিছু স্বেচ্ছাসেবক সহ সেই উত্তরা থেকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে দ্রুত ছুটে গেলাম । সকালে জনৈক আকাশ সাথে ফোনে কথা বললাম ও ঠিকানা নিলাম । হাসপাতালে গিয়ে ঐ নাম ঠিকানা অনুযায়ী তন্ন তন্ন করে খুজেছি কোথাও পাইনি এমন কি সেই সময় জনৈক আকাশ ফোনও রিসিভ করতেছিল না ।
ঐদিক থেকে ফাহমিদ ভাই তার বন্ধু মহল এবং ওনার সহধার্মিনীসহ হাসপাতালে হাজির হয়েছিল । তারপর শুনুন ফাহমিদ ভাইয়ের বক্তব্য :
আজকে সকালে আমি ফোন করি (আকাশ ) কে বলি তুমি কোথায় আছো, সে বলে টি.এস.সি, পরে আমি বললাম তুমি সরাসরি আমার বাসায় আস । আমি তোমাকে নিয়ে নাস্তা করব এবং তোমার মা এর কাছে যাব। পরে যখন আবার ফোন করি বলে আমি গ্রীন রোড । আমি নাে বললাম তোমাকে আমার বাসায় চলে আসতে। সে বলে, ভাই একটা যাত্রী রামপুরা যাবে, উনাকে দিয়ে আসতেছি। কিছুক্ষণ পর আবার ফোন দিলাম, আমাকে বলে সে মালিবাগ আছে, তার রিকশার চাকা পামছার হয়ে গেছে। আমি সাথে সাথে বলি তুমি ঐখানে থাক। আমি আসতেছি এই বলেই আমি ১৫ মিন এর মধ্যে চলে যাই। পরে আবার কল করি। ও আমার সাথে মিথ্যা বলতে বলতে, ৫মিন/১০ মিনিট এরকম করে ৩০ মিন পার করে দিল ও পরে ফোন ধরে না, তখন আমার মাথায় আসে তার মোবাইল নাম্বার ভিডিওতে আছে, মানুষ বিকাশ এ টাকা দিচ্ছে । তখন আমি কৌশলের আশ্রয় নেই, আমার স্ত্রীকে বলি তুমি ফোন কর আর বল যে তুমি টাকা বিকাশে পাঠাবা । ঠিকানা দিতে বল । আমার ফোন ধরে না কিন্ত আমার অর্ধাঙ্গিনী যখন কল দিল ফোন ধরল এবং তাকে বলল আমি কিছু টাকা দিব তুমি কোথায় আছো বল? আকাশ বিকাশ নাম্বার দেয়। কিন্ত হসপিটাল এর এইখানে থাকতে বললে সে না করে এবং নাম্বার ব্লক করে দেয়, আমি এইখানেই খান্ত হই নাই, আমি মিটফোর্ড এ যাই এবং এড্রেস অনুযায়ী সব জায়গায় খুজি নাম অনুসারে। আমাকে নাম বলেছিল আলেয়া বেগম, কিন্ত কোথাও পাই নাই ।
আমি তখন মিশনে নামি, কিভাবে ফাঁদ পেতে ধরা যায়, আমার অর্ধাঙ্গিনী কে দিয়ে আবার ফোন করাই আরেক নাম্বার থেকে। আকাশকে কল দিয়ে বলা হয় যে তার মায়ের জন্য ২০,০০০ হাজার টাকা দিবে । ল্যাবএইড হসপিটাল এর কাছে এসে ফোন দিতে, আকাশ বলে বিকাশ এ দিতে । কিন্ত আমার অধর্াঙ্গি বলে যে বিকাশ করার মত কেও নাই । তুমি আসো আমি দাড়োয়ান কে দিয়ে পাঠাচ্ছি,পরে আমি রওনা হই আর বড় ভাই এর সাথে কথা বলে সিদ্ধান্ত নেই পুলিশ এ দেবার জন্য কিন্তু আদও কি ধরতে পারব এই ভদ্রমুখি বাটপার কে?? তাই সরাসরি ধানমণ্ডি থানায় যাই আমার বন্ধু মান্না এর সহায়তায়, কর্তব্যরত যিনি ছিলেন তাকে সব বলি। পরে উনি টহল পুলিশ এর নাম্বার দেন। আমি কথা বলি আর মান্নার সহায়তায় আমি ধরতে যাই। তারপর তাকে ধরে ফেলি ।
পরবর্তী ঘটনা সব থানায়, আমি ২ টা থেকে ৭.৪৫ মিনিট পর্যন্ত ছিলাম সব কিছু অবজারভ করি, আমি চেয়েছিলাম তাকে পুলিশ ছেড়ে দিক । কিন্ত পরে বুঝতে পারলাম, যদি সে আবার কোন প্রতারনা করে তাহলে আমি মিথ্যে ঝামেলায় জড়িয়ে যাব । কারণ আমার নাম ঠিকানা সব এন্ট্রি, ঘটনা এইখানেই শেষ না ভাই। লাস্ট পর্যায়ে বের হয়ে আসল আসল সব ঘটনা সে মামলা খাটা আসামি,ওসি সাহেব এইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন তবে আমি বলে আসছি যদি সে নিজের ভুল স্বীকার করে অার তার আত্মীয় এসে নিয়ে যায় । তাহলে যেন লিখিত রাখে, যদি পরবর্তীতে এইরকম করে তাহলে তার জন্য ৫বছর সাজা হবে এরকম ভয় ভীতি দেখাতে।
পুলিশ তার পকেট থেকে মোটামুটি ভাল অংকের বিকাশ থেকে টাকা তোলার প্রমাণ পেয়েছে, পরে ঐটাও অস্বীকার করেছে যাই হউক টাকা গুলো নাকি তার মা কে দিয়েছে। পরে ওসি সাহেব নিজে ফোন করেছেন এবং প্রমান পাওয়া গেছে টাকাগুলো তার মাকে দিয়েছে ।
আমার জীবনে ঘটে যাওয়া একটা অনেক বড় একটা ঘটনা,
সবাই শেয়ার করবেন যেন এরকম আর কারও সাথে না হয় আর ঐ ভিডিও টার আবেগে নতুন করে কেউ যেন তাকে টাকা না দেয় ।
আমি সারাটা দিন দৌড়ের উপর ছিলাম, অনেক কষ্ট করছি।
অর একটা কথা সত্য ছিল, তারা গরীব আর অভাব অনটনের সংসার । অভাবে স্বভাব নস্ট ।
আপনারাও ক্ষমা করে দিয়েন শয়তানের পাল্লায় পরলে মানুষ কত কিছুই যে করে আর উহার শাস্তি ও হয়।
ধন্যবাদ এইটা শেয়ার করেন, সবাইকে করতে বলবেন ।
বি:দ্র: ফাহমিদ ভাইয়ের বক্তব্য সংশোধিত ও সংক্ষিপ্ত।
আমাদের ফেসবুক গ্রুপ Desperately Helping Team (DHT) যোগদান করতে চাইলে এই লিংক অনুসরণ করুন
ফেসবুকে আমার প্রোফাইল লিংক-
©somewhere in net ltd.