নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

মা কখনও তার সন্তান‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ ক‌রেন ন!! শুধু নিরবে নিভৃতে চোখের পানি ফেলে যায়। আর যে পা‌নি আল্লাহর আরশ‌কে কা‌পি‌য়ে দেয় !!!

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৪


আলহামদুলিল্লাহ সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছিলেন Rezwana Aziz আপু । তার নেতৃত্বে ফেসবুক গ্রুপ Desperately Helping Team (DHT) এর টীমের সদস্য ও এডমিনরা বিগত ৫ ফেব্রুয়ারী-২০১৭ ইং তারিখে বিকাল ৫ টায় জনৈক বৃদ্ধা ফয়জুন্নেছাকে বৃদ্ধাশ্রমে হস্তান্তর করেন। উল্রেখ্য যে বিগত ০৪ /০২/২০১৭ ইং তারিখে Israt Jahan Ohona নামে একজন আপু ফেসবুকের একটি গ্রুপে জনৈকা অসহায় বৃদ্ধা মহিলার জন্য সহযোগিতা চেয়ে পোস্ট দেন। বিষয়টি Desperately Helping Team (DHT) গ্রুপের এডমিনদের নজরে আসলে বিগত ৫ ফেব্রুয়ারী-২০১৭ ইং তারিখে রেজুওয়ানা আজিজ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকগণ ও পোস্টদাতাকে সঙ্গে নিয়ে উক্ত অসহায় বৃদ্ধা মহিলাকে পরিত্যাক্ত অবস্থা থেকে উদ্ধার করে উত্তরার একটি বৃদ্ধাশ্রমে হস্তান্তর করা হয়।

এখানে আরো উল্লেখ্য যে, বৃদ্ধা মহিলাটি তিন দিন ধরে মুগদার বিভিন্ন জায়গায় থেকেছেন। অসহায় বৃদ্ধা ”মা”-কে কেউ ফেলে রেখে গিয়েছিলেন। এরপর একজন বাড়িওয়ালা তাকে আশ্রয় দেন। পরে বাড়ীআলার ঘর ভাড়া হয়ে গেলে তাকে তাড়িয়ে দেন।

"‌তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ' শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিওনা। তাদের সাথে শিষ্টাচারপূর্ণভাবে কথা বলো" (সূরা বনি ইসরাইল ২৩ )

এরপর আমরা আবার গত ০৪ মার্চ উক্ত “মা”সহ অন্যান্য “মা”-দেরকে বৃদ্ধাশ্রমে দেখতে গেলে তার কান্নার দৃশ্যটি আমার ক্যামেরায় ধরা পড়ে। যে দৃশ্যটি দেখলে আপনিও কাদবেন।



উপরোক্ত লিংক কাজ না করলে নিচের লিংকে ক্লিক করুন।
ইউটিউবের লিংক

ফেসবুকে আমি

আমাদের ডিএইচটি গ্রুপের লিংক
আমাদের ডিএইচটি টীমের এডমিন ও স্বেচ্ছাসেবকগণ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার এই কাজটিকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ যাযা দান করবেন। পৃথিবীর সবকয়টা মা যেন সন্তানদের থেকে বিচ্ছিন্ন না হয়।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭

rezaul827 বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.