নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মানুষ‌টি আপনার কা‌ছে কি চায় জা‌নেন ?

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

প্র‌ত্যেক‌টি ব্যা‌ক্তিই তার প্রিয় মানুষটির কাছ থেকে সবসময় পজেটিভ কথা শুন‌তে পছন্দ ক‌রে

যে মেয়েটি তার স্বামীর জন্য এতো কষ্ট করে সাজগোজ করে, স্বামীর ভাল না লাগলেও সে একটিবার শুনতে চায়, "ওয়াও!! আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে।" (ছে‌লে‌দের ক্ষে‌ত্রে তার স্ত্রীর মু‌খে ওয়াও শুন‌তে ভাল লা‌গে)

যে মেয়েটা শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, সেও শুনতে চায় "আই লাভ স্লিম গার্ল... তুমি কখনো আর ওজন বাড়িয়ো না।"

যে মেয়েটি/‌ছে‌লে‌টি নিজেও জানে তাকে দেখতে সুন্দর লাগছে না, কিন্তু এরপরেও সে আশা করে তার প্রিয় মানুষটি প্রতিদিন একবার করে বলুক, "অন্যদের কাছে তুমি যেমনি হও, আমার কাছে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী/সুদর্শন।"

যে ছেলেটি অনেক বেশি মোটা, সেও চায় তার কাছের মানুষটি তাকে বলুক, "তোমার মত নাদুস নুদুস পটকা মাছই আমার ভাল লাগে।" সে খাটো হলেও সে শুনতে চায়, "ওয়াও, আমার সাথে তোমার একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে... বেশি লম্বা ছেলে আমার পছন্দ না।"

ছোট চাকুরী বা উজ্জ্বল ক্যারিয়ার না থাকলেও সে শুনতে চায় মেয়েটি বলুক, "তোমার সাথে আমি এভাবেই সুখী আছি।"

‌ফেসবু‌কে ছে‌লে‌টির/‌মে‌য়ে‌টির স্টাটাসগু‌লো মানসম্মত নয়, লাইক দেয়ার মত না হ‌লেও তারপরও স্ট্যাটাসদাতা তার প্রিয় মানুষ‌টির লাইক অথবা সুন্দর ক‌মেন্ট আশা ক‌রে ।

আসলে, প্রিয় মানুষটির প্রশংসা করা তাকে ভালবাসারই একটা অংশ... অনু‌প্রেরণা জোগায় আর সবাই এই ভালোবাসাটাই অনুভব করতে চায়...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

হৃদি রুবি বলেছেন: আমি তার জীবনের সময় থেকে একটুখানি সময় চাই।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:২৮

rezaul827 বলেছেন: পেয়ে যাবেন

২| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেকে সন্তুষ্ট হয়, তবে সবাই মিথ্যে প্রশংসা পছন্দ করে না, সে প্রশংসা শুনতে যতই ভাল লাগুক।
তবে এ্যাপ্রিশিয়েটিভ কিছু কথা বলতে চাইলে, অভিব্যক্তির ধরণ দেখেই তা বোঝা যায় এবং তখন সেটা স্পষ্ট বক্তব্য না হলেও উদ্দিষ্ট ব্যক্তিকে যথেষ্ট খুশী করে।

৩| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, বাবার হোটেলে আছেন এখনো?

২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৩

rezaul827 বলেছেন: না, আমার পিতা জীবিত নেই । জব করি ।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

বিষাদ সময় বলেছেন: উপরের খায়রুল আহসান ভাইয়ের মন্তব্যটিই মনে হয় যথার্থ। তবে কখনও কখনও প্রিয়জনের প্রশংসা পাওয়ার জন্য মন এতটাই উন্মুখ থাকে যে মিথ্যে করে প্রশংসা করলেও মনটা ভাল হয়ে যায়, যদি বোঝা যায় যে, আমাকে ভালবেসে আমাকে খুশি করার জন্যই সে মিথ্যেটা বলেছে। ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: পোষ্টটি সুন্দর, লেখাটি সত্যিই বেশ হয়েছে।

৬| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যে মেয়েটা শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, সেও শুনতে চায় "আই লাভ স্লিম গার্ল... তুমি কখনো আর ওজন বাড়িয়ো না।"



আহ! মিছে কথায় কত মধু!

৭| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

ওমেরা বলেছেন: মিথ্যা প্রসংশা শুনতে ও ভাল লাগে আর মিথ্যে প্রসংশা করতে ও ভাল লাগে না আর এটা বেশী ক্ষন করাও যায় না । বিয়ের পর ছেলে বা মেয়ের রূপ যতই থাকুক গুন যদি না থাকে প্রসংশা আসবে না , আর রূপ না থাকলে ও অন্যান্য গুন যদি থাকে সে অবশ্যই প্রশংসা পাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.