নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

।। শাহপরীর দ্বীপ।। Shah Porir Dwip ।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

তোমার সৃস্টি যদি হয় এত সুন্দর, না-জানি তাহলে তুমি কত সুন্দর !!
বাংলার মা যে এত সুন্দর !!! #শাহপরীর দ্বীপ ভ্রমন না করলে মায়ের সৌন্দর্য্য উপভোগ করা অপূর্ণ থেকে যাবে।
{বি:দ্র: ছবিগুলোতে কোন প্রকার ইফেক্ট ব্যবহার করা হয়নি }



টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ, এবং টেকনাফ উপজেলার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। শাহ পরীর দ্বীপের বাম পাশে নাফ নদী। নদীর ঐ পারে বার্মা বা মায়ানমার সীমান্ত।



নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার ‘শাহ’ আর তাঁর স্ত্রী পরীবানুর ‘পরী’ মিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের[৪], কারো মতে ‘শাহ ফরিদ’ আউলিয়ার নামে দ্বীপের নাম করণ হয়েছে। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি সা’বারিদ খাঁ’র ‘হানিফা ও কয়রাপরী’ কাব্য গ্রন্থের অন্যতম চরিত্র ‘শাহপরী’। রোখাম রাজ্যের রাণী কয়রাপরীর মেয়ে শাহপরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকে বলেন। (Ref: From Wiki.)



কীভাবে_যাবেন ঃঃ
ঢাকা থেকে সরাসরি টেকনাফ যায় হানিফ, শ্যামলী, সেন্টমার্টিন সার্ভিস সহ আরো কিছু বাস। ( সেন্টমার্টিন সার্ভিস বাস (০১৭১১৩২১১৪৩, ০১৮২৩০০৪৪৮৮) হিনো এসি বাস। ভাড়া ১১৫০ টাকা, নন এসি-৭০০ ১০০০/-, ঢাকা থেকে যেকোনো বাসে কক্সবাজার এসে সেখান থেকেও সহজেই আসা যায় টেকনাফ। কক্সবাজার শহর থেকে লোকাল মাইক্রোবাসসহ বেশকিছু বাস যায় টেকনাফ। ভাড়া ১২০-২৫০ টাকা। কক্সবাজার থেকে টেকনাফের বাস ছাড়ে আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে আর মাইক্রোবাসগুলো ছাড়ে শহরের কলাতলী এবং টেকনাফ বাইপাস মোড় থেকে।



কোথায়_থাকবেনঃ
টেকনাফে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল নে টং ( ফোন :০৩৪২৬-৭৫১০৪, এসি দ্বৈত কক্ষ ১৯০০ টাকা, এসি স্যুইট ৩১০০ টাকা এবং সাধারণ দ্বৈত কক্ষ ১৩০০ টাকা)। পর্যটনের এ মোটেলটি টেকনাফ শহরের বাইরে। টেকনাফ শহরেও কিছু সাধারণ মানের হোটেল আছে। এসব হোটেলে ৩০০-১৫০০ টাকায় কক্ষ পাওয়া যাবে।







শাহ-পরীর দ্বীপে েএকটি বাচ্চার সঙ্গে আমি




ফেসবুকে আমি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

ওমেরা বলেছেন: আসলেই সুন্দর তবে মানুষের ছবি গুলো ছাড়া।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

rezaul827 বলেছেন: এডিট করে দিলাম। মানুষের ছবি বাদ দিলাম

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

সামিয়া বলেছেন: অসাধারণ

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: দারুণ

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: বেশ ভালো।

মনে অলো আমিই যেন ঘুরে এলাম।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: সচিত্র তথ্যপ্রবাহ। খুব ভাল লাগল। ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬

rezaul827 বলেছেন: Saint Martin Island in Bangladesh. https://youtu.be/sWw7f7oTbiI

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.