নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাশকতা নয় কলম (লিখালিখি) দিয়ে প্রতিবাদ করতে চাই। মানবতার পাশে থাকতে চাই।

rezaul827

নাশকতা নয় কলম দিয়ে প্রতিবাদ করতে চাই। মানবতার পাশে থাকতে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট, জাতীয় নির্বাচন, প্রসঙ্গ : মনোনয়ন ফরম নিলেন মাশরাফি, সাকিব নির্বাচনে যাচ্ছে না

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

২ পীরের মুরিদদের মধ্যে পল্টনে ব্যাপক সংঘর্ষ চলিতেছে। সুরা ফাতেহার শেষ আয়াতে উচ্চারিত একটি শব্দ “দোয়াললিন” না ”জোয়াললিন” হবে।
.
জনৈক একজন সাধারণ ব্যাক্তি দৌড় দিয়ে একটি গলিতে ঢুকে পড়লেন।
.
এইবার “দোয়াললিন”-এর সশস্ত্র কর্মী সেই ব্যাক্তির বাম হাত ধরলেন আর বলতেছেন বল- তুই দোয়ালনি না জোয়ালিনের সমর্থক ?
.
ইতিমধ্যে জোয়াললিন-এর আরএকজন কর্মী হাতে রামদা নিয়ে জনৈক সেই সাধারণ ব্যাক্তির ডান ধরলেন আর বলতেছেন দ্রুত বল- তুই জোয়ালিনের না দোয়ালিনের সমর্থক?
.
জনৈক ব্যাক্তির উত্তর : ভাই আমি দীর্ঘ ১০ বছর যাবত নামাজ-ই পড়িনা
এবার জাতীয় নির্বাচন প্রসঙ্গ---
.
ভাই- মাশরাফি নির্বাচনে গেছে,
সাকিব নির্বাচনে যাবে না। এইটা ঠিক হলো না .. ঐটা ঠিক হলনা ইত্যাদি ইত্যাদি।
.
ভাই আমি-ত ক্রিকেট খেলাই দেখিনা। তারা নির্বাচনে গেলে আমার কি? আর না গেলে আমার কি? এইসব নিয়ে চিন্তা করার পর্যাপ্ত সময় আমার হাতে নেই। যতটুকু ফ্রি সময় পাই-- যথাযথ কাজে লাগানোর চেস্টা করি।
.
কেন ভাই আপনি কি চান না দেশের ভাবমূর্তি উন্নতি হোক? বিশ্বের দরবারে আমাদের মাথা উন্নত হোক? ক্রিকেট খেলার মাধ্যমে আজ সকলেই আমাদের দেশকে চিনতে পারে। আপনি এখনো গেয়ো থেকে গেলেন।
.
কেন ভাই ? শুধু যে খেলার মাধ্যমেই দেশকে মানুষ চিনতে পারবে তা কে বলেছে তোমাকে? ক্রিকেট খেলা দেখতে যে পরিমাণ সময় নস্ট হয়, সেই পরিমাণ সময় তুমি কোন বিষয়ে গবেষণা, বা তুমি যে বিষয়ে আগ্রহী সে সম্পর্কিত টিউটোরিয়াল ইউটিউবে দেখতে পারো অথবা জ্ঞান/বিজ্ঞান বা অন্য কোন ভাষাগত দক্ষতা অর্জনে সময়টাকে কাজে লাগাতে পারো।
ঈসরাইল সহ আরো বেশ কিছু উন্নত রাষ্ট্র আছে যারা খেলাধুলাকে খুব একটা গুরত্ব দেয়না, তাদেরকে কি বর্হিবিশ্ব চিনতে পারেনা ? বরং সেই দেশগুলো আমাদের দেশের চেয়ে অনেক ভালো করছে।
.
আসলে খেলাধুলা দেখার নামে কৌশলে আমাদের তরুণ প্রজন্মকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে। যেসময়গুলো তারা খেলা দেখে নস্ট করছে সেই সময়গুলো গবেষণার কাজে লাগালে NASA নাসা আজ আমাদের দখলে থাকতো, সোফিয়াকে কোটি টাকা দিয়ে ভাড়া করে আনা লাগতো না। রাডার ফাকি দেওয়া যুদ্ধ বিমান, সফটওয়ার নিয়ন্ত্রিত রোবট সৈন্য, বোমা আজ এই দেশে তৈরী হত। শুভ বুদ্ধির উদয় হোক।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

নতুন বলেছেন: মাশরাফি, সাকিব, মৌসুমী এরা এমপি হলে অন্তত শামীম ওসমানের মতন কথা বলবেনা।

এরা সন্ত্রাসীর সাথে জড়াবেনা।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি চাই আমার নিজের এলাকার এম পি আমার প্রিয় মাশরাফি ভাই হোক। কারন যে লোক জীবনের এতো কিছু দেশকে দিলো। তাকে আমরা চাইতেই পারি। আগামীতে ক্রিকেট বোর্ড এর চেয়ারম্যান হিসেবেও।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সনেট কবি বলেছেন: ম্যাশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কোন দায়িত্ব পেলে ভাল হবে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

আরমান শুভ বলেছেন: বেকুব বাংগালী বীরশ্রেষ্ঠর মাহাত্ম্য বুঝেনা চিনেনা তাই তারা দুইটাকার প্লেয়ার দের বানায় বীরশ্রেষ্ঠ মহাপুরুষ যারা বছরে কয়েকবার হাটেমাঠে বিকানোর জন্য চাতকপাখির মতো বইসা থাকে।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: রাস্তায় ঢাকনা বিহীন ম্যানহলের ভিতরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে কয়েকজন আপনাকে ঘিরে একই ভাবে ম্যানহলের ভিতরে তাকিয়ে আছে। একটু পরে আপনি সেখান থেকে চলে যাবার পর সেখানে ছোট খাট একটা জটলা তৈরি হবে। একজন তাকিয়ে থাকবে অন্যজন তাকিয়ে আছে বলে, কেউ জানে না তারা কেন ম্যানহলের ভিতরে তাকিয়ে আছে।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্দ বলেন নি...

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

ইয়োডা বলেছেন: শেষ কথাগুলো ভালো বলেছেন । শিরোনাম দেখে মনে হচ্ছিলো কোনো সাংবাদিকের রিপোর্ট পড়তে যাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.