নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাশকতা নয় কলম (লিখালিখি) দিয়ে প্রতিবাদ করতে চাই। মানবতার পাশে থাকতে চাই।

rezaul827

নাশকতা নয় কলম দিয়ে প্রতিবাদ করতে চাই। মানবতার পাশে থাকতে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস হতে আমরা যা শিখলাম

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

১. বিশ্বের মোড়ল দেশগুলো তাদের শ্রেষ্ঠত্ব কিছুটা হলেও হারিয়েছে
২. চীন কোন মিসাইল খরচ না করেও যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে গেলো
৩. ইউরোপীয়রা আসলে অতোটা সচেতন নয় যতোটা মনে করা হয়!
৪. ধনীর চেয়ে গরিবের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি!
৫. এই গ্রহে, মানুষ-ই প্রকৃত ভাইরাস যা দ্রুত ছড়িয়ে দিচ্ছে, এটম বোমা নয়।
৬. একজন দামী খেলোয়ারের চেয়ে একজন স্বাস্থ্য কর্মী বেশি দরকারী!
৭. ব্যবহার না হলে, তেলের তেমন কোন মুল্য নেই!
৮. চিড়িয়াখানায় পশু পাখির অনুভূতি কেমন হয়? সারাবিশ্বের যেসব সংখ্যালঘু সম্প্রদায়কে অবরোধ/কার্ফু বা লকডাউন করে রাখা হয়েছে তাদের অনুভূতি কেমন হয়?
৯. প্রকৃতি চাইলে খুব দ্রুত নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে পারে, মানুষের সাহায্য ছাড়াই!
১০. ছোট-বড় সবাই জাংক (ফাস্ট ফুড) খাবার ছাড়া বাঁচতে পারে!
১১. ম্যানি ইজ সেকেন্ড গড (নাউযুবিল্লাহ) বলা হলেও অনেক টাকা থাকা সত্ত্বেও আজ কেউ করোনাকে আটকাতে পারছে না।
১২. ছোট ছোট দোষীদের হয়তো জেলে রাখার দরকার নাই!
১৩. স্বাস্থ্য সচেতন বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচা কঠিন কাজ নয়!
১৪. রান্নাঘর শুধু মেয়েদের জন্যে না!
১৫. পৃথিবীতে এখনও বহু ভালো মানুষ আছেন!
১৬. শুধুমাত্র প্রেম-পিরিতি দিয়ে পৃথিবী চলে না!
১৭. ধর্মান্ধতা ধর্মেরই পরিপন্থী!
১৮. বিদেশে ব্যাংকে প্রচুর টাকা থাকলেও, বিপদে কাজে আসে না !ফ্লাইট বন্ধ থাকার কারণে, টাকার কাছে পৌঁছানো যায় না!
১৯. বেঁচে থাকার জন্য আসলে তেমন বেশি কিছু দরকার নাই!
২০. দোকানে আড্ডা না দিয়েও সময় কাটানো যায়!
২১. নিজের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ!
২২. আমাদের বেশিরভাগ পরিশ্রম বিনা কারণে!
২৩. মানুষের সামর্থ খুবই সীমিত
২৪. প্রকৃতির সামনে মানুষ কিছুই নয়, প্রকৃতি মানুষকে আশ্রয় দিয়েছে মাত্র!
২৫. মরণঘাতী রোগ হলে অনেক সম্পদ আর ক্ষমতা কোন কাজে আসে না!
২৬. কিছু মানুষ কখনও ভালো হবে না!
২৭. বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!
২৮. মানুষ আসলেই সবচেয়ে দুর্বল প্রাণী!
আরোও অনেক কিছু। কিন্তু পরিশেষে... সৃষ্টিকর্তার (আল্লাহর) বিধান অনুসরণ করার বিকল্প কিছু নেই
সংগৃহীত ও সংশোধিত

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: সর্বশেষ 1 সপ্তাহ
03-04-2020 শুক্রবার =৫ জন
04-04-2020 শনিবার। =৯জন
05-04-2020 রবিবার। =১৮ জন
06-04-2020 সোমবার =৩৫জন
07-04-2020 মঙ্গলবার =৪১জন
08-04-2020 বুধবার =৫৪ জন
09-04-2020 বৃহস্পতিবার = ১১২ জন
সর্বমোট শনাক্ত সংখ্যা ৩৩০ এবং মৃতের সংখ্যা মোট ২১জন।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৪

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: ভাল বলেছেন

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

বিভ্রান্ত পাঠক বলেছেন: একমত।।

৪| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি যা কপিপেষ্ট করেছেন, পড়লে নিজে বুঝতে পারবেন?

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

rezaul827 বলেছেন: জি ভাই নিচে সংগৃহীত ও সংশোধিত লিখে দিয়েছি। ধন্যবাদ।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২১

জাহিদ হাসান বলেছেন: কপিপেষ্ট

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

rezaul827 বলেছেন: জি ভাই নিচে সংগৃহীত ও সংশোধিত লিখে দিয়েছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.