![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশ অনেকটাই পরিচিত সস্তা শ্রমিক প্রাপ্তির জন্য৷ কিন্তু কম টাকায় শ্রমিক পেয়েও নির্যাতনের মাত্রা কমছে না মালিক পক্ষের।
সম্প্রতি ২টি ভিডিও দেখলাম নেটে। একটি মোবাইলে ধারণ করা_ বাংলাদেশী শ্রমিককে এক অ্যারাবিনের নির্যাতন আর একটি দেহ ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত।
বাংলাদেশ থেকে চাকরি নিয়ে বিদেশে যেতে একজন কর্মীর মাথাপিছু ব্যয় হচ্ছে গড়ে দেড় থেকে সাড়ে ৩ লাখ টাকা। এই টাকার ৭৫ শতাংশই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে।
কয়েক মাস আগে ঢাকা এফএম'এ অন্ধকারের গল্পে উঠে এসেছে মানব পাচার ও সেখানে গিয়ে নারীদের সংগ্রামের চিত্র। যেগুলো রীতিমত ভয়ংকর। সেগুলো নিয়ে আমি আর লিখলাম না। আগ্রহ হলে ডাউনলোড লিংক দিলাম শুনতে পারেন।
১. ফাহিমার গল্প
২. দুবাই গিয়ে
৩. মানব পাচার
এগুলো দেখা আর শোনার পর আমার যা মনে হয়েছে আমাদের উচিত আমাদের প্রতিবেশী বা ঘরের মানুষ যারা বিদেশে শ্রমিক হিসেবে যেতে চান, তাদেরকে নিরুৎসাহিত করা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
রেজওয়ান করিম বলেছেন: মানুষের জন্যই দেশ, দেশের জন্য মানুষ না। নিজে ভালো ভাবে বাঁচলে দেশের লাভ
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: নিরুৎসাহীত করলে, রেমিট্যান্সের এই সুবিধা পাবেন কোথায়!!??দেশের কি অবস্থা হবে ভেবে দেখেছেন??
আর বাস্তবতা বলে(নারীদের প্রতি পূর্ণ সন্মান রেখেই,(কারন এখানে আমার মা,বোন,স্ত্রী এবং মেয়েও পরে) ভাল যে, সে সবখানেই ভাল। যদিও দু'একটা ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া।।
মন্তব্যটা কঠিন বলে ক্ষমাপ্রার্থী। কিন্তু অভিজ্ঞতা এছাড়া কিছু বলে না।। ধন্যবাদ।।