![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বাগীচায় অনেক পাতা বাহার
জানি আমি তার ভিতরে একটি;
আর সবার মত হয়ত আমি
তবে ক্যানো এত আসো কাছে?
ক্যানো ডাকো?
আমার চাতক মন
কখন যে অজান্তে
তোমাকেই চেয়েছিলো
মনে নেই।
তোমার কায়া আমার ছায়ায়
কয়েকটি রাতে জোৎস্নার পথে
প্রশান্তি ঘামের সিক্ততায়
তুমি ছিলে তাই,
বৃষ্টির ধাওয়ায় লোকাল বাসে
দুজনে পাশাপাশি।
বুঝিনি এত সহজেই
আমার পাতার রং
তোমার অপ্রিয় হয়ে যাবে
ঝরা পাতার দিন শুরুর আগেই
তুমি ঝরিয়ে দিলে আমায়,
কবিতাগুলোকে মাঝরাতে
গলা টিপে হত্যা করলে
কি দারুন অহমে
বেছে নিলে আরেকটা পাতা বাহার।
জীবনের প্রথম অধ্যায়ে
স্বপ্ন গেথেছো তুমিই
আবার
ভেঙেছো তুমিই।
ছবি: প্রতিকী
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ আলভী ভাই
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: প্রেমকাব্য।
++++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
রেজওয়ান করিম বলেছেন:
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
অগ্নি কল্লোল বলেছেন: অনেক ভাল লেখা।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
সপ্ন বালক বলেছেন: আতিব সুন্দর।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
রেজওয়ান করিম বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কাব্যমালা। নস্টালজিক হয়ে গেলাম।