নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান করিম

রেজওয়ান করিম › বিস্তারিত পোস্টঃ

আফসোসের লু হাওয়া

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১



তারপর,
মরুভূমির বুকে
বৃষ্টি নামল
তুমি ভোরের শিশিরের বিন্দুর মত
এলে আমার লাল গোলাপের বাগিচায়
একের পর এক আমি পরম মমতায়
দিলাম সব গোলাপ তোমায়।

যখন যেটা চেয়েছো
কখনো কলি,
কখনো প্রষ্ফুটিত
আবার কখনো পাপড়ি
বা সুগন্ধী মালা।

এরপর,
তুমি চাইলে কালো গোলাপ
আমি খুঁজতে থাকলাম চারা
কিন্তু তোমার তাড়া
আর আমার
সময়ের হাতছানি।

একটু অপেক্ষা করতে হবে
সামনের শীত পর্যন্ত;
কিন্তু না, তোমার সময় নেই
দাঁড়াতে পারবে না।


ঠিক আছে, আমি বাঁধা দেব না
তবে সময় হলে একটু বস।

আমার যা ছিল সবইতো দিয়েছি
যা চেয়েছো বা যা চাওনি।
তোমার তাড়া
আর আমার
হাতছানি সময়ের।

কেনো বোঝনা তুমি
অপেক্ষার প্রহর বুঝি,
শুধু আমার জন্যই
উফ!

ছবি: প্রতিকী

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: অসাধারণ লেগেছে....।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগলো জেনে খুশি হলাম

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:




সে ও আপনি, সবই ভালো; মাঝখানে গোলাপদের প্রাণ গেলো!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

রেজওয়ান করিম বলেছেন: হুম, প্রাণ না গেলেও মরে বেচে আছি

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫

গেম চেঞ্জার বলেছেন: ভাল হয়েছে..

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৭

আরাফআহনাফ বলেছেন: কিছুই বলার নেই শুধু অনিঃশেষ ভালো লাগা প্রকাশ ছাড়া।

ভালো থাকবেন চিরন্তর।
শুভ কামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

রেজওয়ান করিম বলেছেন: আপনিও ভালো থাকবেন, শুভ কামনার জন্য ধন্যবাদ

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

তার আর পর নেই… বলেছেন: তুমি ভোরের শিশিরের বিন্দুর মত - তুমি ভোরের শিশির বিন্দুর মত

ভালো লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগলো জেনে আমারো ভালো লাগলো

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
এক রাশ ভাললাগা রেখে গেলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

রেজওয়ান করিম বলেছেন: কৃতজ্ঞ রইলাম

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার মনের কথা মালা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

রেজওয়ান করিম বলেছেন: বোঝার জন্য ধন্যবাদ ভাই

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালোই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

রেজওয়ান করিম বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.