![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবহাওয়া অধিদপ্তর বলেছে
আজ ঝড় তুফানের নেই কোন সম্ভাবনা
নেই বৃষ্টি বা ৩ নম্বর সংকেতের শংকা
কিন্তু আমার মনের খবর
জানাবে কোন দপ্তর
সেখানে যে বইছে ঘুর্ণি ঝড়
কালো মেঘের বজ্রপাতে
ঝড়ছে অবিরাম বৃষ্টি
জানো কি কেউ?
জানো কি তুমি?
সকালের সোনালী আলোর মত
শুধু খোঁজো মসৃন ভবিষ্যত
শিশির বিন্দুর মত শুধু খোঁজো সুখ
পরিনামে যে জ্বলে আরেক হৃদয়
জানো কি তুমি?
আমার এ বৃষ্টিপাত
দেখবে না কেউ
বুঝবে না তুমি
শুধু আমি হব স্নাত
অজস্রবার, সবার আড়ালে।
ছবি: প্রতিকী
২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৫৪
রেজওয়ান করিম বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
বিজন রয় বলেছেন: নিরবে নিভৃতে কেঁদে কি হবে!!!
ভাল লাগল।