নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান করিম

রেজওয়ান করিম › বিস্তারিত পোস্টঃ

বিলসা পাড়ে যুবকের লাশ

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০



মেঠো পথের আঁকাবাঁকা একটি গ্রাম
বট তরুর কায়ায় ছায়া তার যেন মম
মাঠে উড়ছে হলুদ রঙের পাতা
তার পাহাড়ায় এক কর্তা
পায়ের কাছে শুয়ে বিশ্বস্ত এক কুকুর

এমন গাঁয়ের পথে দিশান্তরী হয়েছে এক যুবক
বাজারের লোকেরা তাকে নিয়ে করছে কানাঘুষা
তাতে যুবকের কি আসে যায়।

কি মায়ায় সে পথ ভুলেছে
আর সকলের মত জানে না সেও
জিগেস করলে আকাশ পানে চেয়ে
জীবনের
না মেলা অংক ভুল করে আবারও
সবাই বলে পাগল

হ্যাঁ, পাগল
শুধু তার অপেক্ষায় দাওয়ায় বসে কাঁদে এক বৃদ্ধা
তাতে কার কি আসে যায়?

চায়ের দোকানে তাকে নিয়ে চলে কানাঘুষা
লোকে বলে এই কি জীবন?
তাতে কার কি আসে যায়?
শুধু তার অপেক্ষায় দাওয়ায় বসে কাঁদে এক বৃদ্ধা।

কোন এক কাকডাকা ভোরে
পায়রাগুলোর বাকুম বাকুমে
জাগতে শুরু করেছে গৃহস্থীরা
বাড়তে থাকে কোলাহল
দেখে
বিলসার পাড়ে পরে থাকে মরদেহ;
এমন গায়ে তার কিসের অভাব ছিল
কত শত প্রশ্নের তৃষ্ণায় গ্রামবাসী
পায় না উত্তর?
তাতে কাব্যের কি আসে যায়
শুধু তার অপেক্ষায় দাওয়ায় বসে কাঁদে এক বৃদ্ধা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগলো জেনে স্বার্থক মনে হচ্ছে

২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিজন রয় বলেছেন: কি পড়লাম!!

অসাম।
++++

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬

রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬

জ্যোস্নার ফুল বলেছেন: চেনা মৃত্যু যুবকের ভালো লাগেনাই তাই, অচিন গায়ে অচিন সময়ে অচিন মৃত্যু

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

রেজওয়ান করিম বলেছেন: বাহ দারুন! অচিন গায়ে অচিন সময়ে অচিন মৃত্যু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.