![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনেতা হতে চাইনি কখনো
তবু আজ আমি অভিনেতা।
একের পর এক করে যাচ্ছি অভিনয়
জীবনের নাট্যমঞ্চে।
নিজের সাথে নিজেই খেলছি
আর মজা নিচ্ছ সবাই
আমার হাসিতে তোমরা হাসছ
ভাবছ, আমি নিখাদ মানুষ না
নইলে, নিশ্চয় এতক্ষণ ভেঙে যেতাম।।
আমি যে নক্ষত্রের মত জ্বলছি
তোমরা দেখছ কি সুন্দর শোভা
আমি সূর্যের মত দহিতাচ্ছি
তোমরা নিচ্ছ উত্তাপ
ইভাল্যুয়েশন রাউন্ডে শ্রেষ্টর অভিনেতার মধ্যে গিয়েও
পুরস্কার না পাওয়া;
অন্যের হাতে দিচ্ছি তুলে হেসে হেসে
কত উদার আমি।।
হা হা হা,
ভাবছ, আমি নিখাদ মানুষ না
নইলে, নিশ্চয় এতক্ষণ ভেঙে যেতাম।।
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪
রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ দাদা
২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮
বিজন রয় বলেছেন: কবিদের মনে কত দীর্ঘ অার প্রসারিত!!
কত অল্প পরিসরে জীবনের বড় একটি বিষয় তুলে ধরেছেন!!
আমি অভিভুত!!