![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তনু ধর্ষণ ও হত্যার রেশ কাটতে না কাটতেই আবারো ঘটলো ধর্ষনের ঘটনা। এবার দুই জেলায় এর শিকার হলেন ৩ নারী।
সাম্রাজ্যবাদে দুর্বলের প্রতি সবল শক্তির একটা প্রভাব থাকেই। আমাদের সমাজে এর প্রভার যার প্র্রতি পরতে পরতে। সতী দাহ প্রথা রদ, বিধবা বিবাহ চালু, নারীর ক্ষমতায়নসহ প্রযুক্তির যুগে যখন আমরা দাবি করছি যে আমরা সভ্য ও একটা গণতান্ত্রিক ভাবধারার মধ্যে আছি। তখনই বিচ্ছিন্ন কিছু ঘটনায় বারবার পা পিছলে পড়ে যাচ্ছি আমরা।
যে বিকারগ্রস্ত নীতিবোধ যুদ্ধ বিগ্রহে মানা হত, তা আজ স্বাধীন দেশে নিজ বোন বা প্রেয়সীর সঙ্গে করছে নরপিশাচরা। আকাশ সংস্কৃতির প্রভাবে হারাচ্ছি নিজেদের প্রেমের সংগা। ভুলে গেছি আমরা পশু না মানুষ। কামভাব এলেই নিজেকে নিয়ে যায় হলিউড বা বলিউডের নায়কের স্থানে। বিচারহীন বা মিমাংসার সংস্কৃতিই এই পশুত্বের জন্য দায়ী।
পশুত্ব বললাম কারণ পশুদের মধ্যে ৬ ধরনের sexual behaviour দেখা যায়। আর ধর্ষকদের ধর্ষনের ধরণ ৫ রকম। আরেক রকম মানে ষষ্ঠটা খুব কম শোনা যায়।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
রেজওয়ান করিম বলেছেন: প্রথম ভিডিওতে আছে
২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: এর শেষ কোথায়?
সঠিক বিচার কবে হব?
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
রেজওয়ান করিম বলেছেন: সেই প্রশ্নই সবার
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
প্রামানিক বলেছেন: এতকিছুর পরও ধর্ষণ বন্ধ হচ্ছে না।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
রেজওয়ান করিম বলেছেন: হুম এর জন্য আমাদের হীন মনমানিসকতা দায়ি
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২
নুর ইসলাম রফিক বলেছেন: দুই জেলার নাম উল্লেখ তো করেননি।