![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলফোনটা এখনো তোমার প্রতিক্ষায়!
অন্ধকার রাতে আনমনে
কতবার গিয়েছি ফোনবুকে
তোমার মত তা জানে না আর সবাই।।
বহুদিনের পুরোনো অভ্যাস
ব্যস্ততার ভীড়ে তোমায় সঙ্গ দেয়া
নেশাখোরের মত আবেগ
নিয়ত প্রতিক্ষন করছে আমায় গ্রাস।
প্রতিদিন কত কল আসে যায়
কত জনের সাথে কত কথা হয়
শুধু একটি নাম্বার বাদে
তোমার মত তা জানেনা আর সবাই।।
কষ্টরা বাস্পীভূত হয়ে
কড়া নাড়ে অক্ষিপটে
তোমার মত তা জানেনা আর সবাই।।
খুব জানতে ইচ্ছা করে
কেমন আছো আমায় ভুলে
কে তোমার খোঁপায় ফুল গোঁজে
তোমার চুল কার হাতের উপর দোলে
কার বুকে মাথা রেখে তুমি খোঁজ
গোলাপের গন্ধ।
আর অনেকের মত জানিনা আমিও।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
রেজওয়ান করিম বলেছেন:
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
রেজওয়ান করিম বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
আমিই মিসির আলী বলেছেন: প্রতিদিন কত কল আসে যায়
কত জনের সাথে কত কথা হয়
শুধু একটি নাম্বার বাদে
তোমার মত তা জানেনা আর সবাই।।
একই ঘটনা তো অপর প্রান্তেও ঘটে।
ভালো লাগছে কবিতা।
+
১৩ ই মে, ২০১৬ রাত ১১:৩১
রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
রাজসোহান বলেছেন: খুব জানতে ইচ্ছা করে

কেমন আছো আমায় ভুলে
কে তোমার খোঁপায় ফুল গোঁজে
তোমার চুল কার হাতে উপর দোলে
কার বুকে মাথা রেখে তুমি খোঁজ
গোলাপের গন্ধ।